Hrithik Roshan: সেলফি তোলা নিয়ে ভক্ত জোর করতেই চটলেন ঋত্বিক
Hrithik Roshan Selfie: জোর করে ভক্তের সেলফি তোলা নিয়ে চটলেন ঋত্বিক রোশন। কী করছ ? রেগে গিয়ে সটান প্রশ্ন 'বিক্রম বেদা'-র অভিনেতার।
![Hrithik Roshan: সেলফি তোলা নিয়ে ভক্ত জোর করতেই চটলেন ঋত্বিক Hrithik Roshan reacts angrily due to Fan s forcefully selfie Hrithik Roshan: সেলফি তোলা নিয়ে ভক্ত জোর করতেই চটলেন ঋত্বিক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/10/911c7599d5974a11430b99b2a7b5c7831662799144374484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: জোর করে ভক্তের সেলফি তোলা নিয়ে চটলেন ঋত্বিক রোশন। কী করছ ? রেগে গিয়ে সটান প্রশ্ন 'বিক্রম বেদা' (Vikram Vedha)-র অভিনেতার। ততক্ষণে ঋত্বিকের নিরাপত্তারক্ষী তাঁকে সরিয়ে দিয়েছে। মূলত, পছন্দের সুপারস্টারকে দেখতে হামেশাই এভাবে ভিড় করে ভক্তরা। তবে এবার সেলফি তুলতে গিয়ে সুর কাটল শেষ অবধি।
সেলফি-র তো সলিল সমাধি, চটে লাল অভিনেতা
মূলত, গাড়ি পার্কিং এলাকায় ছিলেন ঋত্বিক রোশন। নিরাপত্তারক্ষী দিয়ে ঘেরা। তারই মাঝে আচমকাই একজন ভক্ত বাধনহারা ভাবে সেলফি তোলা নিয়ে একটু জোরাজোরিই করে ফেলেন ঋত্বিকের সঙ্গে। ব্যাস আর কি। সেলফি-র তো সলিল সমাধি বটেই, সঙ্গে চটে লাল অভিনেতা। এদিকে এই মুহূর্তে 'বিক্রম বেদা' নিয়ে চর্চার তুঙ্গে ঋত্বিক। এমনই সময়েই ছন্দ কাটল।সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় 'বেদা' হিসেবে নিজের লুক শেয়ার করে ঋত্বিক লিখেছিলেন, 'বিক্রম বেদার যাত্রা শুরু হয় মহামারী এবং অনিশ্চয়তার সঙ্গে তার নিজস্ব বাহ্যিক চ্যালেঞ্জ নিয়ে... কিন্তু এখন ফিরে তাকালে মনে হয়, তা সবটাই আমাদের প্রস্তুতি ও কাজে অবদান রেখেছে। স্কাইডাইভিংয়ের মতোই এই সফর আমার কাছে ভয়ঙ্কর ও দুর্দান্ত ছিল।'
View this post on Instagram
আরও পড়ুন, 'বেলা বোস' নিয়ে মামলায় জড়ালেন অঞ্জন দত্ত, আদালতে গেলেন প্রযোজক রাণা সরকার
সেলফি তোলার ইস্যুতে এর আগেও এমন বিশৃঙ্খলা তৈরি হয়েছে
প্রসঙ্গত, শুধুই ঋত্বিক নন, বলিউডের খ্যাতানামা একাধিক সেলেবের সঙ্গে সেলফি তোলার ইস্যুতে এর আগেও এমন বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ভক্তকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছেন সেলেবদের বডিগার্ডরা। এবং সেই ছবি প্রকাশ্যে এসে বিতর্ক তৈরি করেছে। তবে সদাই শীতল চাহনির ঋত্বিকের বরাবরাই ভাল ব্যবহারের জন্য সুখ্যাতি আছে। জনসমক্ষে খুব একটা মেজাজ হারাতে তাঁকে দেখা যায় না। তবে সেলফি নিয়ে এবার ভক্তের জোরাজুরিতে তিনিও মেজাজ হারালেন। আর সেই ভিডিও ইতিমধ্যেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)