Sara Tendulkar: বলিউডে পা রাখতে চলেছেন সচিন তেন্ডুলকর কন্যা সারা?
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন সচিন কন্যা সারা তেন্ডুলকর (Sara Tendulkar)। কিছুদিন আগেই বনিতা সাঁধু ও তানিয়া শ্রফের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন তিনি।
মুম্বই: মাস্টার-ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) কন্যা সারা তেন্ডুলকর (Sara Tendulkar) বিভিন্ন ছবি সোশাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের নজর কাড়েন। সদ্যই স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেছেন। তারকা সন্তান সারা তাঁর সিম্পল লুক ও চার্মি পার্সোলানালিটির জন্য সোশাল মিডিয়ায় নজর কাড়েন। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সারা। প্রায়ই তিনি নিজের ও পরিবারের ছবি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন। সারার ছবি দেখে আন্দাজ করা যায় যে তিনি অত্যন্ত ভ্রমণবিলাসী। এরসঙ্গে তাঁর স্টাইল স্টেটমেন্টও নজরকাড়া। সম্প্রতি শোনা যাচ্ছে, এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন সচিন কন্যা।
বলিউডে সারা তেন্ডুলকর?
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন সচিন কন্যা সারা তেন্ডুলকর। কিছুদিন আগেই বনিতা সাঁধু ও তানিয়া শ্রফের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন তিনি। যা মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। শুধুমাত্র তারকা সন্তান হয়েই সারা তেন্ডুলকরের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্সের সংখ্যা ১.৯ মিলিয়নেরও বেশি। সোশ্যাল মিডিয়ায় তাঁর নজরকাড়া ছবিতে লাইক কমেন্টে ভরিয়ে দেন অনুরাগীরা। তাই অভিনয় জগতে পা রাখার আগেই যে তিনি বেশ জনপ্রিয় তা বলাই বাহুল্য।
আরও পড়ুন - Bob Biswas: টিভিতে প্রথমবার অভিষেক বচ্চনের 'বব বিশ্বাস', কবে আর কখন দেখতে পাবেন?
সম্প্রতি এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে যে, 'সারা তেন্ডুলকর খুব শীঘ্রই বলিউডে তাঁর অভিনয় কেরিয়ার শুরু করবেন। অভিনয় সম্পর্কে তাঁর অত্যন্ত আগ্রহ রয়েছে। ইতিমধ্যেই তিনি বেশ কিছু বিজ্ঞাপনের কাজ করে ফেলেছেন. তার জন্য় অভিনয়ের পাঠও নিয়েছেন। লন্ডন ইউনিভার্সিটি থেকে মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন সারা তেন্ডুলকর। এবার গ্ল্যামার জগতে কেরিয়ার শুরু করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।' যদিও সচিন তেন্ডুলকর কিংবা সারা তেন্ডুলকর অথবা বলিউড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি। কবে গ্ল্যামার জগতে পা রাখেন সচিন কন্যা, এখন তা দেখার অপেক্ষায় অনুরাগীরা।