Top Enertainment News Today: ভিকি-তৃপ্তির নতুন জুটি, শিল্পার নতুন ছবির ঘোষণা, বিনোদনের সারাদিন
Top Enertainment News Today: বিনোদন দুনিয়ায় আজ নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন।
কলকাতা: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে (war-hit Ukraine) খাদ্যের সন্ধানে বেরিয়ে নির্মম পরিণতির শিকার হতে হল ভারতীয় ডাক্তারি পড়ুয়াকে (Indian Medical Student)। ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করলেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার (Farhan Akhtar)। মহা শিবরাত্রির শুভ দিনে আগামী ছবির শ্যুটিং শুরু করলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। তাঁর বিপরীতে অভিনয় করবেন তৃপ্তি দিমরি (Tripti Dimri)। প্রযোজক কর্ণ জোহর (Karan Johar)। আনন্দ তিওয়ারির পরিচালনায় রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবির নাম এখনও স্থির হয়নি। শেষ হল 'আয় খুকু আয়'-এর শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে খবর দিলেন দিতিপ্রিয়া রায়। এই প্রথম বড়পর্দায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করলেন দিতিপ্রিয়া। 'টলিউডের ইন্ডাস্ট্রি'-র মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। বিনোদন দুনিয়ায় আজ নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন।
ইউক্রেনে যুদ্ধের বলি ভারতীয় পড়ুয়া, ট্যুইটে শোকপ্রকাশ ফারহানের
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে (war-hit Ukraine) খাদ্যের সন্ধানে বেরিয়ে নির্মম পরিণতির শিকার হতে হল ভারতীয় ডাক্তারি পড়ুয়াকে (Indian Medical Student)। খারকিভের (Kharkiv) স্থানীয় সুপারমার্কেটে খাবার কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন কর্ণাটকে (Karnataka) হাবেরির বাসিন্দা নবীন শেখারাপ্পা জ্ঞানগউধ (২১) (Naveen Shekarappa Gyanagoudar)। ঠিক তখন আকাশ জুড়ে দখল নিয়ে ক্রমাগত বোমাবর্ষণ শুরু করে রুশ যুদ্ধবিমান (Russian Fighet Plane)। আর সেই বোমাবর্ষণের অভিঘাতেই প্রাণ খোয়াতে হল ভারতের ছাত্র নবীনকে। খারকিভ মেডিক্যাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করলেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার (Farhan Akhtar)। ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করে অভিনেতা এদিন লেখেন, 'ইউক্রেন দখলের শিকার এবার এক ভারতীয় ছাত্র। ওঁর পরিবারের কথা ভেবে খুব অসহায় লাগছে। সমবেদনা জানাই। আশা করছি আমাদের বাকি নাগরিকদের সুরক্ষিতভাবে বাড়ি ফিরিয়ে আনতে পারব, খুব শীঘ্রই।'
ভিকি-তৃপ্তির নতুন জুটি
মহা শিবরাত্রির শুভ দিনে আগামী ছবির শ্যুটিং শুরু করলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। তাঁর বিপরীতে অভিনয় করবেন তৃপ্তি দিমরি (Tripti Dimri)। প্রযোজক কর্ণ জোহর (Karan Johar)। আনন্দ তিওয়ারির পরিচালনায় রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবির নাম এখনও স্থির হয়নি। ২০১৮ সালের জনপ্রিয় ছবি 'লভ পার স্কোয়ার ফিট' ('Love Per Square Foot') তৈরি করেছিলেন আনন্দ। সেখানে অভিনয় করেছিলেন ভিকি কৌশল ও অঙ্গিরা ধর। ঘনিষ্ঠ সূত্রের খবর, আপাতত এক মাস মুম্বইয়ের এক স্টুডিওয় শ্যুট করবেন ভিকি ও তৃপ্তি। তারপর শোনা যাচ্ছে, দিল্লিতে শ্যুটিং করবেন তাঁরা। এছাড়া ভাবনায় রয়েছে উত্তর ভারতের আরও কিছু লোকেশনের নামও। যদিও শেষ মুহূর্তের রেকি শেষ করে তারপর দ্বিতীয় দফার শ্যুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন এমি ভিরক। ছবির স্ক্রিপ্ট একেবারে অন্য ধরনের বলে শোনা যাচ্ছে এবং সেই সঙ্গে দর্শকের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ বার্তাও দেওয়া হবে। এই ছবিতে প্রথমবার জুটি বাঁধবেন ভিকি ও তৃপ্তি।
শেষ 'আয় খুকু আয়' ছবির শ্যুটিং
শেষ হল 'আয় খুকু আয়'-এর শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে খবর দিলেন দিতিপ্রিয়া রায়। এই প্রথম বড়পর্দায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করলেন দিতিপ্রিয়া। 'টলিউডের ইন্ডাস্ট্রি'-র মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। এই ছবির লুক প্রকাশ থেকেই ছিল চমক। মাথায় টাক, মুখে কাঁচাপাকা দাড়ি, বিধ্বস্ত চেহারা একটা মলিন শার্ট পরে পুকুরঘাটে বসে আছেন তিনি। হঠাৎ করে দেখে না চেনা গেলেও তাঁর পরিচয় বলে দেয় চোখ আর ঠোঁটে লেগে থাকা হাসি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবির শ্যুটিং শুরুর দিনে সোশ্যাল মিডিয়ায় নিজের লুকের ছবি শেয়ার করে নিয়েছিলেন প্রসেনজিৎ।
বড়পর্দায় ফের শিল্পা শেট্টির
নতুন ছবি নিয়ে আসছেন অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। মঙ্গলবার নিজের নতুন কাজের নাম ঘোষণা করলেন অভিনেত্রী, 'সুখী' (Sukhee)। শেয়ার করলেন পোস্টারও। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টি এদিন নিজের ছবির পোস্টার শেয়ার করেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লেখেন, 'একটু বেধড়ক আমি, আমার জীবন একেবারে খোলা বই, দুনিয়া নির্লজ্জ বললেই বা কী, কারও থেকে আমার স্বপ্ন কম নয়।' ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন শিল্পা শেট্টি। সেকথাও পোস্টে লেখেন তিনি।
ঘোষণা হল প্রভাস-সেফ-কৃতীর 'আদিপুরুষ' মুক্তির তারিখ
মহাশিবরাত্রির পবিত্র তিথিতে (auspicious festival of Mahashivratri) ঘোষিত হল 'আদিপুরুষ' (Adipurush) ছবির মুক্তির তারিখ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নতুন তারিখ ঘোষণা করলেন (new release date) ছবির কলাকুশলীরা। একাধিক ভাষায় তৈরি হয়েছে এই ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ছবি। এই ছবির মূল বক্তব্য, 'মন্দের ওপর পুণ্যের জয়'। ছবিটি 'রামায়ণ' (Ramayana) মহাকাব্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। রামচন্দ্রে চরিত্রে অভিনয় করেছেন প্রভাস (Prabhas) এবং সেফ আলি খান (Saif Ali Khan) ছবিতে লঙ্কেশের চরিত্রে থাকবেন। কৃতী শ্যাননকে (Kriti Sanon) সীতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
বায়োপিকের গান রেকর্ডিং সারলেন রানু মণ্ডল
তৈরি হচ্ছে ভাইরাল সেনসেশন রানু মণ্ডলের বায়োপিক। সেই ছবিতে নিজের গলাতেই দুটো গান গাইলেন রানু। রানু মণ্ডলের জীবনী নিয়ে তৈরি ছবির নাম 'মিস রানু মারিয়া'। গান গেয়েই ভাইরাল হয়েছিলেন রানু। ফলে তাঁর বায়োপিকে যে একগুচ্ছ গান থাকবে তা বলাই বাহুল্য। ছবির একাধিক গানের মধ্যে দুটো গান নিজের কণ্ঠেই গাইছেন রানু। মঙ্গলবার হল সেই গানের রেকর্ডিংও।