এক্সপ্লোর

Top Entertainment News Today: মা হতে চলেছেন সোনম কপূর, প্রকাশ্যে 'কিশমিশ' ছবির ট্রেলার, এক নজরে বিনোদনের সেরা খবরগুলি

বলিউড থেকে টলিউড, বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? এক নজরে দেখে নেওয়া যাক বিনোনের জগতের সেরা খবরগুলি।

কলকাতা: মুক্তি পেল 'কিশমিশ' ছবির ট্রেলার। দীর্ঘ অপেক্ষার পর নেট মাধ্যমে মুক্তি পেল ট্রেলার। অন্যদিকে মা হতে চলার খবর শেয়ার করলেন সোনম কপূর। বলিউড থেকে টলিউড, বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? এক নজরে দেখে নেওয়া যাক বিনোনের জগতের সেরা খবরগুলি।

'দ্য কাশ্মীর ফাইলস' অনেকাংশে কাল্পনিক? গুজব উড়িয়ে সরব পল্লবী যোশী-

উত্তরপ্রদেশের লখনউয়ের এক সাংবাদিক সম্মেলনে এদিন উপস্থিত হয় ছবির গোটা টিম। সেখানে তাঁদের জিজ্ঞেস করা হয় যে ইন্টারনেটে যা শোনা যাচ্ছে ছবির অনেকাংশ কাল্পনিক বলে, তা আদৌ কতটা সত্যি। প্রযোজক ও অভিনেত্রী পল্লবী যোশী এই ছবিতে প্রফেসর রাধিকা মেননের চরিত্রে অভিনয় করেন। তিনি ছবির 'কাশ্মীর উদ্দেশ্য'কে সমর্থন করেন এবং তিনি এক কথায় সমস্ত গুজব নস্যাৎ করেছেন। তিনি জানান, তাঁর স্বামী অর্থাৎ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী প্রায় ৪ বছর ধরে এই ছবির জন্য প্রয়োজনীয় গবেষণা করেছেন। 

'নাটু নাটু' গানে পা মেলালেন আমির খান-

গানের তালে পা মেলালেন বলিউড তারকা আমির খান (Aamir Khan)। সঙ্গী আসন্ন ছবি 'আর আর আর'-এর অভিনেতা এনটিআর জুনিয়র (NTR Jr) ও রাম চরণ (Ram Charan)। সম্প্রতি এক ইভেন্টে ধরা পড়ল তাদের নাচের দৃশ্য। হাজির ছিলেন ছবির পরিচালক এস এস রাজামৌলি (SS Rajamouli) ও আলিয়া ভট্টও (Alia Bhatt)। 'আর আর আর' (RRR) ছবির গোটা টিম প্রচারের জন্য হাজির হয়েছিলেন রাজধানী দিল্লিতে। সেখানেই ফ্যান ইভেন্টে তাঁদের সঙ্গে যোগদান করেন আমির খান। আমির খান এই সময়ে রাম চরণ ও এনটিআর জুনিয়রকে জিজ্ঞেস করেন যে ছবিতে তাঁদের বিখ্যাত গান 'নাটু নাটু'-র নাচের স্টেপ কীভাবে করলেন। আমিরের বক্তব্য যে তিনি ওই নাচের স্টেপ কখনওই করতে পারতেন না।

সিদ্ধান্তের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনন্যা-

এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অনন্যা জানান অভিনেতা সিদ্ধান্তের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা। জানালেন তাঁদের দুজনের জন্যই বিশেষ 'ডাকনাম' বরাদ্দ রয়েছে। অভিনেত্রী বলেন, 'দুর্দান্ত অভিজ্ঞতা। সিড ও আমি ভাল বন্ধু। আমি আমাদের টম ও জেরি বলি কারণ আমরা ভীষণ ঝগড়া করি। তবে আমরা একে অপরকে ভালও বাসি খুব। ও দুর্ধর্ষ অভিনেতা। সিদ্ধান্তের থেকে আমি প্রচুর কিছু শিখেছি। আমার মনে হয় যেহেতু আমরা এত ভাল বন্ধু, সেই কারণে অনস্ক্রিন রসায়নও আমাদের এত ভাল। আমি ওঁর সঙ্গে আরও একটা ছবি করছি। সেই কারণে আমি বেশ উত্তেজিত।'

আরও পড়ুন - Runway 34 Trailer: মস্তিষ্কের খেলা খেলছেন অজয় দেবগন-অমিতাভ বচ্চন, প্রকাশ্যে 'রানওয়ে ৩৪' ছবির ট্রেলার

বিনামূল্যে ছবির প্রদর্শনী 'ফৌজদারি অপরাধ'-

হরিয়ানার বেশ কিছু রাজনীতিক এই ছবির বিনামূল্যে স্ক্রিনিংও করিয়েছেন। যদিও এই সিদ্ধান্তে বিশেষ খুশি হননি ছবির পরিচালক। তিনি ছবি প্রদর্শনীর একটি পোস্টার শেয়ার করেন এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে এই ছবি বিনামূল্যে দেখানো বন্ধ করার জন্য অনুরোধ করেছেন। ট্যুইটে তিনি লেখেন, 'সতর্কবার্তা: দ্য কাশ্মীর ফাইলস এভাবে খোলাখুলি এবং বিনামূল্যে দেখানো আদতে ফৌজদারি অপরাধ।' এরপর হরিয়ানার মুখ্যমন্ত্রীকে উল্লেখ করে তিনি লেখেন, 'এটা বন্ধ করার জন্য আপনাকে অনুরোধ করছি। রাজনৈতিক নেতাদের অবশ্যই সৃজনশীল ব্যবসাকে সম্মান করতে হবে এবং সত্যিকারের জাতীয়তাবাদ এবং সমাজসেবা মানে আইনগত ও শান্তিপূর্ণ উপায়ে টিকিট কেনা।'

মা হতে চলেছেন সোনম কপূর-

আনন্দ আহুজার সঙ্গে 'মেটার্নিটি শ্যুট' করেছেন অভিনেত্রী। সেই ছবিই পোস্ট করে মিষ্টি ক্যাপশন লেখেন সোনম। ছবিগুলিতে দেখা যাচ্ছে আনন্দের কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছেন 'হবু মা'। কালো বডিস্যুট, মুখে চওড়া হাসি। সগর্বে দেখাচ্ছেন তাঁর 'বেবি বাম্প'। ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'চার হাত। তোমাকে সর্বশ্রেষ্ঠভাবে বড় করে তোলার জন্য। দুটো হৃদয়। যা তোমার হৃদয়ের সঙ্গে প্রতি পদক্ষেপে তাল মিলিয়ে চলবে। একটি পরিবার। যা তোমাকে ভালবাসা ও সঙ্গ দিয়ে ভরিয়ে দেবে। তোমার আসার জন্য আর তর সইছে না।' 

'দ্য কাশ্মীর ফাইলস' ছবির প্রদর্শনী নিয়ে সোশ্যাল মিডিয়ায় 'ভুল তথ্য পরিবেশন', গ্রেফতার ১-

'দ্য কাশ্মীর ফাইলস' ছবি নিয়ে 'ভুল তথ্য পরিবেশন' করার অভিযোগে হাওড়া থেকে গ্রেফতার করা হল অজিত ভার্মাকে। অভিযোগ এই ছবি প্রদর্শনী নিয়ে ‘হল মালিককে হুমকি, দর্শকদের মধ্যে ভীতি প্রদর্শন’ করা হয় বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেন ওই যুবক। তবে পুলিশের দাবি এমন কোনও ঘটনা ঘটেনি।  'দ্য কাশ্মীর ফাইলস' ছবি নিয়ে 'ভুল তথ্য পরিবেশন' করার অভিযোগে হাওড়া থেকে গ্রেফতার করা হল অজিত ভার্মাকে। অভিযোগ এই ছবি প্রদর্শনী নিয়ে ‘হল মালিককে হুমকি, দর্শকদের মধ্যে ভীতি প্রদর্শন’ করা হয় বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেন ওই যুবক। তবে পুলিশের দাবি এমন কোনও ঘটনা ঘটেনি। -

সাবাশ মিঠুর ট্রেলার-

প্রকাশ্যে এল 'সাবাশ মিঠু' (Shabaash Mithu) ছবির প্রথম অফিসিয়াল টিজার (Official Teaser)। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। বহু প্রতীক্ষিত 'সাবাশ মিঠু' ছবিটি ক্রিকেট বায়োপিক। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের জীবনী নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন বলিউড তারকা তাপসী পন্নু (Taapsee Pannu)। টিজারটি 'ওম্যান ইন ব্লু' মিতালি রাজের কৃতিত্ব তুলে ধরেছে। টিজার পোস্ট করে ক্যাপশনে সৃজিত মুখোপাধ্যায় লেখেন, 'পুরুষ আধিপত্যপূর্ণ একটি খেলায়, তিনি ইতিহাস পুনর্লিখন করার চেষ্টা করেননি… পরিবর্তে তিনি নিজের গল্প তৈরি করেছেন!'

সোনম কপূরের মা হতে চলার খবরে অনিল কপূরের পোস্ট-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সোনম কপূর ও আনন্দ আহুজার অন্তঃসত্ত্বা অবস্থার ফোটোশ্যুটের ছবি পোস্ট করেছেন অনিল কপূর। সঙ্গে তিনি লেখেন, 'দাদু হতে চলেছি। এবার আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য প্রস্তুতি নিতে হবে। অসাধারণ একটা খবর দিয়ে সোনম কপূর ও আনন্দ আহুজা তোমরা আমাদের অত্যন্ত খুশি দিলে।'

বলিউডের নামী পরিচালকের ছেলের অস্বাভাবিক মৃত্যু-

জানা গিয়েছে, বলিউড পরিচালক গিরিশ মালিকের (Girish Malik) ছেলের এদিন অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা এটি আত্মহত্যার ঘটনা। পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে যে, আন্ধেরির অ্যাপার্টমেন্টের পঞ্চম তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন পরিচালক গিরিশ মালিকের পুত্র। তাঁরা আরও জানাচ্ছেন, ছেলের মদ্যপান করা নিয়ে এদিন ছেলেকে বকাবকি করেন ওই পরিচালক। পাশাপাশি মায়ের সঙ্গে দুর্ব্যবহার বন্ধ করার জন্যও ছেলেকে শাসন করেন। আর তারপরই অ্যাপার্টমেন্টের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মান্নান (পরিচালক গিরিশ মালিকের ছেলের নাম)। 

দ্য কাশ্মীর ফাইলস দেখার আর্জি আমির খানের-

১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের উপর অত্যাচারের কথা বলেছে ছবিটি । রবিবার, আমির এসএস রাজামৌলির একটি ফ্যান ইভেন্টে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন। সেখানেই তাঁকে 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে প্রশ্ন করা হয়, তিনি ছবিটি দেখেছেন কিনা । আমির  বলেন, "আমি অবশ্যই দেখব। ছবিটি ইতিহাসের এমন এক অধ্যায়কে তুলে ধরেছে যা হৃদয়কে নাড়া দিয়ে যায়।" তিনি আরও বলেন, গল্পটি আমাদের ইতিহাসের একটি অংশ ।  কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যা ঘটেছিল তা সত্যিই দুঃখজনক। এই জাতীয় বিষয়ের উপর যে কোনও চলচ্চিত্র অবশ্যই সব ভারতীয়দের দেখা উচিত।  তিনি আরও বলেন, এই ছবিটি মানবিক বোধ সম্পন্ন সব মানুষের আবেগকে স্পর্শ করেছে, আমি অবশ্যই ছবিটি দেখব ' 

বলিউড জার্নি নিয়ে মুখ খুললেন রানি মুখোপাধ্যায়-

এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায় বলেন, 'সিনেমার ইন্ডাস্ট্রিতে আমার এতদিনের জার্নি এককথায় অসাধারণ। আমি প্রচন্ড আশাবাদী মানুষ। পজেটিভ থাকতে পছন্দ করি। তাই আশা করি আমার এত বছরের বলিউড জার্নির মতোই পরবর্তী দিনগুলোও কাটবে। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে সেরা অভিনেতা, সেরা পরিচালক, প্রযোজক, টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করেছি। আমি ভাগ্যবান যে টাইপকাস্ট হতে হয়নি আমায়। সবসময় এমন ছবিতে অভিনয় করতে চেয়েছি, যেখানে মহিলা চরিত্রর উপর নজর থাকবে সকলের। আর অবশ্যই যে ছবি দেশের মেয়েদের কথা বলবে, এমন ছবি আমি পছন্দ করি বরাবর।'

প্রকাশ্যে কিশমিশ ছবির ট্রেলার-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'কিশমিশ' ছবির ট্রেলার পোস্ট করেছেন অভিনেতা দেব। সঙ্গে লিখেছেন, 'আজ থেকে 'কিশমিশ' শেখাবে ভালোবাসার নতুন মানে। আমাদের আগামী ছবির ট্রেলার প্রকাশ্যে। আগামী ২৯ এপ্রিল আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে আসছে।' 'কিশমিশ' ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অঞ্জনা বসু, খরাজ মুখোপাধ্যায়, জুন মালিয়া প্রমুখ অভিনেতারা।

প্রকাশ্যে 'রানওয়ে ৩৪' ছবির ট্রেলার-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বহু প্রতীক্ষিত ছবি 'রানওয়ে ৩৪'-এর ট্রেলার পোস্ট করেছেন অজয় দেবগন। ট্রেলার পোস্ট করে তিনি লেখেন, 'প্রতিটা মুহূর্ত গোনা হচ্ছে। অজয় দেবগন ফিল্মস গর্বের সঙ্গে তাদের ট্রেলার নিয়ে এসেছে প্রকাশ্যে। আমরা টেক অফ করার জন্য তৈরি।' এই ছবিতে একজন পাইলটের চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ছবিটি দেখার জন্য। সদ্য ছবির মোশন পোস্টার মুক্তি পাওয়ার পরই কমেন্টে এমনই কথা বলেছিলেন নেটাগরিকরা। উল্লেখ্য, 'রানওয়ে ৩৪' ছবিটি পরিচালনা এবং প্রযোজনা দুটোই করেছেন অজয় দেবগন।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : চট্টগ্রামে গ্রেফতার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, উদ্বেগপ্রকাশ দিল্লির
চট্টগ্রামে গ্রেফতার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, উদ্বেগপ্রকাশ দিল্লির
Chinmoy Krishna Das Arrest : 'হামলাকারীদের ছেড়ে ধর্মীয় নেতাদের ধরা হচ্ছে', চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে কী বার্তা নয়াদিল্লির?
'হামলাকারীদের ছেড়ে ধর্মীয় নেতাদের ধরা হচ্ছে', চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে কী বার্তা নয়াদিল্লির?
Chinmay Krishna Das: সন্ন্যাসী চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে বিধানসভায় মিছিল বিজেপি বিধায়কদের
সন্ন্যাসী চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে বিধানসভায় মিছিল বিজেপি বিধায়কদের
Chinmay Krishna Das : বাংলাদেশের সঙ্গে কথা বলুক ভারত সরকার ! হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারির পর এবার কড়া বার্তা ইসকনের
বাংলাদেশের সঙ্গে কথা বলুক ভারত সরকার ! হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারির পর এবার কড়া বার্তা ইসকনের
Advertisement
ABP Premium

ভিডিও

bangladesh News: গ্রেফতার ইসকনের সন্ন্যাসী, উত্তাল চট্টগ্রাম, শাহবাগ। কী পদক্ষেপ ভারতের?Bangladesh News: গ্রেফতার ইসকনের সন্ন্যাসী, তুমুল বিক্ষোভ। আড়াই ঘন্টা ধরে প্রিজন ভ্যানে চিন্ময়কৃষ্ণbangladesh News: বাংলাদেশে গ্রেফতার চিন্ময়কৃষ্ণ দাস, বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপি বিধায়কদেরBangladesh: 'ভারত উদ্বেগ প্রকাশ করছে', হিন্দু সন্ন্যাসী গ্রেফতার হতেই কড়া প্রতিক্রিয়া বিদেশমন্ত্রকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live : চট্টগ্রামে গ্রেফতার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, উদ্বেগপ্রকাশ দিল্লির
চট্টগ্রামে গ্রেফতার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, উদ্বেগপ্রকাশ দিল্লির
Chinmoy Krishna Das Arrest : 'হামলাকারীদের ছেড়ে ধর্মীয় নেতাদের ধরা হচ্ছে', চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে কী বার্তা নয়াদিল্লির?
'হামলাকারীদের ছেড়ে ধর্মীয় নেতাদের ধরা হচ্ছে', চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে কী বার্তা নয়াদিল্লির?
Chinmay Krishna Das: সন্ন্যাসী চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে বিধানসভায় মিছিল বিজেপি বিধায়কদের
সন্ন্যাসী চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে বিধানসভায় মিছিল বিজেপি বিধায়কদের
Chinmay Krishna Das : বাংলাদেশের সঙ্গে কথা বলুক ভারত সরকার ! হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারির পর এবার কড়া বার্তা ইসকনের
বাংলাদেশের সঙ্গে কথা বলুক ভারত সরকার ! হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারির পর এবার কড়া বার্তা ইসকনের
Chinmay Krishna Das : জামিন পেলেন না বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী,  রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময়কৃষ্ণ দাসের বিচারবিভাগীয় হেফাজত
জামিন পেলেন না বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী, রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময়কৃষ্ণ দাসের বিচারবিভাগীয় হেফাজত
Bangladesh Monk Arrest: বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারি নিয়ে কড়া বার্তা রাম মন্দিরের প্রধান পুরোহিতের! পাকিস্তানের সঙ্গে তুলনা
বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারি নিয়ে কড়া বার্তা রাম মন্দিরের প্রধান পুরোহিতের! পাকিস্তানের সঙ্গে তুলনা
Chinmoy Krishna Das Prabhu : চিন্ময় প্রভুর গ্রেফতারির পর হিন্দুদের প্রতিবাদে উত্তাল ঢাকা, চট্টগ্রাম, সেখানেও 'আক্রমণ অতর্কিতে'
চিন্ময় প্রভুর গ্রেফতারির পর হিন্দুদের প্রতিবাদে উত্তাল ঢাকা, চট্টগ্রাম, সেখানেও আক্রমণ অতর্কিতে
Krishna Das Prabhu Arrested: 'ঢাকা বিমানবন্দর থেকে অপহরণ হিন্দু সন্ন্যাসীকে', বিদেশমন্ত্রীকে ব্যবস্থা গ্রহণের আর্জি শুভেন্দুর; কী লিখলেন তসলিমা ?
'ঢাকা বিমানবন্দর থেকে অপহরণ হিন্দু সন্ন্যাসীকে', বিদেশমন্ত্রীকে ব্যবস্থা গ্রহণের আর্জি শুভেন্দুর; কী লিখলেন তসলিমা ?
Embed widget