Top Entertainment News Today: প্রয়াত পণ্ডিত বিরজু মহারাজ, ধনুশের বিবাহবিচ্ছেদ, এক নজরে আজকের সেরা বিনোদনের খবর
বিনোদনের দুনিয়ায় সারাদিন কোথায় কী হল, এক ঝলকে দেখে নেওয়া যাক আজকের সেরা বিনোদনের খবর-
কলকাতা: বিনোদনের দুনিয়ায় সারাদিন কোথায় কী হল, এক ঝলকে দেখে নেওয়া যাক আজকের সেরা বিনোদনের খবর-
প্রয়াত কত্থক-গুরু পণ্ডিত বিরজু মহারাজ-
প্রয়াত পণ্ডিত বিরজু মহারাজ (Pandit Birju Maharaj)। বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবারের তরফে জানানো হয়েছে, হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কত্থক-গুরুর (Kathak Legend)। গতকাল রাতে দিল্লির বাড়িতে মৃত্যু হয় এই কথক কিংবদন্তির। জানা গেছে, রবিবার রাতে নাতির সঙ্গে খেলছিলেন বিরজু মহারাজ। সেই সময় হঠাৎ তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে। অচেতন হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে দিল্লির সাকেত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আসছে না সেক্রেড গেমস সিজন ৩-
'সেক্রেড গেমস' (Sacred Games) ভারতীয় ওয়েব সিরিজগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় সিরিজ। দুর্দান্ত গল্প ও দর্শককে ধরে রাখার ক্ষমতা আছে নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) ও সেফ আলি খান (Saif Ali Khan) অভিনীত এই 'নেটফ্লিক্স' সিরিজের (Netflix series)। ফলে প্রথম দুই সিজনের পরে সমস্ত অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় তৃতীয় সিজনের। কিন্তু পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) গলায় অন্যরকমের সুর। তিনি জানিয়েছেন কোনও তৃতীয় সিজন হচ্ছে না 'সেক্রেড গেমস'-এর।
পণ্ডিত বিরজু মহারাজকে শ্রদ্ধা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির-
বিশিষ্ট নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজের (legendary kathak dancer Pandit Birju Maharaj) জীবনাবসানে শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। কত্থক-গুরুর বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবারের তরফে জানানো হয়েছে, হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। গতকাল রাতে দিল্লির বাড়িতে মৃত্যু হয় এই কত্থক কিংবদন্তির। শোক প্রকাশ করে রামনাথ কোবিন্দ লেখেন, 'কিংবদন্তি পণ্ডিত বিরজু মহারাজের মৃত্যু একটি যুগের অবসান। এটি ভারতীয় সঙ্গীত এবং সাংস্কৃতির ক্ষেত্রে গভীর শূন্যতা সৃষ্টি করল। তিনি কিংবদন্তি হয়ে ওঠেন, বিশ্বের দরবারে কত্থককে জনপ্রিয় করতে অতুলনীয় অবদান রেখেছিলেন। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা।'
ধনুশের বিবাহবিচ্ছেদ-
স্ত্রী ঐশ্বর্যের সঙ্গে অবশেষে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা ধনুশ (Dhanush)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এদিন ধনুশ ও তাঁর স্ত্রী ঐশ্বর্য (Aishwaryaa R Dhanush) বিবাহিত সম্পর্ক থেকে আলাদা হয়ে যাওয়ার কথা জানান। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ধনুশ লেখেন, 'গত ১৮ বছর ধরে একসঙ্গে ছিলাম বন্ধু হিসেবে, দম্পতি হিসেবে, বাবা-মা হিসেবে এবং একে অপরের শুভাকাঙ্খী হিসেবে। একদিনের সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভালো। ঐশ্বর্য আর আমি আজ থেকে সিদ্ধান্ত নিলাম দম্পতি হিসেবে আমরা আলাদা হয়ে যাব। আগামীদিনগুলোয় বরং একে অপরকে বোঝার জন্য আর একটু সময় দেব। সকলের কাছে অনুরোধ অনুগ্রহ করে আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে দেবেন।' সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করার পরই ঝড় ওঠে অনুরাগীদের মধ্যে।
'জাতিস্মর' মুক্তির ৮ বছর-
২০১৪ সালের ১৭ জানুয়ারি মুক্তি পায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) জনপ্রিয় ছবি 'জাতিস্মর' (Jaatishwar)। দেখতে দেখতে সেই দিনের ৮ বছর পার। সেই সময়ে প্রবলভাবে জনপ্রিয় হয়ে ওঠে এই ছবি। এই বিশেষ দিনটিকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পরিচালক। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সৃজিত মুখোপাধ্যায় লেখেন, 'বিভিন্ন সময়ে, আমাদের টিম সৌভাগ্যবান হয়েছে যে কোনও একটি ছবি কেউ কেউ এত বেশি পছন্দ করেছেন যে তাঁদের মতে এটিকে আরও ভাল করা আমার পক্ষে অসম্ভব। আমার জন্য সেরকম হয়তো বাইশে শ্রাবণ, চতুষ্কোণ বা নির্বাক, কারও জন্য হেমলক সোসাইটি, অটোগ্রাফ বা রাজকাহিনী, এবং কারও ক্ষেত্রে এক যে ছিল রাজা, ঊমা, ভিঞ্চি দা বা গুমনামী। কিন্তু প্রত্যেক দিনই আমি বুঝতে পারি এক বিশাল সংখ্যক মানুষের কাছে এমন ছবি হচ্ছে "জাতিস্মর", যার আজ ৮ বছর পূর্ণ হচ্ছে। স্মৃতির মিউজিক্যালস, সত্যিই।'
লতা মঙ্গেশকরের জন্য আশা ভোঁসলে-
সম্প্রতি জানা গিয়েছে, লতা মঙ্গেশকরের দ্রুত সুস্থতা কামনায় বোন আশা ভোঁসলে (Asha Bhosle) গায়িকার বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করেছেন। এক সাক্ষাৎকারে আশা ভোঁসলে জানান, 'ওঁর বাড়িতে (প্রভুকুঞ্জ, পেডার রোড) ভগবান শিবের বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। যাতে ওঁ খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য আমরা পরিবারের সদস্যরা ভগবান মহাদেবের কাছে প্রার্থনা করছি।'
অক্ষয়-টুইঙ্কলের বিবাহবার্ষিকী-
একুশতম বিবাহবার্ষিকীতে বলিউড অভিনেত্রী টুইঙ্কল খন্না তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে অক্ষয় কুমারের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দুই তারকাকে একটি টেবিলের দুধারে চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে কিছু খাবার ও পানীয়। স্বামী-স্ত্রী যে গল্পে বেশ মশগুল তা ছবি দেখেই বোঝা যাচ্ছে। ছবি শেয়ার করে টুইঙ্কল খন্না লিখেছেন, 'আমাদের একুশতম বিবাহবার্ষিকীতে আমাদের কিছু কথপোকথন-
আমি- তুমি কি জানো, আমরা একে অপরের থেকে এতটাই আলাদা যে আজ যদি কোনও পার্টিতে তোমার সঙ্গে দেখা হত, আমি জানি না তোমার সঙ্গে আদৌ কথা বলতাম কিনা।
ও (অক্ষয় কুমার)- আমি তোমার সঙ্গে নিশ্চয়ই কথা বলতাম।
আমি- কেন তাতে আমি আর আশ্চর্য হলাম না। কি জিজ্ঞাসা করতে তুমি আমায়?
ও (অক্ষয় কুমার)- আমি জিজ্ঞাসা করতাম- 'বৌদি কেমন আছেন? দাদা কেমন আছেন? বাচ্চারা কেমন আছে? আচ্ছা নমস্কার।'
২৫দিন পরও হাউজফুল টনিক-
এদিন ছবি শেয়ার করে দেব নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন, '২৫দিনের ছবির ব্লকবাস্টার উদযাপন। এখনও হাউজফুল। সকলকে ধন্যবাদ জানাতে চাই।' 'টনিক' মুক্তি পেয়েছে গত ২৪ ডিসেম্বর। নতুন বছর পড়তে না পড়তেই রাজ্যে নয়া কোভিডবিধি জারি হয়ে গিয়েছে। আগে সম্পূর্ণ খোলা থাকলেও এখন নয়া কোভিডবিধিতে ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা থাকছে সিনেমাহল। রয়েছে সংক্রমণের আশঙ্কা। কারণ, করোনার তৃতীয় ঢেউতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত হচ্ছেন তারকারাও। এই তো কদিন আগে অভিনেতা দেব নিজেও করোনা সংক্রমিত হয়েছিলেন। যদিও এখন তিনি সুস্থ। এই পরিস্থিতিতে ছবির ব্যবসায় বড় প্রভাব পড়েছে। তারমধ্যেও 'টনিক' ছবির টানা সাফল্য আপ্লুত করেছে দেবকে। যা তিনি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।
কেমন আছেন লতা মঙ্গেশকর-
এদিন সংবাদ সংস্থা এএনআইকে লতা মঙ্গেশকরের চিকিৎসক প্রতীত সমদানী বলেন, 'গায়িকা লতা মঙ্গেশকর এখনও আইসিইউতেই রয়েছেন। আমরা প্রতি নিয়ত তাঁর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখছি। ওঁর সেরে উঠতে কিছুটা সময় লাগবে বয়সের কারণে।' বিরানব্বই বছর বয়সী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অসুস্থতায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। তাঁরা সারাক্ষণই গায়িকার স্বাস্থ্যের খবর জানতে চাইছেন।
আসছে সন্দেশ-
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অভিনেত্রী পায়েল দে 'সন্দেশ' ছবির পোস্টার শেয়ার করেছেন। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'প্রেমে অপ্রেমে মিষ্টিমুখে... সন্দেশ। আসছে খুব শীঘ্রই।' এই ছবিতে পায়েল দে-র সঙ্গে মুখ্য চরিত্রে রয়েছেন সুগত ঘোষ, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। 'সন্দেশ' ছবিটি পরিচালনা করছেন পরিচালক জয় রায়। যে ছবিটি শেয়ার করেছেন পায়েল দে, তাতে তাঁকে ভিন্ন লুকে দেখা যাচ্ছে। আটপৌরে শাড়িতে বেঞ্চে বসে থাকতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। যদিও ছবি সম্পর্কে আর কোনও তথ্য শেয়ার করেননি তিনি। পাশাপাশি কবে মুক্তি পাবে এই ছবি তা জানা যায়নি এখনও। কিন্তু মা হওয়ার পর অভিনয়ে ফিরেই একের পর এক তাক লাগানো চরিত্র নিয়ে হাজির হচ্ছেন পায়েল।