এক্সপ্লোর
Advertisement
তিনি এখন সিঙ্গল, দাবি হৃতিকের
মুম্বই: তিনি কোনও সম্পর্কে নেই, পুরোপুরি সিঙ্গল। দাবি করলেন হৃতিক রোশন। জীবনে প্রেমের আর প্রয়োজন আছে বলেও মনে করেন না তিনি। হৃতিকের বক্তব্য, তার মানে এই নয় যে, তাঁর নারীসঙ্গ পছন্দ হয় না। কিন্তু মনে হয় না, জীবনে আর কোনও শূন্যতা ভরাটের প্রয়োজন আছে। তাঁর জীবন পুরোপুরি পূর্ণ বলে তাঁর দাবি।
তবে ভালবাসার প্রতি কোনও অসূয়া নেই হৃতিকের। জীবনে প্রচুর কিছুকে ভালবাসেন তিনি। ভালবাসার একটাই প্রকাশ বলেও মনে করেন না। তাঁর কথায়, জীবনে তিনি পরিপূর্ণ, আর ভালবাসাই সেই পূর্ণতা এনেছে।
কঙ্গনা রানাওয়াতের সঙ্গে তাঁর আইনি লড়াইয়ের কথা সকলের জানা। নাম না করে হৃতিক বলেছেন, তাঁর রাগ নেই কারও ওপর। কারও প্রতি রাগ পুষে রাখা তাঁর স্বভাব নয়। মানুষ নিজেই অনেক সময় বোঝে না সে কী করছে, তাই ক্ষমা করে দিতে হয় তাদের।
পরিবারের থেকে এখন আলাদা, একা থাকেন হৃতিক। এর ফলে স্বাধীনতা বেড়েছে বলে তাঁর মনে হয় না। তবে আগে যে পরিস্থিতি খারাপ বলে মনে হয়েছিল, এখন তাই মনে হয় আশীর্বাদ। জীবন যেভাবে এখন চলছে, তার থেকে ভাল কিছু হতে পারে বলে মনে করেন না তিনি। আগে বহু ঘটনা সমস্যা বলে ভাবতেন। এখন মনে হয়, ভাগ্যিস, জীবনে আরও ভাল কিছু ছিল! কথায় বলে, যা কিছু ঘটে, ভালর জন্য ঘটে। কিন্তু অল্প লোকই যান সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে। তিনি প্রকৃতই ভাগ্যবান, যে জীবনের সেই দুর্লভ অভিজ্ঞতা তাঁর হয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement