এক্সপ্লোর

Top Entertainment News Today: প্রকাশ্যে 'দ্য একেন'-এর ট্রেলার, করোনা আক্রান্ত লারা দত্ত, এক নজরে বিনোদনের সেরা খবর

করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী লারা দত্ত। মুক্তি পেল 'দ্য একেন' ছবির ট্রেলার। বলিউড থেকে টলিউড, বিনোদনের দুনিয়ার সেরা খবরগুলিতে চোখ বুলিয়ে নিন।

কলকাতা: বিনোদনের দুনিয়ায় সারাদিন নানা খবর। কোথাও নতুন ছবির ট্রেলার মুক্তি পেল। কোথাও আবার নতুন ধারাবাহিকের ঘোষণা করা হল। 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির সমালোচকদের উদ্দেশে বিস্ফোরক মন্তব্য করলেন ছবির পরিচালক। অন্যদিকে করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী লারা দত্ত। মুক্তি পেল 'দ্য একেন' ছবির ট্রেলার। বলিউড থেকে টলিউড, বিনোদনের দুনিয়ার সেরা খবরগুলিতে চোখ বুলিয়ে নিন।

শ্যুটিং শুরু তিন তারকা সন্তানের-

একসঙ্গে শ্যুটিং শুরু করলেন তিন বলিউড স্টারকিড (Bollywood Starkid)। শাহরুখ খানের কন্যা সুহানা খান (Shah Rukh Khan daughter Suhana Khan), শ্রীদেবী-বনি কপূরের ছোট মেয়ে খুশি কপূর (Khushi Kapoor) ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা (Agastya Nanda) শুরু করলেন 'আর্চি কমিক্স'-এর (Archie Comics) ফিল্ম অ্যাডাপটেশনের শ্যুটিং। সেট থেকে ভাইরাল হল একাধিক ছবি। বলিউডে ডেবিউ করতে চলেছেন এই তিন তারকা সন্তান। খবর মিলেছিল আগেই। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে জোয়া আখতারের পরিচালনায় তৈরি মিউজিক্যালে দেখা যাবে তাঁদের। সেই সেটের থেকে বেশ কিছু ছবি এখন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

২১০০ টাকায় বিক্রি হচ্ছে 'আর আর আর' ছবির টিকিট-

 শুক্রবার, ২৫ মার্চ মুক্তি পেল এস এস রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত ছবি 'আর আর আর' (RRR)। ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর (NTR Jr), রাম চরণ (Ram Charan)। সেই সঙ্গে রয়েছেন বলিউডের দুই তারকা আলিয়া ভট্ট (Alia Bhatt) ও অজয় দেবগণ (Ajay Devgn)। বেশ কিছু প্রতিবেদন অনুযায়ী, জানা যাচ্ছে যে দিল্লিতে বেশ কিছু জায়গায় এই ছবির টিকিট বিক্রি হচ্ছে প্রায় ২১০০ টাকাতেও। টিকিটের এত দামের জন্য এই ছবির বিশাল বাজেটকে অনায়াসেই দায়ী করা যায়। ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ট্যুইটারে ছবিটির রিভিউ শেয়ার করেছেন। তিনি এই ছবিকে এক শব্দে 'দুর্দান্ত' বলেছেন।

'ফটাস' নিয়ে আসছেন কৌশিক-সৌরভ-তন্নিষ্ঠা-

আসছে কৌশিক করের (Kaushik Kar) নতুন ছবি 'ফটাস' (Fotash)। এই ছবির গল্পের মধ্যে দিয়ে আমাদের সমাজের গূঢ় সত্য দর্শকদের সামনে তুলে ধরতে চলেছেন পরিচালক। কৌশিক করকে এর আগে বহু জায়গায় অভিনেতা হিসেবে দেখেছেন দর্শক। থিয়েটার এবং বাংলা বিনোদন জগতে তিনি এক অত্যন্ত পরিচিত মুখ। কিন্তু এই ছবির মধ্যে দিয়ে 'পর্ণমোচি' ও 'ছিপকলি'র পর তৃতীয় বারের জন্য ছবির পরিচালনার দায়ভার গ্রহণ করেছেন কৌশিক। 'ফটাস' ছবির মধ্য দিয়ে দেখানো হবে কীভাবে অনৈতিক মানুষকে নৈতিকতার শিক্ষা দেওয়ার জন্য তার প্রতি এক ধরণের জেহাদ ঘোষণা করেন ছবির মুখ্য চরিত্র। 

আরও পড়ুন - The Kapil Sharma Show: বেশ কিছুদিন বন্ধ থাকবে 'দ্য কপিল শর্মা শো'? সত্যিটা ঠিক কী?

'দ্য কাশ্মীর ফাইলস' প্রসঙ্গে মন্তব্য তাপসীর-

এদিন অনুষ্ঠানের মঞ্চে চলে লেখক চেতন ভগৎ ও অভিনেত্রী তাপসী পান্নুর প্রশ্নোত্তর পর্ব। সেখানে অভিনেত্রীকে কথায় কথায় জিজ্ঞেস করা হয় 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির দুর্দান্ত সাফল্য সম্পর্কে। করোনা পরবর্তী সময়ে বক্স অফিসে এমন অসাধারণ সফল ছবি সম্পর্কে অভিনেত্রী বলেন, 'করোনা পরবর্তী সময়ে যখন সিনেমা হলে ৫০ শতাংশ দর্শকের প্রবেশাধিকার ছিল তখন আমি শুধু 'বাধাই দো' দেখেছি। তারপর শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু আমি ধীরে ধীরে প্রেক্ষাগৃহে যাওয়া দর্শকের সংখ্যা দেখছি। আমি খুবই আশাবাদী মানুষ। ফলে এই ছবির সাফল্য সত্যিই চোখে পড়ার মতো।'

কাশ্মীরি পণ্ডিতদের 'গণহত্যা'র ইতিহাস জানাবে ভোপালের মিউজিয়াম-

কাশ্মীরি পণ্ডিতদের 'গণহত্যা'র ঘটনার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে 'কাশ্মীর ফাইলস' ('The Kashmir Files')। প্রবল বিতর্কের মধ্যে দিয়েই দেশজুড়ে বিভিন্ন হলে চলছে সিনেমাটি। ইতিমধ্যেই ২০০ কোটির ব্যবসা করেছে সিনেমাটি। এবার নয়া চমক। কাশ্মীরি পণ্ডিতদের 'গণহত্যা' নিয়ে মিউজিয়াম (museum) বানানো হবে মধ্যপ্রদেশে। এমনই কথা জানিয়েছেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Chief Minister Shivraj Singh Chouhan)।

মায়ের মৃত্যুবার্ষিকীতে অর্জুন কপূরের আবেগপ্রবণ পোস্ট-

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মায়ের সঙ্গে ছোটবেলার একটা ছবি পোস্ট করেছেন অর্জুন কপূর। ছবিতে দেখা যাচ্ছে মায়ের কোলে অভিনেতা। আর দুজনেই হাত তুলে উপরে কিছু দেখাচ্ছেন। মায়ের মৃত্যুবার্ষিকীতে এমন একটা ছবি পোস্ট করে অর্জুন কপূর লিখেছেন, 'ওটাই সেই জায়গা মা যেখানে ফের আমাদের দেখা হবে। উপর থেকে তুমি আমাকে আর অংশুলাকে দেখছ। আমি তোমাকে খুব মিস করছি। তোমার সঙ্গে একবার দেখা হওয়ার জন্য, তোমার হাসি একবার দেখার জন্য, তোমার গলার স্বর একবার শুনতে পাওয়ার জন্য, সমস্ত কিছুর জন্য অপেক্ষা করতে আর পারছি না। তোমার সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে আমার।'

সোহিনীর সঙ্গে জুটি বেঁধে ধারাবাহিকে ফিরছেন স্বস্তিক-

ছোটবেলায় ছেড়ে গিয়েছেন বাবা। তিন মেয়েকে বড় করেছেন একা মা। বড় বোন শান্ত, ছোট বোন বড্ড ছোট, আর মেজো বোন? সে তুবড়ি! ২৮ তারিখ থেকে আসছে নতুন ধারাবাহিক উড়ন তুবড়ি। মুখ্যচরিত্রে অভিনয় করছেন সোহিনী বন্দ্যোপাধ্যায়, লাবণী সরকার, সুকন্যা বসু, সৌমি চট্টোপাধ্যায়, অভিজিৎ গুহ, ঋ সেনগুপ্ত, স্বস্তিক ঘোষ, রীতা দত্ত চক্রবর্তী, বিকাশ ভট্টাচার্য ও অন্যান্য তারকারা। 

ইঙ্গিতপূর্ণ পোস্ট শ্রদ্ধা কপূরের-

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কপূর। গালে হাত দেওয়া একটি ছবি পোস্ট করেছেন. সঙ্গে লেখেন, 'আর বলুন....???' সঙ্গে একটি ভালোবাসার ইমোজিও দিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর এই পোস্টে কমেন্ট করেছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকা ও অভিনেত্রীর আত্মীয়রা।

মুক্তি পেল দ্য একেন ছবির ট্রেলার-

টিজার মন কেড়েছিল আগেই। আর এবার মুক্তি পেল বাংলার ছন্নছাড়া, অভিনব গোয়েন্দা গল্পের ট্রেলার। মাছে ভাতে বাঙালি গোয়েন্দা একেনবাবুর এবার রহস্য সমাধানের ঠিকানা পাহাড়। মুক্তি পেল 'দ্য একেন'-এর ট্রেলার।

'দ্য কাশ্মীর ফাইলস' ছবির সমালোচকদের উদ্দেশে বিস্ফোরক মন্তব্য পরিচালকের-

সম্প্রতি এক সাক্ষাৎকারে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেন, 'আমার মনে হয় এটা অসাধারণ একটা সোশ্যাল সার্ভিস। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বোঝা যায়, অশুভ শক্তি কে আর শুভ শক্তি কে। আমি পোলারাইজের মতো শব্দ ব্যবহার করতে চাই না। যাঁরা মানুষের অধিকার, মানুষের গুরুত্ব এবং মানবিকতাকে গুরুত্ব দেবে এমন মানুষকে আমাদের দরকার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত রকমের মানুষের মধ্যে পার্থক্যটা টের পাওয়া যায়। কে খারাপ আর কে ভালো, সমস্ত পার্থক্য বোঝা যায়।' এরপরই সমালোচকদের উদ্দেশে বিস্ফোরক মন্তব্য করেন পরিচালক। তিনি বলেন, 'কেন আমি কোনও সন্ত্রাসবাদীকে কোনও কথা বলব।'

করোনা আক্রান্ত লারা দত্ত-

করোনার তৃতীয় ঢেউয়ে সাধারণ মানুষ থেকে বহু তারকারাই সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন। যদিও লারা দত্ত নিজে অফিশিয়ালি এই খবর জানাননি। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী এবং তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি জানা গিয়েছে, লারা দত্তের বান্দ্রার বাড়িটি মাইক্রো কনটেনমেন্ট জোনে হওয়ার কারণে তাঁরক বাড়িটি সিল করে দিয়েছে বৃহন্মুম্বই কর্পোরেশন। 

বেশ কিছুদিন বন্ধ থাকবে 'দ্য কপিল শর্মা শো'?-

জানা যাচ্ছে, চলতি বছর জুন মাসে শুরু হচ্ছে কপিল শর্মার আমেরিকা ও কানাডা সফর। যা চলবে জুলাই পর্যন্ত। কপিল শর্মার বিদেশ সফর ছাড়াও 'দ্য কপিল শর্মা শো' টিমের আরও কিছু চুক্তি থাকার কারণেই বেশ কিছুদিন বন্ধ থাকতে চলেছে জনপ্রিয় এই শো। যদিও এখনও তা অফিশিয়ালি ঘোষণা করা হয়নি টিমের পক্ষ থেকে। 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

IND vs ZIM 2nd T20I: অভিষেকের সেঞ্চুরির পর মুকেশ, আবেশের ফাস্ট বোলিংয়ে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ়ে সমতায় ফিরল ভারত
অভিষেকের সেঞ্চুরির পর মুকেশ, আবেশের ফাস্ট বোলিংয়ে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ়ে সমতায় ফিরল ভারত
Rain Alert: বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন, দক্ষিণে ঝমঝমিয়ে বৃষ্টি কবে?
বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন, দক্ষিণে ঝমঝমিয়ে বৃষ্টি কবে?
Abhishek Sharma: আন্তর্জাতিক ক্রিকেটে দুরন্ত শুরু, কেরিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঝোড়ো শতরান অভিষেকের
আন্তর্জাতিক ক্রিকেটে দুরন্ত শুরু, কেরিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঝোড়ো শতরান অভিষেকের
Weather Update: বৃষ্টিভেজা রথযাত্রা কলকাতায়, ভিজবে দক্ষিণবঙ্গও! উত্তরবঙ্গ নিয়ে কী পূর্বাভাস আবহাওয়া দফতরের?
বৃষ্টিভেজা রথযাত্রা কলকাতায়, ভিজবে দক্ষিণবঙ্গও! উত্তরবঙ্গ নিয়ে কী পূর্বাভাস আবহাওয়া দফতরের?
Advertisement
ABP Premium

ভিডিও

Rath Yatra 2024: রাজ্যের বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে রথযাত্রা পালন। ABP Ananda LiveChok Bhanga Chota: এবার ভাঙড় থানার ঢিল ছোড়া দূরত্বে চোর সন্দেহে বেধড়ক মারধর। ABP Ananda LiveCooch behar: কোচবিহারে BJP ছেড়ে TMC-তে যোগ প্রধান-সহ ৩ পঞ্চায়েত সদস্যের। ABP Ananda LiveKolkata News: পশ্চিম চৌবাগাতে ভয়াবহ আগুন, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs ZIM 2nd T20I: অভিষেকের সেঞ্চুরির পর মুকেশ, আবেশের ফাস্ট বোলিংয়ে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ়ে সমতায় ফিরল ভারত
অভিষেকের সেঞ্চুরির পর মুকেশ, আবেশের ফাস্ট বোলিংয়ে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ়ে সমতায় ফিরল ভারত
Rain Alert: বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন, দক্ষিণে ঝমঝমিয়ে বৃষ্টি কবে?
বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন, দক্ষিণে ঝমঝমিয়ে বৃষ্টি কবে?
Abhishek Sharma: আন্তর্জাতিক ক্রিকেটে দুরন্ত শুরু, কেরিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঝোড়ো শতরান অভিষেকের
আন্তর্জাতিক ক্রিকেটে দুরন্ত শুরু, কেরিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঝোড়ো শতরান অভিষেকের
Weather Update: বৃষ্টিভেজা রথযাত্রা কলকাতায়, ভিজবে দক্ষিণবঙ্গও! উত্তরবঙ্গ নিয়ে কী পূর্বাভাস আবহাওয়া দফতরের?
বৃষ্টিভেজা রথযাত্রা কলকাতায়, ভিজবে দক্ষিণবঙ্গও! উত্তরবঙ্গ নিয়ে কী পূর্বাভাস আবহাওয়া দফতরের?
Hardik Pandya: মুম্বই মুখ ফিরিয়েছিল একটা সময়, বিশ্বজয়ের পরে অভিজ্ঞতা কেমন হার্দিকের?
মুম্বই মুখ ফিরিয়েছিল একটা সময়, বিশ্বজয়ের পরে অভিজ্ঞতা কেমন হার্দিকের?
Abir Chatterjee: পুজোয় এস.আই সুমন্তর চরিত্রে আবির, লুকে বড় চমক
পুজোয় এস.আই সুমন্তর চরিত্রে আবির, লুকে বড় চমক
IND vs ZIM 2nd T20 Live: মুকেশ, আবেশের দুরন্ত বোলিং, অভিষেকের শতরানে দ্বিতীয় টি-২০-তে ১০০ রানে জ়িম্বাবোয়েকে হারাল ভারত
মুকেশ, আবেশের দুরন্ত বোলিং, অভিষেকের শতরানে দ্বিতীয় টি-২০-তে ১০০ রানে জ়িম্বাবোয়েকে হারাল ভারত
Daily Astrology: সন্তানকে নিয়ে বাড়বে চিন্তা, সুখবর চাকরিপ্রার্থীদের জন্য, কী বলছে আপনার রাশিফল
সন্তানকে নিয়ে বাড়বে চিন্তা, সুখবর চাকরিপ্রার্থীদের জন্য, কী বলছে আপনার রাশিফল
Embed widget