মৃত্যুর এক মাস হল, মোমবাতি জ্বেলে সুশান্তকে স্মরণ, প্রার্থনার আবেদন শেখর সুমনের
এরমধ্যেই অভিযোগ উঠেছে, সুশান্ত ইস্যুকে নিজের রাজনীতির কেরিয়ারে কাজে লাগাতে চাইছেন শেখর সুমন
মুম্বই: সুশান্ত সিং রাজপুত চলে গিয়েছেন এক মাস হয়ে গেল। মোমবাতি জ্বালিয়ে প্রয়াত অভিনেতার উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপনের আবেদন জানালেন শেখর সুমন। বললেন, সবাই সুশান্তকে মনে রেখে নীরবে প্রার্থনা করুন।
গত ১৪ জুন নিজের বাসভবনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ফ্যানরা দুঃখ যেমন পান, তার চেয়েও বেশি অবাক হয়ে যান। ‘এমএস ধোনি’ ছবিতে যে অভিনেতার মুখে অমন আশার কথা ছিল, কঠিন পরিস্থিতির মধ্যেও লড়াই চালানোর জেদ ছিল, তিনি নিজের জীবনে এমন একটা অকাল ছেদ টেনে দেন কেমন করে!
সুশান্ত মারা যাওয়ার পর থেকে বারবার নানা রকমের আলোচনা, বিতর্ক দানা বেঁধেছে। সুশান্ত সত্যি আত্মহত্যা করেছেন নাকি তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, সে প্রশ্ন উঠেছে। আর মারাত্মক ভাবে সামনে উঠে এসেছে ইন্ডাস্ট্রির স্বজনপোষণের অভিযোগের ইস্য়ু। অনেকেরই মত, ইন্ডাস্ট্রিতে নেপোটিজম এতটাই চলে যে বাইরের কেউ এসে পায়ের তলায় জমি পাচ্ছেন দেখলেই কেউ কেউ তা কেড়ে নিতে উদ্যোগী হন।
সুশান্তের ক্ষেত্রেও হয়তো তেমনই হয়েছিল,তার ফলে মানসিক চাপ মোকাবিলা করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। এই প্রেক্ষাপটে সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করে সান্ত্বনা জানিয়ে এসেছেন শেখর সুমন, সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন। কিন্তু তিনি সাংবাদিক বৈঠক করেছেন আরজেডি-র এক নেতাকে পাশে বসিয়ে। অনেকে অভিযোগ তুলেছেন, সুশান্ত ইস্যুকে নিজের রাজনীতির কেরিয়ারে কাজে লাগাতে চাইছেন তিনি। তবে তার মধ্যেই তিনি ট্যুইট করেছেন, সকলে যেন মোমবাতি জ্বেলে, প্রার্থনা করে সুশান্তকে স্মরণ করেন।