Double iSmart: নিজের জন্মদিনে নতুন ছবির লুক প্রকাশ্যে আনলেন সঞ্জয় দত্ত
Happy Birth Day Sanjay Dutta: আজ সঞ্জয় দত্তের জন্মদিন। আর জন্মদিনেই নিজের নতুন ছবির লুক প্রকাশ্যে আনলেন তিনি।
মুম্বই: আজ সঞ্জয় দত্তের জন্মদিন (Birth Day of Sanjay Dutta)। আর জন্মদিনেই নিজের নতুন ছবির লুক প্রকাশ্যে আনলেন তিনি।পরিচালক পুরী জগন্নাথের ব্লকবাস্টার 'ইস্মার্ট শঙ্কর'-র সিক্যুয়েল , 'ডবল ইস্মার্ট' ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে।নিজের জন্মদিনের দিন সেই পোস্টার ইন্সটাগ্রামে পোস্ট করেছেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)।
ফার্স্ট লুকে কানে দুল, হাতে আংটি, ভ্রু-র পাশে ট্যাটু, দামী ঘড়ি, চুরুট ধরিয়ে বোল্ড লুকিয়ে অন্যদিকে তাঁকিয়ে সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত জানিয়েছেন, তিনি এই ছবিতে কাজ করতে পেরে গর্বিত। শুধুই বছর পেরোনোর অপেক্ষা। পরের বছর ২০২৪ সালে মহাশিবরাত্রিতে হিন্দি, তেলেগু, তামিল-সহ একাধিক ভাষায় মুক্তি পাবে। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছেন খোদ সঞ্জয় দত্তও।
View this post on Instagram
প্রসঙ্গত, সাফল্য ও জনপ্রিয়তার নিরিখে গত কয়েক বছর ধরেই বলিউডের সঙ্গে সমানে সমানে ময়দানে দক্ষিণী বিনদন দুনিয়া।দক্ষিণী ইন্ডাস্ট্রির দিকে যুক্ত হচ্ছেন বলিউডের অনেকেই। সইফ আলি খান থেকে শুরু করে শাহরুখ খান, দক্ষিণী পরিচালকদের সঙ্গে জুটি বেঁধে প্যান ইন্ডিয়ান ছবিতে কাজ করেছেন বলিউড অভিনেতারা। এই তালিকায় রয়েছেন সঞ্জয় দত্তও। দক্ষিণী তারকা বিজয়ের সঙ্গে লিও ছবিতে কাজ করেছেন সঞ্জয় দত্ত। এই ছবির মাধ্যমেই তামিল ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন তিনি। ছবিতে খলনায়কের চরিত্রে অভিনেতা। পাশাপাশি আরও এক দক্ষিণী তারকার সঙ্গে হাত মেলাচ্ছেন সঞ্জয়। প্রভাসের সঙ্গে একটি হরর কমেডি ছবিতে অভিনয় করছেন সঞ্জয়।
দক্ষিণী পরিচালক পরিচালিত একটি ছবিতে কাজ করছেন প্রভাস। ওই ছবিতে দেখা যেতে চলেছে সঞ্জয়কে। শোনা যাচ্ছে, প্রাথমিকভাবে অন্য নামে ভাবা হলেও শেষ অবধি হরর কমেডি ঘরানার এই ছবির নাম চূড়ান্ত করা হয়েছে 'রয়্যাল।' মাঝে ছবির কাজ শুরু হয়ে যাওয়া সত্ত্বেও প্রভাসের ব্যস্ততার কারণে স্থগিত ছিল কাজ। আদিপুরুষ ছবির প্রচার ও মুক্তির পর ফের কিছু সময় পেয়েছেন প্রভাস। তাই ফের নতুন উৎসাহ নিয়ে ফের কাজ শুরু হয়েছে। শোনা গিয়েছে ৫০০ কোটির আদিপুরুষের পর ৫০ কোটি টাকার রয়্যাল এ কাজ করতে চলেছেন প্রভাস।ছবিতে প্রভাসের দাদুর চরিত্রে দেখা যাবে সঞ্জয়কে।