এক্সপ্লোর

Top Entertainment News Today: একনজরে আজকের সেরা ১০ বিনোদনের খবর

বিনোদন জগতে সারাদিন কোথায় কী হল? বলিউড থেকে টলিউড, বিনোদনের জগতের সেরা ১০ খবরে (Top Entertainment News Today) চোখ বুলিয়ে নিন।

কলকাতা: ক্রমশ রহস্য আরও ঘনাচ্ছে ছোট পর্দার অভিনেত্রী পল্লবী দে মৃত্যুকাণ্ডে। গ্রেফতার করা হয়েছে তাঁর লিভ অন সঙ্গীকে। অন্যদিকে, বাংলা ছবির জগতে নানা ঘোষণা। বলিউডে আবার কান পাতলেই শোনা যাচ্ছে অর্জুন কপূর ও মালাইকা অরোরার বিয়ের খবর। জানা যাচ্ছে, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। শ্যুটিং করতে গিয়ে চোট পেলেন প্রিয়ঙ্কা চোপড়া। সব মিলিয়ে বিনোদন জগতে সারাদিন কোথায় কী হল? বলিউড থেকে টলিউড, বিনোদনের জগতের সেরা ১০ খবরে (Top Entertainment News Today) চোখ বুলিয়ে নিন।

এনা আর যশের মধ্যে তুমুল ঝামেলা-

মুখোমুখি দেখা হওয়ার আবেগ কী মুঠোফোনে মেটে? দু'বছর পরে প্রেমিকের সঙ্গে দেখা যদি ৫ মিনিটেই শেষ হয়ে যায়, প্রেমিকার মুখ ভার হওয়া তো স্বাভাবিক। তারপরে? অবশ্যই প্রেমিককে ফোন করে ঝগড়া। তাও ওই মুঠোফোনে বন্দি। তারপর? প্রেমিক প্রস্তাব দিল, ফোন দিয়েই ফোনের সমস্যা মেটাবে। যেন কাঁটা দিয়ে কাঁটা তোলা। তৈরি হল নতুন অ্যাপ। 'চিনেবাদাম'। শিলাদিত্য মৌলিকের (Shiladitya Maulik) নতুন ছবি 'চিনেবাদাম' (Cheene Badam)-এর গল্প শুরু হয়েছে এমন প্রেক্ষাপটেই। গল্পের নায়ক যশ দাশগুপ্ত (Yash Dashgupta) ও নায়িকা এনা সাহা (Ena Saha)। জারেক এন্টারটেনমেন্টের ব্যানারে এই ছবি মুক্তি পাচ্ছে ২৭ মে। বর্তমান জগতে মুঠোফোনের কবলে পড়ে যেন হারিয়ে যাচ্ছে নির্ভেজাল আড্ডা আর সঙ্গের 'চিনেবাদাম'। সেই গল্পকেই ছবির পর্দায় তুলে ধরবে এই গল্প। 

পল্লবী না থাকলে অন্য মেয়েকে নিয়ে ঘরে খিল দিতেন সাগ্নিক!-

সম্পর্ক জটের কারণেই কি অকালে শেষ হয়ে গেল তরতাজা প্রাণ? অভিনেত্রী পল্লবী দে-র (Pallavi Dey Case) মৃত্যুতে উঠে আসছে এমনই প্রশ্ন। জটিলতা যে ছিল, তার ইঙ্গিত উঠে এসেছে অভিনেত্রী পল্লবী দে’র গৃহ সহায়িকার কথাতেও। পল্লবীর গৃহ সহায়িকা সেলিমা সর্দার এবিপি আনন্দকে ফোনে বলেন, "পল্লবী না থাকলেও, বাড়িতে আসত অন্য মেয়ে। একঘণ্টা দরজা বন্ধ করে থাকত দাদার সঙ্গে। নাম জানি না। তবে দেখলে চিনতে পারব।"

অভিমান ধুয়ে পাশাপাশি বনি-কৌশানি-

অভিমান মিটেছে, নায়িকার জন্মদিনে তাঁর জন্য জমাটি পার্টির (Birthday Party) আয়োজন করেছিলেন প্রেমিক বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। আর সেখানে ঝলমলে পোশাকে হাজির ছিলেন বার্থ ডে গার্ল কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)। শুধু কী তাই, জন্মদিনের রাতেই কৌশানির সঙ্গে ফটোশ্য়ুটের ছবি শেয়ার করে ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন বনি। 

পল্লবীর টাকাতেই ঠাটবাট সাগ্নিকের!-

অভিনেত্রীর মৃত্যুতে ফের উত্তাল বাংলা বিনোদন জগৎ (Tollywood)। পল্লবী দে-র (Pallavi Dey) রহস্যমৃত্যুতে রাতভর জেরার পরে গ্রেফতার হয়েছেন তাঁর লিভ ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তী (Sagnik Chakraborty)। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে আয়ের উত্‍স নিয়ে ভুল তথ্য দিয়েছেন বলে শোনা যাচ্ছে। তাঁর বয়ানেও রয়েছে অসঙ্গতি রয়েছে বলে খবর। পল্লবীর অ্যাকাউন্ট থেকে মোটা টাকা ট্রান্সফারের কথাও উঠে আসছে। পল্লবীর পরিবারের অভিযোগ, পল্লবী এবং তাঁর মায়ের অ্যাকাউন্ট থেকেও বিপুল অঙ্কের টাকা সাগ্নিকের অ্যাকাউন্টে ঢুকেছে। রাজারহাটে সাগ্নিকের নামে যে ৮০ লক্ষের ফ্ল্যাট কেনা হয়, তার অনেকটাই পল্লবী দিয়েছিলেন। শুধু তাই নয়, সাগ্নিককে অডি গাড়িও কিনে দেওয়া ছাড়াও, ব্যাঙ্কে পল্লবীর ১৫ লক্ষ টাকার যে ফিক্সড ডিপোজিট ছিল, তাতে নমিনি হিসেবেও অভিনেত্রী সাগ্নিকের নাম যোগ করেছিলেন বলে দাবি তাঁর পরিবারের সদস্যদের। 

আরও পড়ুন - Arjun Kapoor: মালাইকার সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট অর্জুন কপূরের

বিমানবন্দরে হঠাৎ বাজল 'টাপা টিনি'-

বিমানবন্দরে সপ্তাহের মধ্যের যথারীতি ব্যস্ত এক সকাল। নির্দিষ্ট পোশাক পরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন বিমান সেবিকারা। হঠাৎ বেজে উঠল পরিচিত সুর। জিনিসপত্র ছেড়ে সারি বেঁধে দাঁড়িয়ে পড়লেন বিমান সেবিকারা (Air Hostess)। তারপর গানের তালে পা মেলালেন সবাই.. 'ইনি বিনি টাপা টিনি...' (Tapa Tini) তবে চমক বাকি ছিল। বিমান সেবিকাদের নাচ দেখতে যখন ভিড় জমিয়েছেন এয়ারপোর্টের যাত্রীরা, সেখানে হাজির হলেন মনামী ঘোষ (Monami Ghosh)  তারপরে নীল পাশ্চাত্য পোশাক আর হাই হিলেই গোটা গানে নাচ করলেন তিনি। সঙ্গ দিলেন বিমান সেবিকারাও। নাচের শেষে সবাইকে ধন্যবাদ জানান মনামী। 

একসঙ্গে বিবৃতি-দেবলীনা-

নিজেদের প্রোফাইল থেকে বিবৃতি ও দেবলীনার ছবি শেয়ার করে নিয়েছেন তথাগত-বিবৃতি। লিখেছেন, 'বেঁচে থাকার এই একটুখানি সময়ে কিছু সম্পর্কের নাম হয় না, নামের গন্ডিতে তাদের আটকেও রাখা যায় না, ভটভটির পৃথিবীতে পাখিদি আর এরিয়েলের সম্পর্কটা সেইরকম। এইরকম আরও অনেক নাম না পাওয়া গল্প নিয়ে ১১ই অগস্ট "ভটভটি" আসছে আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে' (অপরিবর্তিত)

এ কী অবস্থা প্রিয়ঙ্কা চোপড়ার?

সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। যাতে দেখা যাচ্ছে, মুখে রক্তেরদাগ। নাক, ঠোঁট কেটে রক্ত বেরিয়েছে। গালেও রক্তের চিহ্ন স্পষ্ট। অভিনেত্রীর পোস্ট করা ছবি দেখে চমকে গিয়েছেন নেট নাগরিকরা। কী হল হঠাৎ তাঁর? ছবি পোস্ট করে প্রিয়ঙ্কা চোপড়া লিখেছেন, 'কাজের জায়গায় এমন কঠিন দিন কখনও গিয়েছে আপনার?' সঙ্গে হাসির ইমোজিও দিয়েছেন তিনি। জানা গিয়েছে, 'সিটাডেল' ছবির শ্যুটিংয়ের সময়ে এভাবেই মুখে আঘাত পান তিনি।

'সেভ দ্য মাদার্স'-এর সুরের দায়িত্বে রয়েছেন নচিকেতা, ইমন, তিমিররা-

আগেই শেষ হয়েছিল ছবির শ্যুটিং। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির সমস্ত গানের রেকর্ডও। শুভেন্দু দাস পরিচালিত ছবি 'সেভ দ্য মাদার্স'-ছবিতে গান গেয়েছেন অনুপম রায়, ইমন চক্রবর্তী, নচিকেতা চক্রবর্তী, তিমির বিশ্বাস ও তৃষা চট্টোপাধ্যায়। এই ছবির টাইটেল ট্র্যাক গেয়েছেন অনুপম রায়। এই ছবির মধ্যে একটি সামাজিক বার্তাও রয়েছে। ছবিটি প্রেক্ষাগৃহে দেখার অনুরোধ করেছেন সঙ্গীতশিল্পীরা। 

অর্জুন-মালাইকার বিয়ের দিন প্রকাশ্যে-

সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, চলতি বছরেরই শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসতে পারেন অর্জুন কপূর ও মালাইকা অরোরা। দুই তারকার ঘনিষ্ঠ এক সূত্র বলেন, 'অর্জুন এবং মালাইকা দুজনে একে অপরকে অত্যন্ত ভালোবাসেন। আমরা যেটাকে সত্যিকারের ভালোবাসা বলে থাকি, ওদের ভালোবাসা তেমনই। এবার ওঁরা তাঁদের ভালোবাসাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। অর্থাৎ, ভালোবাসাকে বিয়ের পূর্ণতা দেওয়ার পরিকল্পনা করছেন। খুব সম্ভাবত ওঁরা চলতি বছর শীতকালে মুম্বইতেই বিয়ে করতে পারেন। অর্জুন এবং মালাইকা দুজনেরই শীতকাল খুবই পছন্দের। তাই তাঁরা চলতি বছর নভেম্বর কিংবা ডিসেম্বরেই মুম্বইতে ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে বিয়ে সারতে পারেন।'

মুক্তি পেল কমলেশ্বরের রাজনৈতিক ওয়েব সিরিজের ট্রেলার-

পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleshwar Mukherjee) পরিচিত ছক ভেঙে এই সিরিজে তুলে ধরেছেন জঙ্গলমহল ও রাজনৈতিক প্রেক্ষাপটকে। ওয়েব সিরিজের চরিত্রায়ণেও বৈচিত্র্য। মুখ্য চরিত্রে রয়েছেন শিলাজিৎ (Shilajit), দেবদূত ঘোষ (Debdut Ghosh), অনন্যা সেনগুপ্ত (Ananya Sengupta)। তা ছাড়াও এই সিরিজে অভিনয় করছেন উৎসব মুখোপাধ্যায়, রোজা পারমিতা দে, অসীম রায় চৌধুরী, শুভজিত কর, মৌমিতা পণ্ডিত, দীপঙ্কর, মৌসুমি দালাল, বেবি তামান্না, কোয়েল মিত্র, সুব্রত দাশগুপ্ত। 

ইঙ্গিতপূর্ণ পোস্ট অর্জুন কপূরের-

এদিন যখন নেট দুনিয়া তোলপাড় অর্জুন কপূর ও মালাইকা অরোরার বিয়ের গুঞ্জনে, তখনই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন 'টু স্টেটস' তারকা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে অর্জুন কপূর লিখেছেন, 'দেখে ভালো লাগছে, আমার থেকে আমার জীবনের প্রতি সবার কৌতুহল কত বেশি।' অভিনেতার এই ইঙ্গিতপূর্ণ পোস্টে নেট নাগরিকরাও কিছু হতে চলার গন্ধ পাচ্ছেন।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Bangladesh News Update: অশান্তির বাংলাদেশে এবার ঢাকা সচিবালয়ের একাংশে আগুন, পুড়ে ছাই বহু নথি
অশান্তির বাংলাদেশে এবার ঢাকা সচিবালয়ের একাংশে আগুন, পুড়ে ছাই বহু নথি
Suri News: স্ত্রীর মনজয়ে পুরসভার Love গ্লোসাইন চুরি, পাকড়াও করে গোলাপের তোড়া কিনে দিল পুলিশই, থানাতেই প্রেম নিবেদন শেষে
স্ত্রীর মনজয়ে পুরসভার Love গ্লোসাইন চুরি, পাকড়াও করে গোলাপের তোড়া কিনে দিল পুলিশই, থানাতেই প্রেম নিবেদন শেষে
Alipur Duar: পুরুলিয়ায় এখনও খোঁজ মেলেনি বাঘিনীর, এবার মথুরা চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘ
পুরুলিয়ায় এখনও খোঁজ মেলেনি বাঘিনীর, এবার মথুরা চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘ
India vs Australia Live: ব্যাটারদের দাপটের দিনেও উজ্জ্বল বুমরা, বক্সিং ডে-র প্রথম দিনে শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬
ব্যাটারদের দাপটের দিনেও উজ্জ্বল বুমরা, বক্সিং ডে-র প্রথম দিনে শেষে অস্ট্রেলিয়া ৩১১/৬
Advertisement
ABP Premium

ভিডিও

Manmohan Singh Death : 'তাঁর সততা আমাদের সবসময় প্রেরণা যোগায়', লিখলেন প্রিয়ঙ্কা গাঁধীManmohan Singh Death :'কংগ্রেস পরিবারের থেকে নানান কথা শুনতে হয়েছিল মনমোহন সিংহকে', বললেন জহর সরকারManmohan Singh Died: 'মনমোহন সিংহ আমার চোখে দেখা সর্বশ্রেষ্ঠ মানুষ', বললেন সৌগত রায়।Manmohan Singh Death: 'আমি এবং আমার পরিবার ওঁর কাছে কৃতজ্ঞ', মন্তব্য কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bangladesh News Update: অশান্তির বাংলাদেশে এবার ঢাকা সচিবালয়ের একাংশে আগুন, পুড়ে ছাই বহু নথি
অশান্তির বাংলাদেশে এবার ঢাকা সচিবালয়ের একাংশে আগুন, পুড়ে ছাই বহু নথি
Suri News: স্ত্রীর মনজয়ে পুরসভার Love গ্লোসাইন চুরি, পাকড়াও করে গোলাপের তোড়া কিনে দিল পুলিশই, থানাতেই প্রেম নিবেদন শেষে
স্ত্রীর মনজয়ে পুরসভার Love গ্লোসাইন চুরি, পাকড়াও করে গোলাপের তোড়া কিনে দিল পুলিশই, থানাতেই প্রেম নিবেদন শেষে
Alipur Duar: পুরুলিয়ায় এখনও খোঁজ মেলেনি বাঘিনীর, এবার মথুরা চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘ
পুরুলিয়ায় এখনও খোঁজ মেলেনি বাঘিনীর, এবার মথুরা চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘ
India vs Australia Live: ব্যাটারদের দাপটের দিনেও উজ্জ্বল বুমরা, বক্সিং ডে-র প্রথম দিনে শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬
ব্যাটারদের দাপটের দিনেও উজ্জ্বল বুমরা, বক্সিং ডে-র প্রথম দিনে শেষে অস্ট্রেলিয়া ৩১১/৬
Fake Passport: পাসপোর্ট জালিয়াতি মামলায় দত্তপুকুর থেকে গ্রেফতার আরও ১, এই নিয়ে পুলিশের জালে মোট ৬
পাসপোর্ট জালিয়াতি মামলায় দত্তপুকুর থেকে গ্রেফতার আরও ১, এই নিয়ে পুলিশের জালে মোট ৬
IND vs AUS 4th Test: মেলবোর্নে প্রথম দিনের খেলা শেষ হতেই কড়া শাস্তির মুখে পড়লেন বিরাট কোহলি
মেলবোর্নে প্রথম দিনের খেলা শেষ হতেই কড়া শাস্তির মুখে পড়লেন বিরাট কোহলি
Kolkata Metro: অফিসে টাইমে ফের ব্যাহত মেট্রো পরিষেবা, দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ চলাচল
অফিসে টাইমে ফের ব্যাহত মেট্রো পরিষেবা, দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ চলাচল
Bangladesh News: ঢাকার সচিবালয়ে বিধ্বংসী আগুন, অগ্নিকাণ্ডের কারণ নিয়ে দানা বাঁধছে রহস্য
ঢাকার সচিবালয়ে বিধ্বংসী আগুন, অগ্নিকাণ্ডের কারণ নিয়ে দানা বাঁধছে রহস্য
Embed widget