Rashmika Mandanna Update: চলতি বছরেই বিয়ে সারছেন রশ্মিকা-বিজয়? তুঙ্গে জল্পনা
Rashmika Mandanna Update: শোনা যাচ্ছে এই বছরের শেষের দিকে সাত পাকে বাঁধা পড়তে পারেন রশ্মিকা ও বিজয়। যদিও তাঁদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে কেউই এখনও মুখ খোলেননি।
নয়াদিল্লি: অভিনেত্রী রশ্মিকা মন্দান্না (Rashmika Mandanna) ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার (Vijay Deverakonda) অনস্ক্রিন ও অফস্ক্রিন বন্ধুত্ব ও সম্পর্কের কথা সকলেরই জানা। তবে সম্প্রতি মুম্বই দুই তারকাকে একসঙ্গে দেখতে পাওয়া গেল। আর তাতেই জোর জল্পনা সিনেপাড়ায়। তাহলে কি তাঁদের সম্পর্কের গুঞ্জন সত্যি? বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুই তারকা?
রশ্মিকা ও বিজয় একসঙ্গে দুটি ছবিতে কাজ করেছেন। 'গীত গোবিন্দম' ও 'ডিয়ার কমরেড' (Geetha Govindam and Dear Comrade)। এই বছরে তাঁরা দুই জনে একসঙ্গে পথচলা শুরু করবেন হিন্দি সিনে দুনিয়াতেও।
বিজয় দেবেরাকোন্ডা আপাতত মুম্বইয়ে ব্যস্ত তাঁর প্রথম হিন্দি ছবি 'লাইগার'-এর (Liger) শ্যুটিং নিয়ে। শোনা যাচ্ছে, সেখানেই একটি অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতে শুরু করেছেন রশ্মিকাও। এই জুটি একসঙ্গে নিউ ইয়ার ইভ কাটিয়েছেন গোয়ায়।
শোনা যাচ্ছে এই বছরের শেষের দিকে সাত পাকে বাঁধা পড়তে পারেন রশ্মিকা ও বিজয়। যদিও তাঁদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে কেউই এখনও মুখ খোলেননি।
বিয়ে করে নিজেদের সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চান তাঁরা। যদিও এগুলি নিছক গুজব এবং সেগুলির কোনও নিশ্চিত তথ্য মেলেনি। উভয় তারকাই এই মুহূর্তে তাদের কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত।
আরও পড়ুন: Kareena Kapoor Update: জাহাঙ্গিরের প্রথম জন্মদিন, আদুরে শুভেচ্ছা মা-মাসি-পিসিদের
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে রশ্মিকা বলেন, 'আমি জানি না এটা নিয়ে কী ভাবা উচিত, কারণ আমি এখনও বিয়ের জন্য খুবই ছোট। কখনও সেভাবে ভাবিনি। তবে তা সত্ত্বেও, এমন একজনের সঙ্গে থাকা প্রয়োজন যে তোমাকে সুখী করবে।'
অন্যদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দান্না অভিনীত 'পুষ্পা', যা গোটা দেশের বক্স অফিস কাঁপাচ্ছে।
তবে আপাতত দুই তারকার অনুরাগীদের মধ্যে জল্পনা জোর তুঙ্গে। তাঁদের মুখ থেকে সম্পর্ক নিয়ে শোনার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।