এক্সপ্লোর

Top Entertainment News Today: এক নজরে আজকের সেরা ১০টি বিনোদনের খবর

বিনোদনের জগতে সারাদিন নানা কিছু হল। এক নজরে বিনোদনের আজকের সেরা ১০ খবর (Top Entertainment News Today) দেখে নিন।

কলকাতা : হলিউড (Hollywood), বলিউড (Bollywood) কিংবা টলিউড (Tollywood)। বিনোদনের জগতে সারাদিন নানা কিছু হল। নানা ঘটনা ঘটল। আর্থিক প্রতারণার শিকার হলেন অভিনেত্রী রিমি সেন। উইল স্মিথের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে অ্যাকাডেমি। 'আরআরআর' বিতর্কের জল্পনা নিয়ে মুখ খুললেন আলিয়া ভট্ট। আবার প্রেমিকা ঐন্দ্রিলা সেনের জন্মদিনে বিশেষ ভিডিও পোস্ট অঙ্কুশের। এক নজরে বিনোদনের আজকের সেরা ১০ খবর (Top Entertainment News Today) দেখে নিন।

মুখ খুললেন ক্রিস রক-

চড়কাণ্ডের পর দর্শকদের সহানুভূতি পেলেন রক। বস্টনের উইলবার থিয়েটার হলে ওই স্ট্যান্ডআপ শোয়ের মঞ্চে হাজির হওয়ার পর তাঁর উদ্দেশ্যে উঠে দাঁড়িয়ে হাততালি দেন দর্শকরা। যা বেশ কয়েক মিনিট ধরে চলে। চোখে জল নিয়ে তিনি বলেন, আপনাদের উইকএন্ড কেমন কাটল ? যার উত্তরে হাসিতে ফেটে পড়েন দর্শকরা। রক বলেন, সেদিন কী হয়েছিল তা নিয়ে আমার প্রচুর কিছু বলার নেই। সেদিন কী হয়েছিল তা নিয়ে আমি এখনও ভাবছি। হয়তো কখনও এটা নিয়ে বলব। সেটা খুব সিরিয়াস হবে, আবারও মজারও হবে। কিন্তু, এই মুহূর্তে আমি কিছু মজার কথা বলতে চলেছি। 

প্রতারণার শিকার রিমি সেন-

রিমি সেন অভিযোগ জানিয়েছেন যে, গুরুগ্রামের ব্যবসায়ী রৌণক যতীন ব্যাসের সঙ্গে বছর তিনেক আগে আলাপ হয় তাঁর। আন্ধেরির এক জিমে আলাপ হওয়ার পর তাঁদের মধ্যে বন্ধুত্ব হয়। অভিনেত্রীর দাবি, তিনি ওই ব্যবসায়ীর নতুন ব্যবসায় বিনিয়োগ করেছিলেন। ৪. ১৪ কোটি টাকা বিনিয়োগ করেন রিমি। তাঁকে রিটার্নেরও আশ্বাস দেন ওই ব্যবসায়ী। কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পরই অভিনেত্রী বুঝতে পারেন যে, অভিযুক্ত ব্যবসায়ী কোনও নতুন ব্যবসা শুরু করেননি। রৌণক নামের ব্যবসায়ীকে পরবর্তীতে বারবার ফোন করলেও অভিনেত্রীর অভিযোগ, তিনি ফোন তোলেননি। পাশাপাশি তিনি বিনিয়োগ করা টাকাও ফেরত পাননি। আর এরপরই মুম্বইয়ের খার পুলিশ স্টেশনে ওই ব্যবসায়ীর নামে এফআইআর দায়ের করেন রিমি সেন। ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ৪০৯ ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। রিমি সেনের অভিযোগ পাওয়ার পর পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের সন্তান চালাচ্ছে পুলিশ। পাশাপাশি জানা গিয়েছে অভিযুক্তকে ফোনে চেষ্টা করা হলেও তাঁর ফোন ডিঅ্যাকটিভেটেড আসে।

প্রকৃতির কোলে ছুটি কাটাচ্ছেন ভিকি-ক্যাটরিনা-

সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। ছবিগুলির কোনওটিতে ক্যামেরাবন্দি হয়েছে প্রকৃতির মনোরম পরিবেশ। আবার কোনওটিতে ক্যাটরিনা কাইফের বসে থাকার ছবি। একটি ছবিতে দেখা যাচ্ছে 'সূর্যবংশী' অভিনেত্রী কোলে মাথা রেখে শুয়ে রয়েছেন ভিকি। নেট মাধ্যমে সেই ছবি পোস্ট হতেই তাতে লাইক কমেন্টে ভরে গিয়েছে। সাধারণ নেট নাগরিক থেকে বলিউডের অন্যান্য় তারকারা তাঁদের রোম্যান্টিক মেজাজের ছবিতে ভালোবাসা জানিয়েছেন।

আরও পড়ুন - Bawaal Film Shoot: বিদেশে কোথায় শ্যুটিং হবে বরুণ-জাহ্নবীর 'বাওয়াল' ছবির?

'আরআরআর' প্রসঙ্গে নীরবতা ভাঙলেন আলিয়া-

এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। দীর্ঘ একটি বিবৃতিতে তিনি লিখেছেন, 'আজকের দিনে দাঁড়িয়ে আমি বিভিন্ন জায়গা থেকে অনবরত শুনতে পাচ্ছি যে, আমি 'আরআরআর' সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে দিয়েছি কারণ, ছবির টিমের সঙ্গে আমার কিছু সমস্যা হয়েছে তাই। এবার আমি প্রত্যেককে অনুরোধ করতে চাই যে, দয়া করে নিজের মন গড়া কোনও কিছু ভেবে নেবেন না। সম্পূর্ণ সত্যিটা না জেনে ধারণার বশে কোনও কিছু বলবেন না। আমি সবসময়ই ইনস্টাগ্রাম হ্যান্ডলটিকে একটু হালকা রাখতে পছন্দ করি। আমি আমার প্রোফাইল ঘিঞ্জি রাখতে পছন্দ করি না। তাই পুরনো নানা কিছু পোস্ট কিংবা ভিডিও মুছে দিয়ে থাকি।'

জন্মদিনে অঙ্কুশের আদরে অতিষ্ঠ ঐন্দ্রিলা-

এদিন টলিউড অভিনেতা অঙ্কুশ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি বিশেষ মজাদার ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি তাঁর প্রেমিকা ঐন্দ্রিলার জন্মদিনের। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে আদরে আদরে ভরিয়ে দিচ্ছেন। কিন্তু প্রেমিকের ভালোবাসায় অতিষ্ঠ হয়ে গেলেন ঐন্দ্রিলা। কিছুতেই অঙ্কুশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারছেন না। মাঝে আবার হ্যাপি বার্থ ডে গোরিলাও বলে বসেন অঙ্কুশ। কিন্তু ঐন্দ্রিলা কড়া চোখে তাকাতেই ভুল শুধরে নেন। ভিডিও পোস্ট করে অঙ্কুশ লিখেছেন, 'এগারো বছর হয়ে গেলে যা হয় আর কী!' অঙ্কুশ-ঐন্দ্রিলার মজাদার ভিডিও দেখে হাসি চেপে রাখতে পারেননি নেট নাগরিকরা।

উইল স্মিথের বিরুদ্ধে অ্যাকাডেমির পদক্ষেপ-

জানা গিয়েছে, ইতিমধ্যেই অ্যাকাডেমির পক্ষ থেকে হলিউড তারকা উইল স্মিথকে ১৫ দিনের একটি নোটিস দেওয়া হয়েছে। অস্কারের মঞ্চে তাঁর আচরণ নিয়ে তাঁকে এই নির্দিষ্ট দিনের মধ্যে লিখিতভাবে মতামত জানাতে হবে। বোর্ডের পরবর্তী বৈঠক রয়েছে আগামী ১৮ এপ্রিল। তখনই অভিনেতার বিরুদ্ধে শৃঙ্খলামূলক কার্যধারার বিশেষ পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যাচ্ছে। অ্যাডাকেমির পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোনওরকম বেঠিক আচরণ, হুমকি, শারীরিক আক্রমণ, গালিগালাজ এবং কুকথার সঙ্গে কোনওভাবেই আপোষ করবে না অ্যাকাডেমি।

ফের রেকর্ড গড়ল 'টনিক'-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টলিউড সুপারস্টার দেব একটি পোস্ট করেছেন। 'টনিক' ছবির পোস্টার শেয়ার করে দেব লিখেছেন, 'সিনেমা হল এবং ওটিটি প্ল্যাটফর্মে দুর্দান্ত সাফল্য এবং প্রশংসা পাওয়ার পর অন্য রেকর্ড গড়ল 'টনিক'। বর্তমান কালে টেলিভিশনে দেখানো হয় ছবিটি। ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়রে সবথেকে বেশি টিআরপি পাওয়া ছবি হিসেবে রেকর্ড গড়ল 'টনিক'। টিমের প্রত্যেককে অনেক অভিনন্দন। পাশাপাশি আপনাদের সকলের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ।'

'আরআরআর' হিন্দি ভার্সনে জুনিয়র এনটিআর-রাম চরণের হয়ে কণ্ঠ দিলেন কারা?-

সম্প্রতি এক হিন্দি টেলিভিশন শো-তে এসেছিলেন ''আরআরআর'' টিম। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক রাজামৌলি, আলিয়া ভট্ট, জুনিয়র এনটিআর এবং রাম চরণ। সেখানেই গোপন কথা ফাঁস করলেন আলিয়া ভট্ট। তিনি বলেন, 'আপনারা যদি 'আরআরআর' ছবির হিন্দি ট্রেলার ভালো করে দেখেন এবং শোনেন। বুঝতে পারবেন সেখানে ওরা (জুনিয়র এনটিআর এবং রাম চরণ) নিজেরাই ডাবিং করেছেন। তাই দর্শকেরা আরও বেশি উত্তেজিত।' 

বিদেশে কোথায় শ্যুটিং হবে বরুণ-জাহ্নবীর 'বাওয়াল' ছবির?-

বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, দেশের বাইরে ইউরোপের চারটি জায়গায় শ্যুটিং হবে 'বাওয়াল' ছবির। যদিও এখনও পর্যন্ত প্রতিটা জায়গার নাম জানা না গেলেও শোনা গিয়েছে, প্যারিসে এই ছবির শ্যুটিং হবে। আগামী ৭ এপ্রিল ২০২৩-এ মুক্তি পাবে 'বাওয়াল'। মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বরুণ ধবন এবং জাহ্নবী কপূরকে। এই ছবি দিয়ে প্রথমবার জুটি বাঁধছেন তাঁরা।

রামপুরহাট হত্যাকাণ্ড প্রসঙ্গে দেব-

"ক্ষমতার নেশায় এমন যাতে না হয়ে যায়, যাতে মানুষ মানুষকেই চিনতে পারল না।" রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য তৃণমূল সাংসদ দেবের।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

India vs Australia: গাব্বায় টেস্টের চতুর্থ দিন বিরাট ধাক্কা খেল অস্ট্রেলিয়া, ফায়দা তুলতে পারবে ভারত?
গাব্বায় টেস্টের চতুর্থ দিন বিরাট ধাক্কা খেল অস্ট্রেলিয়া, ফায়দা তুলতে পারবে ভারত?
Stock Market Today: মার্কিন বাজারে আজ সুদের হার ঘোষণা, এই পাঁচ স্টকে ভরসা রাখতে পারেন  
মার্কিন বাজারে আজ সুদের হার ঘোষণা, এই পাঁচ স্টকে ভরসা রাখতে পারেন  
Stock To Watch: অম্বুজা সিমেন্ট ছাড়াও এই স্টকগুলিতে আজ বড় কিছু হতে পারে, জেনে ট্রেড করুন  
অম্বুজা সিমেন্ট ছাড়াও এই স্টকগুলিতে আজ বড় কিছু হতে পারে, জেনে ট্রেড করুন  
One Nation One Election: এক দেশ ; এক নির্বাচন বিলের পক্ষে কতগুলি দল, বিরোধীদের সংখ্যা কি বেশি ?  
এক দেশ ; এক নির্বাচন বিলের পক্ষে কতগুলি দল, বিরোধীদের সংখ্যা কি বেশি ?  
Advertisement
ABP Premium

ভিডিও

ED Raid: ব্যাঙ্ক প্রতারণা মামলায় একযোগে সাঁড়াশি অভিযান চালাল EDRecruitment Scam: ইডির মামলায় জামিন, সিবিআইয়ের জালে কালীঘাটের কাকু।RG Kar Update: আর জি কর কাণ্ডে ধর্মতলায় বসতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ ডাক্তাররা, আজ শুনানির সম্ভাবনাBanglar Bari: বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। কারা পাবেন , কত পাবেন, কীভাবে পাবেন ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs Australia: গাব্বায় টেস্টের চতুর্থ দিন বিরাট ধাক্কা খেল অস্ট্রেলিয়া, ফায়দা তুলতে পারবে ভারত?
গাব্বায় টেস্টের চতুর্থ দিন বিরাট ধাক্কা খেল অস্ট্রেলিয়া, ফায়দা তুলতে পারবে ভারত?
Stock Market Today: মার্কিন বাজারে আজ সুদের হার ঘোষণা, এই পাঁচ স্টকে ভরসা রাখতে পারেন  
মার্কিন বাজারে আজ সুদের হার ঘোষণা, এই পাঁচ স্টকে ভরসা রাখতে পারেন  
Stock To Watch: অম্বুজা সিমেন্ট ছাড়াও এই স্টকগুলিতে আজ বড় কিছু হতে পারে, জেনে ট্রেড করুন  
অম্বুজা সিমেন্ট ছাড়াও এই স্টকগুলিতে আজ বড় কিছু হতে পারে, জেনে ট্রেড করুন  
One Nation One Election: এক দেশ ; এক নির্বাচন বিলের পক্ষে কতগুলি দল, বিরোধীদের সংখ্যা কি বেশি ?  
এক দেশ ; এক নির্বাচন বিলের পক্ষে কতগুলি দল, বিরোধীদের সংখ্যা কি বেশি ?  
Sujay Krishna Bhadra: এবার সিবিআইয়ের জালে কালীঘাটের কাকু, হেফাজতে চেয়ে আবেদন
এবার সিবিআইয়ের জালে কালীঘাটের কাকু, হেফাজতে চেয়ে আবেদন
Aadhaar Card:  বাড়ি থেকে আধার কার্ডের ছবি বদলাতে পারবেন ? কী রয়েছে নিয়ম 
বাড়ি থেকে আধার কার্ডের ছবি বদলাতে পারবেন ? কী রয়েছে নিয়ম 
Stock Market Today : আমেরিকায় আলোড়ন ! বাজার খুলতেই ছুটতে পারে এই ৫ স্টক
আমেরিকায় আলোড়ন ! বাজার খুলতেই ছুটতে পারে এই ৫ স্টক
One Nation One Election : 'এক দেশ এক ভোট'-এর পক্ষে ও বিরোধিতায় কতগুলি দল ? প্রধানমন্ত্রীর পরামর্শে যৌথ সংসদীয় কমিটিতে যাচ্ছে বিল ?
'এক দেশ এক ভোট'-এর পক্ষে ও বিরোধিতায় কতগুলি দল ? প্রধানমন্ত্রীর পরামর্শে যৌথ সংসদীয় কমিটিতে যাচ্ছে বিল ?
Embed widget