Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, এক নজরে আজকের সেরা বিনোদনের খবর
টলিউড থেকে বলিউড। ছোট পর্দা থেকে বড় পর্দা। বিনোদনের জগতের সেরা খবরগুলি (Top Entertainment News Today) যাতে মিস না হয়ে যায়, তাই চোখ বুলিয়ে জেনে নিন সারাদিন কোথায় কী হল বিনোদনের জগতে।
কলকাতা: টলিউড থেকে বলিউড। ছোট পর্দা থেকে বড় পর্দা। বিনোদনের জগতের সেরা খবরগুলি (Top Entertainment News Today) যাতে মিস না হয়ে যায়, তাই চোখ বুলিয়ে জেনে নিন সারাদিন কোথায় কী হল বিনোদনের জগতে।
বক্স অফিসে 'কেজিএফ টু' ঝড় থামছেই না-
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'কেজিএফ চ্যাপ্টার টু' (KGF Chapter 2) ছবির হিন্দি ভার্সনের বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্টের মাধ্যমে জানা যাচ্ছে, 'বক্স অফিসে নিয়ন্ত্রণ চালিয়ে যাচ্ছে 'কেজিএফ টু'। শহর এবং শহরতলিতে দুর্দান্ত ব্যবসা করছে। তৃতীয় রবিবারেও এখইরকম ব্যবসা অব্যাহত। এখন লক্ষ ইদের উৎসব। তৃতীয় শনিবারের শেষে এই ছবির হিন্দি ভার্সন মোট ব্যবসা করল ৩৬০.৩১ কোটি টাকার। নজর এখন ৪০০ কোটির ক্লাবে পৌঁছনো।'
কীভাবে স্ক্রিপ্ট বাছেন অনুষ্কা শর্মা?
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুষ্কা শর্মা বলেন, 'আমার কাছে যা যা স্ক্রিপ্ট আসে, তার মধ্যে থেকে সেরা স্ক্রিপ্ট বেছে নেওয়ার চেষ্টা করি। এটা আমার সৌভাগ্য যে আমি নিজের মতো স্ক্রিপ্ট বেছে নেওয়ার মতো জায়গায় রয়েছি। যে ধরনের ছবি করতে চাই, তেমনই বেছে নিতে পারি। এখন আমি আমার কেরিয়ারের সঙ্গে সঙ্গে পরিবারেও সমান সময় দিতে চাই।'
রুক্মিণীর হাত ধরে র্যাম্পওয়াকেও 'দাদাগিরি' সৌরভ গঙ্গোপাধ্যায়ের-
আজ 'দাদাগিরি'র মঞ্চে দেখা গেল 'কিশমিশ' (Kishmish) পরিবারকে। হাজির ছিলেন টলিউড তারকা দেব (Dev) এবং রুক্মিণী মৈত্র। সেই অনুষ্ঠানেরই কিছু অংশ তুলে ধরা হয়েছে নেট দুনিয়ায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের র্যাম্পওয়াক দেখে মুগ্ধ অনুরাগী থেকে নেট নাগরিকরা।
আরও পড়ুন - Anushka Sharma Birthday: সাংবাদিক হওয়ার স্বপ্ন সফল না হওয়ায় মডেলিং বেছে নেন অনুষ্কা শর্মা, জানুন অজানা তথ্য
জন্মদিনে অনুষ্কাকে আবেগঘন বার্তা বিরাটের-
বলি অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে দীর্ঘ প্রেমের সম্পর্কের পর ২০১৭ সালে ১২ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন বিরাট। তাঁদের একটি ফুটফুটে মেয়েও রয়েছে। যার নাম ভামিকা। স্ত্রী অনুষ্কার জন্মদিনে বিরাট সোশ্য়াল মিডিয়ায় তাঁদের দুটো ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে তাঁরা ২ জনে রয়েছেন। অন্য একটি ছবিতে পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা যাচ্ছে বিরুষ্কাকে। ছবির ক্যাপশনে বিরাট লিখেছেন, ''ঈশ্বরকে ধন্যবাদ জানাই তোমাকে পৃথিবীতে আনার জন্য। আমি জানি না, তোমাকে ছাড়া আমি কী করতাম! সত্যিই তুমি ভেতর থেকে সুন্দর একজন মানুষ। মিষ্টি বন্ধুবান্ধবদের নিয়ে দারুণ একটা দুপুর কাটালাম।"
'রাম সেতু'র পোস্টার নিয়ে ট্রোল-
পোস্টারে দেখা যাচ্ছে, মশাল হাতে দাঁড়িয়ে রয়েছে অক্ষয় কুমার। পাশে টর্চ হাতে জ্যাকলিন ফার্নান্ডেজ। এবং তাঁদের সঙ্গে সত্য দেব। বেশ কিছু নেট নাগরিক সোশ্যাল মিডিয়ায় 'রাম সেতু' ছবির এই পোস্টার শেয়ার করে লিখেছেন, 'যেখানে জ্যাকলিনের হাতে এত বড় একটা টর্চ রয়েছে, সেখানে অক্ষয়ের হাতে মশাল থাকার কী দরকার?' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'কী অদ্ভূত ব্যাপার। একজনের হাতে টর্চ থাকতে অন্যজন মশাল জ্বালিয়ে রেখেছে।' কেউ কেউ আবার পরিচালকের মস্ত বড় 'ভুল' বলেও এটিকে উল্লেখ করেছেন।
অসুস্থ ধর্মেন্দ্র-
অসুস্থ বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। তাঁকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। হাসপাতালের আইসিইউ-তে রয়েছেন বলিউডের (Bollywood) 'হি-ম্যান'। যদিও সেখান থেকে তাঁকে বার করা হয়েছে বলে জানা গিয়েছে। রবিবারই সেখানে তাঁকে দেখতে যান বড় ছেলে সানি দেওল। বলিউড সূত্রে খবর, চার দিন আগেই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ধর্মেন্দ্রকে। শ্যুটিং করতে গিয়ে পিঠে চোট পান তিনি। যন্ত্রণা বাড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে আরও কয়েক দিন হাসপাতালে রাখা হবে তাঁকে।