এক্সপ্লোর
Advertisement
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মালয়েশিয়ার প্রতিনিধি ভারতীয় বংশোদ্ভূত তরুণী
কুয়ালালামপুর: ফিলিপিন্সের ম্যানিলায় আসন্ন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মালয়েশিয়ার প্রতিনিধিত্ব করবেন ভারতীয় বংশোদ্ভূত তরুণী। আগামী ৩০ জানুয়ারি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ার ওয়েবসাইট ডব্লুডব্লুডব্লু ডট স্টার২-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কিরণমীত কউর বলজীত সিংহ জসাল নামে ২০ বছরের তরুণী এবারের মিউ ইউনিভার্স মালয়েশিয়া খেতাব জিতেছেন। তিনি মাই ডেন্টিস্ট উইনিং স্মাইল-র সহায়ক শিরোপাও জিতেছিলেন তিনি।
জানা গেছে, কয়েক দশর আগে কিরণের পরিবার মালয়েশিয়ায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তাঁর মা রঞ্জিত কউর ২০১৫-র ক্লাসিক মিসেস মালয়েশিয়া খেতাব জিতেছিলেন। কিরণের বোন রনমীতও মডেল এবং তিনিও সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী হয়েছেন। রনমীত পেশায় চিকিত্সক।
ঐশ্বর্য রাই (মিস ওয়ার্ল্ড-১৯৯৪) এবং সুস্মিতা সেন (মিস ইউনিভার্স- ১৯৯৪)-কে জসাল বোনেরা আদর্শ হিসেবে মনে করেন।
কিরণ বলেছেন, ওই দুই ভারতীয় বিউটি কুইনের খুবই ভক্ত তিনি। বিশেষ করে সুস্মিতা সেনের মিস ইউনিভার্স খেতাব জয়ের পর বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি তাঁর মধ্যে খুবই প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন কিরণ।
ইন্টারন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির দন্ত চিকিত্সা বিষয়ে পড়াশোনা করেন কিরণ। তাঁর মতে, সৌন্দর্য প্রতিযোগিতা মহিলাদের নিজের মতামত জানানোর মঞ্চ প্রদান করে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
জেলার
Advertisement