'চেয়েছিলাম সন্তানদের প্রথম নাম মুসলিম ও পদবী হিন্দু হোক', সলমনের ভগ্নিপতি আয়ুষ
সলমন প্রযোজিত "লাভযাত্রী" ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ আয়ুষের।
মুম্বই: তিনি সবসময় চেয়েছিলেন তাঁর সন্তানদের প্রথম নাম মুসলিম এবং পদবী হিন্দু হোক। একই ইচ্ছা ছিল তাঁর স্ত্রী তথা সলমন খানের পালিতা বোন অর্পিতা খানের-ও। এমনটাই জানালেন বলিউড অভিনেতা আয়ুষ শর্মা। আয়ুষ-অর্পিতার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। ছেলের নাম আহিল ও মেয়ের আয়াত।
সম্প্রতি, আয়ুষ একটি সাক্ষাৎকারে বলেন, আমরা চেয়েছিলাম আমার সন্তানদের নামের আদ্যাক্ষর ইংরেজি হরফের ‘এ’ হোক। আমি যখন লন্ডনে যাচ্ছিলাম, আমার সঙ্গে আহিল নামে এক ছেলের আলাপ হয়। আমার মনে হয়েছিল, নামটা বেশ অভিনব। পরে জানতে পারি, পারস্য ভাষায় এই নামের অর্থ হল যোগ্য রাজপুত্র। দারুন লেগেছিল। আমরা ধর্ম-নিরপেক্ষ সম্পর্কে বিশ্বাসী, তাই আমরা দুজনে চেয়েছিলাম, আমাদের সন্তানদের প্রথম নাম মুসলিম ও পদবী হিস্দু হোক।
মেয়ের সম্পর্কে আয়ুষ বলেন, ও এখনও অনেক ছোট। তবে, মানুষের মুখ চিনতে শুরু করেছে। সেই মতো প্রতিক্রিয়াও দেয়। এখন কোয়ারান্টিনের ফলে আমার কাছে প্রচুর সময়। তাই,পরিবারকে তা দেওয়ার চেষ্টা করি। মেয়ে প্রকৃতি দেখতে ভালবাসে। বাবা হিসেবে আমি আমার কর্তব্য পালন করছি।
প্রসঙ্গত, সলমন প্রযোজিত "লাভযাত্রী" ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ আয়ুষের। তাঁর পরের ছবি "কথা"। সেখানে তাঁৎ বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কঈফের বোন ইজাবেল।