এক্সপ্লোর
Advertisement
সুস্মিতা-আমিশার সঙ্গে সম্পর্ক শেষ বলে দুঃখ হয়নি, স্ত্রীকে ঠকিয়েছি, সেটাই যন্ত্রণার:বিক্রম ভট্ট
মুম্বই: পরিচালক বিক্রম ভট্ট সম্প্রতি তাঁর বই ‘অ্যা হ্যান্ডফুল অফ সানশাইন’-এর প্রকাশ অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবনের ঝাঁপি খুলে দিয়েছেন সকলের সামনে। তিনি নিজে জানিয়েওছেন, তাঁর বই মূলত জীবন থেকে পাওয়া বহু অভিজ্ঞতা নিয়েই লেখা। এমনকি বইয়ের মূল চরিত্র বীর এবং মীরাও তাঁর এবং তাঁর বিবাহবিচ্ছিন্না স্ত্রী অদিতিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। এই বইতে কোনও জায়গা পায়নি সুস্মিতা বা আমিশা, যদিও এই দুজনের সঙ্গে এক সময় তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
নিজের জীবনের কথা বলতে গিয়ে বিক্রম বলেন, মিস ইউনিভার্স, বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের জন্যে তিনি তাঁর শৈশবের বান্ধবী, তাঁর স্ত্রী অদিতিকে ঠকিয়ে ছিলেন, এই যন্ত্রণা তিনি কোনওদিন ভুলতে পারবেন না। তাঁর কাছে তাঁর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, বাচ্চার কাছ থেকে দূরে চলে যাওয়া, এগুলো অনেক বেশি নাড়া দিয়ে গেছে। ‘গুলাম’ মুক্তির আগে অদিতির সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। তখন আত্মহত্যাও করতে গিয়েছিলনে তিনি। একসময় তাঁর মনে হয়েছিল, তাঁর জীবন থেকে সমস্ত সম্পর্ক হারিয়ে গেছে, তিনি সেদিন শুধুই সুস্মিতার বয়ফ্রেন্ড হয়ে গিয়েছিলেন। বিক্রমের দাবি, তাঁর জীবনে কোনও একটা দুর্ঘটনা ঘটেনি, একাধিক দুর্ঘটনা নিয়ে তৈরি বিক্রমের জীবন।
তাঁর জীবনে আমিশা পটেলও এসেছিলেন। তাঁর সঙ্গেও সম্পর্ক শেষ হয়ে গেছে। কিন্তু কোনও কিছুই তেমন ছাপ ফেলেনি, যেভাবে ছাপ ফেলেছিল স্ত্রী অদিতির সঙ্গে সম্পর্কে ইতি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
বিনোদনের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement