Guddi: অনুজের মনে কি জায়গা করে নিচ্ছে গুড্ডি? কোন খাতে বইবে ত্রিকোণ প্রেমের গল্প?
Bengali Serial Guddi: শত বাধা পেরিয়ে কি অনুজের মনে জায়গা করে নিতে পারবে গুড্ডি? নাকি গুড্ডির সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটিয়ে শিরিনকেই নিজের স্ত্রী করে নেবে অনুজ?
কলকাতা: ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক 'গুড্ডি' (Guddi)। অনুজ, গুড্ডি এবং শিরিন। তিনজনের সম্পর্কের টানাপোড়েন। তার সঙ্গে চট্টোপাধ্যায় পরিবারের বেশ কিছু লোকের ষড়যন্ত্র। অনুজের জেঠুমণির গুড্ডির প্রতি অপার স্নেহ এবং গুড্ডি - অনুজের বিবাহিত সম্পর্ক সুখের করার আপ্রাণ চেষ্টা। সব মিলিয়ে ছোট পর্দায় ধারাবাহিক 'গুড্ডি' জমজমাট পর্যায় চলছে। কিন্তু শত বাধা পেরিয়ে কি অনুজের মনে জায়গা করে নিতে পারবে গুড্ডি? নাকি গুড্ডির সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটিয়ে শিরিনকেই নিজের স্ত্রী করে নেবে অনুজ?
অনুজের সঙ্গে গুড্ডির বিবাহিত জীবন কি শুরু হবে?
ত্রিকোণ প্রেমের গল্প। টানাপোড়েন। একজনের সঙ্গে অনিচ্ছা সহকারে বিয়ে। অন্য জুটির টানাপোড়েন। তার মধ্যে চট্টোপাধ্যায় পরিবারের বেশিরভাগ লোকই পছন্দ করে না গুড্ডিকে। এর মধ্যে অনুজের মনে কি ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে গুড্ডি? সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় এই ধারাবাহিকের যে অংশ সম্প্রচারিত হয়েছে, তাতে দেখা গিয়েছে, শিরিনের সামনে খোলাখুলিভাবে জানিয়েছে অনুজ যে, না চাইতেও এখনও গুড্ডি তার অফিশিয়াল স্ত্রী। গুড্ডির সঙ্গে বিবাহবিচ্ছেদ তার এখনও হয়নি। তাই সম্পর্ক নিয়ে কোনও টানাপোড়েন হলে তারও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গুড্ডিকে নিয়ে তাই তার খারাপ কথা শুনতে ভালো লাগছে না। অনুজের এই কথায় মনে আঘাত পায় শিরিন। অন্যদিকে আবার, অনুজের স্যরের সঙ্গে দেখা করে তার বদলির সম্ভাবনা অন্তত ৬ মাসের জন্য স্থগিত রাখতে পেরেছে জেঠুমণি। এই ৬ মাসেই গুড্ডির সঙ্গে অনুজের স্বামী - স্ত্রীর সম্পর্ক তৈরি করতে চান তিনি। প্রবল জ্বর গায়ে নিয়ে সিনেমা দেখে এসে জেঠুমণির কড়া শাসনের মুখে পড়ে অনুজ, শিরিন। এতদিন আলাদা ঘরে থাকলেও জ্বর হওয়ার কারণে অনুজের জলপট্টি দেওয়ার দরকার। তাই গুড্ডিকে অনুজের ঘরে থাকার নির্দেশ দেন জেঠুমণি। তাঁর নির্দেশ অনুযায়ী গুড্ডি - অনুজ কি থাকবে একঘরে? তাদের স্বামী - স্ত্রীর সম্পর্ক কি এবার শুরুর পথে? তা জানতে চোখ রাখতে হবে টিভির পর্দায়।
আরও পড়ুন - Tollywood Updates: বড় চমক! প্রথমবার একসঙ্গে লাইভে আসবেন জিৎ ও প্রসেনজিৎ, কবে? কখন?
প্রসঙ্গত, এর আগে বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন গুড্ডি ওরফে শ্যামৌপ্তি মুদলি। এই ধারাবাহিকেও তিনি নজর কাড়ছেন। অন্যদিকে ছোট পর্দার জনপ্রিয় মুখ রনজয় বিষ্ণু। ধারাবাহিকের ত্রিকোণ প্রেমের গল্পে শিরিন চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছেন মধুরিমা বসাক। ত্রিকোণ প্রেমের এই গল্প কোন খাতে গড়ায়, তা দেখার অপেক্ষায় দর্শকেরা।