(Source: ECI/ABP News/ABP Majha)
Akshay Kumar: 'আমি পরপর ১৬টা ফ্লপও দেখেছি, দোষ আমার', 'সেলফি'র অসাফল্যের পর বললেন অক্ষয় কুমার
Akshay Kumar Update: একাধিক সংবাদ সংস্থা সূত্রে খবর, অক্ষয় কুমার দাবি করেছেন যে এমন পরিস্থিতির সম্মুখীন তিনি তাঁর কর্মজীবনের প্রথম দিকেও হয়েছিল। তখন তাঁর ১৬টি ছবি পরপর বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।
নয়াদিল্লি: বলিউড অভিনেতা অক্ষয় কুমারের (Akshay Kumar) সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'সেলফি' (Selfiee)। বক্স অফিসে বিশেষ ভাল লাভ করতে পারেনি এই ছবি। সূত্রের খবর, নিজের ছবির অসাফল্য নিয়ে অক্ষয়ের বক্তব্য এটি সম্পূর্ণ তাঁর দোষ। ছবি বক্স অফিসে ভাল লাভ না করার পিছনে ওই নির্দিষ্ট ছবির প্রযোজকের কোনও হাত থাকে না।
কী বললেন অক্ষয় কুমার?
একাধিক সংবাদ সংস্থা সূত্রে খবর, তারকা অক্ষয় কুমার দাবি করেছেন যে এমন পরিস্থিতির সম্মুখীন তিনি তাঁর কর্মজীবনের প্রথম দিকেও হয়েছিল। তখন তাঁর ১৬টি ছবি পরপর বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।
সূত্রের খবর, অক্ষয় কুমার বলেছেন, 'এরকম আমার সঙ্গে প্রথমবার হচ্ছে তা নয়। আমার কর্মজীবনে, আমি পরপর ১৬টা ছবি ফ্লপ হতে দেখেছি। এমন সময়ও গেছে যখন আমার পরপর ৮টি ছবি ভাল ব্যবসা করতে পারেনি। এখন আমার তিন থেকে চারটি ছবি ভাল ব্যবসা করেনি। ব্যাপারটা হচ্ছে ছবির না চলা কিন্তু তোমার নিজের দোষেই হয়। দর্শক বদলে গেছেন, তোমাকেও বদলাতে হবে, নিজেকে ভেঙে গড়তে হবে। আবার শুরু থেকে শুরু করা উচিত কারণ দর্শক তোমাকে অন্যভাবে দেখতে চাইছে।'
তিনি আরও বলেন, 'এটা খুব চিন্তার বিষয়, আপনার ছবি না চললে সেটা আপনার দোষ। যখন আপনার সিনেমাগুলি পরপর ফ্লপ হয়, তখন সেটা বিপদ সঙ্কেত যে এবার নিজেকে পরিবর্তন করার সময় এসেছে। আমি চেষ্টা করছি, সেটুকুই করতে পারি।'
তিনি সবাইকে বলতে চান যে যখন সিনেমাগুলি কাজ করে না, তখন দর্শকদের দোষ দেওয়া উচিত নয়। অক্ষয়ের কথায়, 'দর্শক বা অন্য কাউকে দোষ দেবেন না। এটা আমার দোষ, একশো শতাংশ। শুধুমাত্র দর্শকের জন্য আপনার ছবি চলছে না এটা হতে পারে না। এর কারণ আপনার বেছে নেওয়া বিষয়। হয়তো ছবিতে সঠিক উপকরণগুলো আপনি দেননি।'
আরও পড়ুন: Book Release: রায় পরিবারের নানা গল্প নিয়ে লীলা মজুমদারের দুষ্প্রাপ্য লেখা 'রায়বাড়ি' প্রকাশিত হল
প্রসঙ্গত, ফিল্ম সমালোচক তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, অক্ষয় কুমারের শেষ ছবি 'সেলফি' মোট ২.৫৫ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে। বক্স অফিসের পারফরম্যান্স দেখে বোঝাই যাচ্ছে বিশেষ লাভ করতে পারবে না এই ছবি। 'সেলফি' ছবিতে অক্ষয়ের সঙ্গেই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। এক সুপারস্টার ও এক সাধারণ মানুষের আত্মসম্মানের লড়াই দেখানো হয়েছে এই ছবিতে। দক্ষিণী ছবির হিন্দি রিমেক এটি।