Top Entertainment News Today: এক নজরে আজকের সেরা বিনোদনের খবরগুলি
বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? টলিউড থেকে বলিউড, এক নজরে দেখে নিন বিনোদনের দুনিয়ার সেরা খবরগুলি (Top Entertainment News Today)।
কলকাতা: বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? টলিউড থেকে বলিউড, এক নজরে দেখে নিন বিনোদনের দুনিয়ার সেরা খবরগুলি (Top Entertainment News Today)।
অর্জুনের সঙ্গে বিয়ে প্রসঙ্গে মালাইকা-
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা অরোরা জানালেন যে, তিনি এবং অর্জুন কপূর তাঁদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছেন। তাঁরাও চান যাতে তাঁদের সম্পর্ক বিয়ের পূর্ণতা পায়। মালাইকা বলেন, 'আমরা এখন এমন একটা পরিস্থিতিতে রয়েছি, যেখানে পরবর্তী পদক্ষেপ চিন্তা ভাবনার সময় এসেছে। আমরা একই বিমানে রয়েছি। আমাদের চিন্তা ভাবনা পরিকল্পনা সমস্ত এক। আমরা একে অপরকে সত্যি করে চাই। আমরা দুজনেই পরিণত। আর আগামী দিনে দুজনের অনেক কিছু দেখারও রয়েছে। তবে, আমরা একসঙ্গে ভবিষ্যৎ দেখতেই পছন্দ করব। আর দেখছি কবে এই পদক্ষেপ নেওয়া যায়।'
'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' তারকার সঙ্গে নাচে মগ্ন তৃণা-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা একটি ভিডিও শেয়ার করেছেন। দেখা যাচ্ছে সেই ভিডিওতে 'ইশক ওয়ালা লভ' গানে বলিউড তারকার সঙ্গে নাচে মগ্ন তিনি। আর সেই বলিউড তারকা আর কেউ নন, 'শেরশাহ' অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra)। একেবারে বাঙালি সাজে সেজে অভিনেতার সঙ্গে 'ইশক ওয়ালা লভ' গানে পা মেলাচ্ছেন অভিনেত্রী। লাল পাড় সাদা শাড়ি, সঙ্গে লাল টিপ। মাথায় বেল ফুলের মালা এবং মুক্তোর গয়নায় সেজেছেন তৃণা। অন্যদিকে সিদ্ধার্থ মলহোত্রকে দেখা গেল একেবারে ক্যাজুয়াল পোশাকে।
জানা গেল কবে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের 'এক্স=প্রেম'-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'এক্স=প্রেম' ছবির মুক্তির দিন ঘোষণা করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তিনি লেখেন, 'দিনটা মনে করে রাখুন। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, সৃজিত মুখোপাধ্যায়ের 'এক্স=প্রেম' ছবিটি মুক্তি পাবে আগামী ৩রা জুন। দর্শকদের অবিরত ভালোবাসা এবং সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। সকলের সঙ্গে প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে।'
আরও পড়ুন - Shraddha Kapoor Pics: কোন কোন তারকার সঙ্গে সম্পর্কে জড়ান শ্রদ্ধা কপূর?
সারমেয় দত্তক নেওয়ার আর্জি মীরের-
এদিন টলিউড তারকা মীর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সারমেয় সন্তানদের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করে সাধারণ মানুষ, অনুরাগীদের উদ্দেশে বিশেষ একটি পোস্ট করেছেন। তাঁর পোস্ট সারমেয় সন্তান দত্তক (Puppy Adoption Camp) নেওয়ার জন্য। ছোট্ট ছোট্ট সারমেয় সন্তানদের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করে মীর লেখেন, 'কলকাতায় এই রবিবার একটি পাপ্পি অ্যাডপশন ক্যাম্প হচ্ছে। আমাদের শহরে এরকম একটা উদ্যোগ খুব একটা হয় না। তাই আমি খুব খুশি। আমার কোলে যে দুটো বাচ্চা রয়েছে, তাদের মধ্যে একজনের নাম পিন্টু। অন্যজনের নামকরণ হয়নি এখনও। দিন না দেখে মিষ্টি একটা নাম। একটা হাত নেই। ছানাটা খুবই অসহায়। শেল্টার হোমে থাকে। পারলে আমিই ওকে অ্যাডপ্ট করে নিতাম। কিন্তু আমার আগে থেকেই একটা বিড়াল কন্যা রয়েছে। তা সেই ক্যাম্পটা এই রবিবার অর্থাৎ ৮ মে। আমি থাকব। ওদের পাশে ওদের জন্য। পারলে এই বার্তা আরও কিছু মানুষের কাছে পৌঁছে দেবেন প্লিজ। লোকে একটু জানুক। বাকি ডিটেলস এই পোস্টের সঙ্গে দেওয়া পোস্টারে আছে। অনেক ধন্যবাদ। সবার জন্য ভালোবাসা।'
একের পর এক রেকর্ড ভাঙছে 'কেজিএফ চ্যাপ্টার টু'-
হিন্দিসহ তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম ভাষায় মুক্তি পেয়েছে 'কেজিএফ চ্যাপ্টার টু'। প্রতিটি ভাষাতেই দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি। বাদ যানি হিন্দি ভার্সনও। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেছএন। তাঁর পোস্টের মাধ্যমেই জানা যাচ্ছে, 'হিন্দি ছবির ব্যবসার এতদিনের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে 'কেজিএফ চ্যাপ্টার টু'। 'দঙ্গল'-এর এতদিনের রেকর্ড ভেঙে দিয়ে সবথেকে বেশি ব্যবসা করা হিন্দি ছবির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এই ছবি। ইতিমধ্যেই 'কেজিএফ চ্যাপ্টার টু'-এর হিন্দি ভার্সন ব্যবসা করে ফেলল ৩৯১. ৬৫ কোটি টাকার।