এক্সপ্লোর
Advertisement
Varun Dhawan: করোনা আক্রান্ত বরুণ ধবন, বললেন, আরও সতর্ক থাকলে হয়তো হতাম না
বন্ধুদের সঙ্গে একটি ছবির কোলাজ পোস্ট করেছিলেন বরুণ। ছবির ক্যাপশন ছিল ’ভিটামিন বন্ধুরা‘। ’যুগ যুগ জিও‘ ছবিতে বরুণ ধবন ছাড়াও রয়েছেন অনিল কাপুর, কিয়ারা আ়ডবাণী, নীতু কাপুর, প্রযোক্তা কলি। কিন্তু বরুণ ও নীতু কাপুর করোনা পজিটিভ হওয়ার ফলে শ্যুটিং বন্ধ রাখতে হয়েছে।
মুম্বই: আরও সতর্ক হওয়া উচিত ছিল। সোমবার ইনস্টাগ্রাম পোস্টে এমনই জানালেন বরুণ ধবন।
করোনা-কালে কাজে ফিরেছেন বরুণ ধবন। ’কুলি নম্বর ওয়ান‘ –এর প্রোমোশন সঙ্গে ধর্ম প্রোডাকশনের ’যুগ যুগ জিও‘ ছবিতেও কাজ করছিলেন। শ্যুটিংয়ের ফাঁকে করোনা আক্রান্ত হয়ে পড়েন বরুণ। সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেতা লিখেছেন, ’’আমি যেহেতু করোনার মধ্যে কাজে যোগ দিয়েছি, করোনা থেকে রেহাই পেলাম না। প্রযোজক টিমের তরফে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু তাও রোখা গেল না। জীবনে কোনও কিছু্ই নিশ্চিত নয়, করোনা থেকে দূরে থাকার বিষয়টি তো আরও নয়। তবু আমি বন্ধুদের বলছি আরও সতর্ক হোন। আমিও বিশ্বাস করি আমারও বাড়তি সতর্ক হওয়া উচিত ছিল।‘‘
বন্ধুদের সঙ্গে একটি ছবির কোলাজ পোস্ট করেছিলেন বরুণ। ছবির ক্যাপশন ছিল ’ভিটামিন বন্ধুরা‘। ’যুগ যুগ জিও‘ ছবিতে বরুণ ধবন ছাড়াও রয়েছেন অনিল কাপুর, কিয়ারা আ়ডবাণী, নীতু কাপুর, প্রযোক্তা কলি। কিন্তু বরুণ ও নীতু কাপুর করোনা পজিটিভ হওয়ার ফলে শ্যুটিং বন্ধ রাখতে হয়েছে।
বরুণকে শেষ দেখা গিয়েছিল ’স্ট্রিট ডান্সার থ্রিডি‘-তে। আসন্ন ছবির তালিকায় সবার উপরে রয়েছে কুলি নম্বর ওয়ান। বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় এ ছবিতে কাজ করেছেন বরুণ। অ্যামাজন প্রাইম ভিডিয়োতে এই ছবি মুক্তি পাওয়ার কথা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement