এক্সপ্লোর

২০২৪ নির্বাচন এর ফল

(Source: ECI/ABP News/ABP Majha)

Top Entertainment News Today: কংগ্রেসে রিমি সেন, সলমন খানের নতুন ছবির মুক্তির দিন ঘোষণা, এক নজরে বিনোদনের সেরা খবর

টলিউড থেকে বলিউড, বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল, এক ঝলকে দেখে নেওয়া যাক সেরা খবরগুলি।

কলকাতা: লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। তাঁকে নিয়ে স্মৃতিচারণা বিভিন্ন জায়গায়। ঘোষণা হল সলমন খানের নতুন ছবির মুক্তির দিন। কংগ্রেসে যোগ দিলেন বলিউড অভিনেত্রী রিমি সেন। টলিউড থেকে বলিউড, বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল, এক ঝলকে দেখে নেওয়া যাক সেরা খবরগুলি।

লতা মঙ্গেশকরকে রাজ্যসভায় শ্রদ্ধা নিবেদন-

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা নিবেদনের পর আজ একঘন্টার জন্য মুলতুবি হয়ে যাবে সংসদের দুই কক্ষের অধিবেশন। লতা মঙ্গেশকর রাজ্যসভার সদস্য ছিলেন। তাই সকাল ১০টায় রাজ্যসভার অধিবেশনের শুরুতে তাঁর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। এক মিনিট নীরবতা পালন করেন রাজ্যসভার সদস্যরা। 

ইন্দৌরের মিউজিয়ামে সংরক্ষিত লতা মঙ্গেশকরের গানের রেকর্ড-

মধ্যপ্রদেশের ইন্দৌরের (Indore of Madhya Pradesh) একটি মিউজিয়ামে (Museum) সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) গানের ৭ হাজার ৬০০টি দুর্লভ গ্রামোফোন রেকর্ডের (rare gramophone records) সংগ্রহ রয়েছে। ২০০৮ সালে পিগদম্বর অঞ্চলে এই ১৬০০ বর্গফুট জমির ওপর মিউজিয়াম তৈরি করেন সুমন চৌরাসিয়া। রবিবার লতা মঙ্গেশকরের মৃত্যুর পর শোক প্রকাশ করেন সুমন চৌরাসিয়া (Suman Chourasia)। এক জাতীয় সংবাদ সংস্থায় তিনি বলেন, 'বসন্ত পঞ্চমী একদিন পরেই লতা দিদির প্রয়াণ, আমার মতো লক্ষ লক্ষ সঙ্গীত প্রেমীকে স্তব্ধ করে দিয়েছে। ২০১৯ সালে লতা দিদির সঙ্গে আমার শেষবার দেখা হয় এবং তারপর করোনা অতিমারীর জন্য আর সাক্ষাৎ সম্ভব হয়নি।' চৌরাসিয়ার কথায় ১৯৬৫ সাল থেকে তিনি লতা মঙ্গেশকরের গানের গ্রামোফোন রেকর্ড সংগ্রহ করা শুরু করেন। 

আরও পড়ুন - Amitabh Remembers Lata Mangeshkar: লতা মঙ্গেশকরের পুরনো ভিডিও পোস্ট করে আবেগপ্রবণ অমিতাভ বচ্চন

ইন্দৌরে লতা মঙ্গেশকরের নামে সঙ্গীত অ্যাকাডেমি-

'ভারতরত্ন' লতা মঙ্গেশকরের (Bharat Ratna Lata Mangeshkar) প্রয়াণের পর, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান (Bharat Ratna Lata Mangeshkar), সোমবার, ৭ ফেব্রুয়ারি, ভোপালে (Bhopal) বৃক্ষ রোপণ করে কিংবদন্তি গায়িকাকে শ্রদ্ধা জানান। সেই সময়েই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন লতা মঙ্গেশকরের জন্মস্থান ইন্দৌরে একটি সঙ্গীত অ্যাকাডেমি প্রতিষ্ঠা করা হবে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বলেন, 'লতা জি ইন্দৌরে জন্মগ্রহণ করেছিলেন। তাই ওঁর স্মৃতিতে সেখানে একটি সঙ্গীত অ্যাকাডেমি, একটি সংগ্রহশালা তৈরি করা হবে। তাঁর একটি মূর্তিও প্রতিষ্ঠা করা হবে। এছাড়া প্রত্যেক বছর তাঁর জন্মবার্ষিকীতে 'লতা মঙ্গেশকর পুরস্কার' দেওয়া হবে।'

লতা দিদির স্মরণে তাঁর ডাক্তার-

রবিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে (Breach Candy Hospital) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar passed away)। শিল্পীর চিকিৎসার দায়িত্বে ছিলেন ডাক্তার প্রতীত সামদানি (Dr Pratit Samdani)। লতা জির মৃত্য়ুর পর ডাক্তার জানান যে জীবনের শেষ লগ্নে এসে উপস্থিত বুঝেও মুখ থেকে হাসি সরেনি তাঁর। গত তিন বছর ধরে সুরসম্রাজ্ঞীর চিকিৎসা করছেন ডা. সামদানি। তিনি বলেন, 'যখনই লতা জির শরীর খারাপ হত, আমিই ওঁর চিকিৎসা করতাম, কিন্তু এইবারে তাঁর স্বাস্থ্য দিনে দিনে খারাপ হচ্ছিল। আমরা যদিও চেষ্টা চালিয়ে গিয়েছি কিন্তু শেষ পর্যন্ত পারলাম না।'

প্রকাশ্যে 'একলা ঘর'-এর পোস্টার-

নতুন বছরে দর্শকদের জন্য উপহার নিয়ে এসেছেন পরিচালক সৌম্যজিৎ আদক (Soumojeet Adak)। মুক্তি পেতে চলেছে সৌম্যজিৎ আদক ও টিমের ছবি 'একলা ঘর' (Ekla Ghor)। প্রকাশ্যে এল ছবির পোস্টার। ছবির প্রযোজনা করেছে 'হোয়াইট ফেদার্স' সংস্থার কর্ণধার প্রদীপ বাজাজ। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋষভ বসু (Rishav Basu), ঐশ্বর্য সেন (Aishwarya Sen)। এছাড়াও ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন নিকিতা ধামিজা, হিয়া রায়, সমর দাস সহ অন্যান্যরা। 

কবে মুক্তি পাবে সলমন খানের 'কভি ইদ কবি দিওয়ালি'?

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ 'কভি ইদ কভি দিওয়ালি' ছবির মুক্তির দিন ঘোষণা করে পোস্ট করেছেন। ব্রেকিং নিউজ বলে তিনি লিখেছেন, 'এক্সক্লুসিভ। সলমন খান, সাজিদ নাদিয়াদওয়ালা আসছেন ২০২৩-এর ইদে। পরিচালক ফারহাদ সাজমির ছবি 'কভি ইদ কভি দিওয়ালি' মুক্তি পাবে ২০২৩-এর ইদে। মুখ্য চরিত্রে এই ছবিতে অভিনয় করছেন সলমন খান এবং পূজা হেগড়ে।' 'কভি ইদ কভি দিওয়ালি' ছবির মাধ্যমে প্রথমবার পর্দায় সলমন খান ও পূজা হেগড়ের (Puja Hegde) জুটিকে দেখতে পাবেন দর্শক। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই ছবির শ্যুটিং শুরু হবে।

কংগ্রেসে যোগ দিলেন রিমি সেন-

কংগ্রেসে যোগ দিলেন বলিউড অভিনেত্রী রিমি সেন (Rimmi Sen)। এদিন নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হরিশ রাওয়াত (Harish Rawat) ঘোষণা করলেন, একদা বিজেপি ঘনিষ্ঠ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রিমি সেন কংগ্রেসে (Congress) যোগ দিলেন। তিনি লিখেছেন, 'বলিউড ছবির জগতের জনপ্রিয় অভিনেত্রী এবং এক সময়ে বিজেপির হয়ে তারকা প্রচারক রিমি সেন কংগ্রেসে যোগ দিলেন। কারণ, তিনিও পরিবর্তন চান। রিমি সেন জি-কে উত্তরাখণ্ডে আসার জন্য অনেক অনেক স্বাগত আর উত্তরাখণ্ডের নির্বাচন অভিযান সমিতির প্রধান হিসেবে ওঁকে কংগ্রেস দলে যোগ দেওয়ার পথে স্বাগত জানাতে পেরে অত্যন্ত খুশি অনুভব করছি।

লতা মঙ্গেশকরের শেষকৃত্যে বিতর্কে শাহরুখ খান-

সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে হরিয়ানার বিজেপি প্রধান অরুণ যাদব একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে শ্রদ্ধাজ্ঞাপন করছেন শাহরুখ খান। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, 'থুথু ফেললেন শাহরুখ খান?' মুহূর্তে সেই টুইট ভাইরাল হয়ে যায়। আর হরিয়ানার বিজেপি প্রধান অরুণ যাদবকে তাঁর প্রশ্নের উত্তর দিয়েছেন শাহরুখ খানের অনুরাগীরা। ইতিমধ্যেই তাঁর সেই টুইটে হাজারেরও বেশি রিপ্লাই এসেছে। কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'শুধুমাত্র বিতর্ক তৈরি করার জন্য টুইট করবেন না।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'শাহরুখ খান দোয়া চাওয়ার সময় ফুঁ দিচ্ছিলেন রীতি অনুযায়ী। এটা মুসলিম ধর্মের রীতি।' কোনও কোনও নেট নাগরিক আবার শাহরুখ খানের জনপ্রিয় ছবি 'মাই নেম ইজ খান'-এর ভিডিও ক্লিপ শেয়ার করেছেন কমেন্টে। যেখানে মুসলিম ধর্মের রীতি অনুযায়ী নমাজ পড়ার সময় 'দোয়া' চাইতে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। ইতিমধ্যেই এই বিতর্কের কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শাহরুখ খান।

লতা মঙ্গেশকরের পুরনো ভিডিও পোস্ট অমিতাভ বচ্চনের-

লতা মঙ্গেশকরের প্রয়াণে দেশ বিদেশের অগণিত অনুরাগীদের মতো মন ভারাক্রান্ত অমিতাভ বচ্চনেরও। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লতা মঙ্গেশকরের পুরনো একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কোনও একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্টেজে লতা মঙ্গেশকরকে স্বাগত জানাচ্ছেন তিনি। ভিডিওতে অমিতাভ বচ্চনকে বলতে শোনা যাচ্ছে, 'কীভাবে পরিচয় করাবো, যিনি এই দেশেরই শুধু নন, এই গোটা বিশ্বব্রহ্মান্ডে সুর সম্রাজ্ঞী।' এরপরই লতা মঙ্গেশকরকে দেবী সরস্বতী সম্মোধন করে মঞ্চে স্বাগত জানান বিগ বি। এরপর ফের তাঁকে বলতে শোনা যায়, 'আমিও বিশ্বাস করি ঐশ্বরের সঙ্গে সঙ্গীতের বিশেষ একটা যোগাযোগ রয়েছে। আর লতা মঙ্গেশকরই দ্বিতীয় সেই তার বা মাধ্যম, যা ঐশ্বর আর সঙ্গীতের মধ্যে বন্ধন তৈরি করেছে। তিনি (লতা মঙ্গেশকর) সত্যিই দেবী সরস্বতীর এক রূপ।' ভিডিও শেয়ার করে অমিতাভ বচ্চন লেখেন, 'তিনি (লতা মঙ্গেশকর) আমাদের ছেড়ে চলে গিয়েছেন। স্বর্গে তিনি এখন সঙ্গীতের সৃষ্টি করছেন।'

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Cyclone Fengal Update: অব্যাহত পারদ পতন, ফের নিম্নচাপের ভ্রুকুটি; মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি
অব্যাহত পারদ পতন, ফের নিম্নচাপের ভ্রুকুটি; মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি
India vs Australia Live: ছন্দে কোহলি, পারথে এল কেরিয়ারের ৩২তম হাফসেঞ্চুরি, ৪০০-র দিকে অগ্রসর ভারত
ছন্দে কোহলি, পারথে এল কেরিয়ারের ৩২তম হাফসেঞ্চুরি, ৪০০-র দিকে অগ্রসর ভারত
Dev in Ghatal: ঘাটালে দেব বনাম শঙ্কর সংঘাত চরমে, তারকা সাংসদের সামনেই হাতাহাতি, লঙ্কাকাণ্ড
ঘাটালে দেব বনাম শঙ্কর সংঘাত চরমে, তারকা সাংসদের সামনেই হাতাহাতি, লঙ্কাকাণ্ড
Potato Price: কলকাতার বাজারে কমছে আলুর দাম, মন্ত্রীর ইঙ্গিতে আশার আলো
কলকাতার বাজারে কমছে আলুর দাম, মন্ত্রীর ইঙ্গিতে আশার আলো
Advertisement
ABP Premium

ভিডিও

TMC News : সাংসদ সুখেন্দুশেখর রায়ের সঙ্গে দূরত্ব তৈরি করছে তৃণমূল? ABP Ananda LIVENadia News: নদিয়ার ভীমপুরে নাবালিকার মৃত্যু, অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। ABP Ananda LiveTMC News:ফের বিরোধীদের হুমকি TMCনেতার,বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া, জিভ টেনে ছিড়ে নেওয়ার হুঁশিয়ারি!Haroa News: হাড়োয়ায় উপনির্বাচনে জেতার পর তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Fengal Update: অব্যাহত পারদ পতন, ফের নিম্নচাপের ভ্রুকুটি; মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি
অব্যাহত পারদ পতন, ফের নিম্নচাপের ভ্রুকুটি; মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি
India vs Australia Live: ছন্দে কোহলি, পারথে এল কেরিয়ারের ৩২তম হাফসেঞ্চুরি, ৪০০-র দিকে অগ্রসর ভারত
ছন্দে কোহলি, পারথে এল কেরিয়ারের ৩২তম হাফসেঞ্চুরি, ৪০০-র দিকে অগ্রসর ভারত
Dev in Ghatal: ঘাটালে দেব বনাম শঙ্কর সংঘাত চরমে, তারকা সাংসদের সামনেই হাতাহাতি, লঙ্কাকাণ্ড
ঘাটালে দেব বনাম শঙ্কর সংঘাত চরমে, তারকা সাংসদের সামনেই হাতাহাতি, লঙ্কাকাণ্ড
Potato Price: কলকাতার বাজারে কমছে আলুর দাম, মন্ত্রীর ইঙ্গিতে আশার আলো
কলকাতার বাজারে কমছে আলুর দাম, মন্ত্রীর ইঙ্গিতে আশার আলো
CV Ananda Bose: রাজভবনে নিজেই নিজের মূর্তি উন্মোচন করলেন রাজ্যপাল সিভি আনন্দ, 'এ তো পুরো জটায়ু!' কটাক্ষ ব্রাত্যর
রাজভবনে নিজেই নিজের মূর্তি উন্মোচন করলেন রাজ্যপাল সিভি আনন্দ, 'এ তো পুরো জটায়ু!' কটাক্ষ ব্রাত্যর
WB Dengue: শীতের শুরুতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, তালিকায় শীর্ষে মুর্শিদাবাদ
শীতের শুরুতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, তালিকায় শীর্ষে মুর্শিদাবাদ
Ultadanga Fire: উল্টোডাঙায় রেল লাইনের পাশে ঝুপড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন
উল্টোডাঙায় রেল লাইনের পাশে ঝুপড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন
Gold Price: ৭ দিনে কয়েক হাজার টাকা বেড়ে গেল সোনার দাম, এখন কিনলে কত দামে পাবেন ?
৭ দিনে কয়েক হাজার টাকা বেড়ে গেল সোনার দাম, এখন কিনলে কত দামে পাবেন ?
Embed widget