![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Gourav-Riddhima: ঋদ্ধিমাকে প্রেম-প্রস্তাব দিয়েছিলেন কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে, বিবাহবার্ষিকীতে ছেলেকে নিয়ে সেখানেই ফিরলেন গৌরব
Gourav-Riddhima News: দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর সেই সাদা পাহাড়কে সাক্ষী রেখে, একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা। কোলে ছোট্ট ধীর
![Gourav-Riddhima: ঋদ্ধিমাকে প্রেম-প্রস্তাব দিয়েছিলেন কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে, বিবাহবার্ষিকীতে ছেলেকে নিয়ে সেখানেই ফিরলেন গৌরব Gourav-Riddhima: Gourav Chakraborty and Riddhima Ghosh went to Darjeeling with Dheer at their wedding anniversary Gourav-Riddhima: ঋদ্ধিমাকে প্রেম-প্রস্তাব দিয়েছিলেন কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে, বিবাহবার্ষিকীতে ছেলেকে নিয়ে সেখানেই ফিরলেন গৌরব](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/24/cd5484fa8c43dc2f540cc9b126d5e733170082238200649_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: তাঁদের প্রেমের গল্প শুরু হয়েছিল পাহাড়ে। দার্জিলিংয়ে। কাঞ্চনজঙ্খাকে সাক্ষী রেখে। বিয়ের ৬ বছরের জন্মদিনে, বাবা-মা হওয়ার পরে প্রথমবার পাহাড়ে গেলেন টলিউডের জুটি গৌরব চক্রবর্তী (Gourav Chakraborty) ও ঋদ্ধিমা ঘোষ (Riddhima Ghosh)। সঙ্গে রইল তাঁদের একরত্তি পুত্র, ধীর। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি, সেই গল্পই শেয়ার করে নিলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় আজ একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন ঋদ্ধিমা। সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে, দার্জিলিংয়ের ম্যালে দাঁড়িয়ে রয়েছেন গৌরব-ঋদ্ধিমা। সঙ্গে রয়েছে ধীর। একে অপরের চোখে ডুবেছেন তাঁরা। আর তার পরের ছবিটি আরও সুন্দর। দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর সেই সাদা পাহাড়কে সাক্ষী রেখে, একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা। কোলে ছোট্ট ধীর। এই পাহাড়কেই সাক্ষী রেখে একসময়ে ঋদ্ধিমাকে প্রেমপ্রস্তাব দিয়েছিলেন গৌরব।
সোশ্যাল মিডিয়ায় আস ঋদ্ধিমা লিখেছেন, 'প্রিয়তম বন্ধু হওয়ার ১৩ বছর। স্বামী-স্ত্রী হওয়ার ৬ বছর। বাবা-মা হওয়ার আড়াই মাস। তোমার সঙ্গে জীবনের সমস্ত সফরই এক একটা সুন্দর অধ্যায়। আরও অনেক বড় হওয়া, হাসি, আনন্দ... সবকিছু বাকি রয়েছে। আমাদের ছোট্ট পরিবারের উপভোগ করার আছে আরও অনেক মুহূর্ত। শুভ বিবাহবার্ষিকী। সোশ্যাল মিডিয়ায় এই ছবিতে ভালবাসায় ভরিয়েছেন সমস্ত বন্ধু-শুভাকাঙ্খীরা।
১৬ সেপ্টেম্বর সকালের দিকে, শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। অধীর আগ্রহে এই মুহূর্তের অপেক্ষা করছিলেন দম্পতি। তাঁরা নিজেরা প্রথমে না শেয়ার করলেও, খুশির খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর এই প্রথম সন্তানকে নিয়ে এই প্রথম কোনও সফরে গেলেন তাঁরা। প্রথমবার ধীরের সফরকে কি একটু বিশেষ করেই মনে রাখতে চেয়েছিলেন দম্পতি। তাই সেই জায়গাকেই তাঁরা বেছে নিলেন, যেখান থেকে শুরু হয়েছিল তাঁদের প্রেমের গল্প।
এক আগে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে তাঁদের প্রেমের গল্প শুনিয়েছিলেন গৌরব। তিনি বলেছিলেন, বন্ধুত্বের পরে যখন তিনি অনুভব করেন ঋদ্ধিমাকেই জীবনসঙ্গী করবেন, তখন তাঁকে নিয়ে গিয়েছিলেন পাহাড়ে। ১৩ বছর পরে যেন পূর্ণতা পের গৌরব-ঋদ্ধিমার সেই স্বপ্ন যখন তাঁরা ছেলেকে নিয়ে ফিরে গেলেন সেই শ্বেতশুভ্র সৌন্দর্য্যের কাছেই।
View this post on Instagram
আরও পড়ুন: Tota Roychowdhury: 'রকি-রানি'-তে বাজিমাত করেছিলেন কত্থকে, এবার ছবি আঁকবেন, খুনও করবেন টোটা?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)