Imran Khan Attack: প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা আলি জাফর-অসীম আজহারের
Imran Khan Rally Firing: এদিনের ঘটনায় হতচকিত গোটা বিশ্ব। এক হামলাকারীকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া ভরে উঠল প্রাক্তন প্রধানমন্ত্রীর আরোগ্য কামনায়।
নয়াদিল্লি: পাকিস্তানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) মিছিলে চলল গুলি। ইমরানকে লক্ষ্য করেই গুলি চালানো হয় বলে অভিযোগ। পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী (Pakistan News), পায়ে গুলি লেগেছে ইমরানের। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়া (Social Media) ভাসল ইমরান খানেক দ্রুত আরোগ্য কামনায়। সাধারণ মানুষ থেকে তারকা, সকলেই প্রাক্তন প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে পোস্ট করেছেন।
ইমরান খানের আরোগ্য কামনায়...
এদিনের ঘটনায় হতচকিত গোটা বিশ্ব। এক হামলাকারীকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া ভরে উঠল প্রাক্তন প্রধানমন্ত্রীর আরোগ্য কামনায়। তাবড় তারকাদের পোস্ট, ট্যুইট দেখতে পাওয়া যায়। সকলেই চিন্তিত ইমরান খানের স্বাস্থ্য নিয়ে।
বিখ্যাত পাক গায়ক ও অভিনেতা আলি জাফর (Ali Zafar) এদিন নিজের ট্যুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে ইমরান খানকে দেখা যাচ্ছে আহত হওয়ার পরও সাধারণ মানুষের উদ্দেশে হাত নাড়ছেন। আলি জাফর লেখেন, 'শহীদ মোহতার্মা বেনজির ভুট্টোকে হত্যার পরের অন্ধকার, হতাশাজনক দিনগুলোর কথা মনে পড়ছে। ঈশ্বর না করুন, যদি ইমরান খানের কিছু হয়ে যেত তাহলে তারপর যে কী হত। পায়ে ৩-৪ বার গুলি লাগার পরেও যদি এমনই হয় তাঁর স্পিরিট তাহলে আমাদের সত্যিই একজন ইমরান খান প্রয়োজন।'
I remember the dark,depressing days n time after the assassination of Shaheed mohtarma BeNazir Bhutto. God forbid had anything fatal happened to @ImranKhanPTI no one can imagine what would erupt. If this is his spirit after being shot 3-4 times in the leg we do need to #ImranKhan pic.twitter.com/6hq050rN5S
— Ali Zafar (@AliZafarsays) November 3, 2022
অপর বিখ্যাত গায়ক অসীম আজহারও (Asim Azhar) ট্যুইট করে লেখেন, 'ইমরান খানের সঙ্গে গোটা দেশের প্রার্থনা আছে। ঈশ্বর করুন তিনি এই অবস্থা থেকেও বাঘের মতো জিতে ফিরুন এবং আরও শক্তিশালী হয়ে উঠুন। আমাদের ওঁকে প্রয়োজন।'
Imran Khan ke saath puri qaum ki duaayen hain. May he recover from this like a tiger as always & come back stronger. We need him! 🇵🇰 pic.twitter.com/1XoAzM5dox
— Asim Azhar (@AsimAzharr) November 3, 2022
আরও পড়ুন: MahishasurMarddini: ১১ নভেম্বর শুভমুক্তি, প্রকাশ্যে 'মহিষাসুরমর্দ্দিনী'র পোস্টার
প্রসঙ্গত, স্থানীয়রা জানিয়েছেন, ইমরানের কন্টেনার ঘেঁষেই এলোপাথাড়ি গুলি ছোড়া হয়। সেই সময় গুজরানওয়ালার আল্লাওয়ালা চকের কাছে ছিল পদযাত্রা। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ জানিয়েছে, ইমরান নিরাপদ রয়েছেন। ইমরানের ম্যানেজার, এক শিশু-সহ সাত জন আহত হয়েছেন। পঞ্জাব প্রদেশের পুলিশের উপস্থিতিতে গুলি চালানো হ.য় বলে অভিযোগ।