(Source: ECI/ABP News/ABP Majha)
ISKABON: ১৭ তারিখ মুক্তি পাচ্ছে জঙ্গলমহল আর মাওবাদী গল্পের প্রেক্ষাপটে সৌরভ-অনামিকার 'ইস্কাবন'
ISKABON Film: মাওবাদী ও তাঁদের রাজনীতির গল্প বলবে 'ইস্কাবন'। পরিচালক মন্দীপ সাহা বলছেন, 'জঙ্গলমহলের গোলবিবি বাজার নামক একটি এলাকার গল্প বলবে এই ছবি। সেখানকার স্থানীয় নেতা নরেনজী কীভাবে তাঁর নিজের দল তৈরি করে ও পুলিশদের সঙ্গে লড়াই করে সেই গল্পই তুলে ধরা হবে ছবি জুড়ে I
কলকাতা: এই ছবির প্রেক্ষাপট জঙ্গলমহল। সেখানে থাকা মাওবাদী ও তাঁদের রাজনীতির গল্প বলবে 'ইস্কাবন'। আগামী ১৭ তারিখ মুক্তি পাচ্ছে মন্দীপ সাহার ছবি। এটিই প্রথম ছবি পরিচালকের। এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছে সৌরভ দাস (Sourav Das), অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) ও সঞ্জু (Sanju)। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির অফিসিয়াল পোস্টার।
এই ছবির প্রেক্ষাপট জঙ্গলমহল। সেখানে থাকা মাওবাদী ও তাঁদের রাজনীতির গল্প বলবে 'ইস্কাবন'। পরিচালক মন্দীপ সাহা বলছেন, 'জঙ্গলমহলের গোলবিবি বাজার নামক একটি এলাকার গল্প বলবে এই ছবি। সেখানকার স্থানীয় নেতা নরেনজী কীভাবে তাঁর নিজের দল তৈরি করে ও পুলিশদের সঙ্গে লড়াই করে সেই গল্পই তুলে ধরা হবে ছবি জুড়ে। তবে এই ছবির প্রেক্ষাপট কেবল রাজনীতি ও লড়াই নয়, ছবির সিংহভাগ জুড়ে রয়েছে প্রতিহিংসা ও প্রেমের গল্প। এক মাওবাদী গ্রাম, তাঁদের জীবনযাত্রা ও রাজনীতির প্রেক্ষাপটে গোলাপি ও কর্নেল শিবের প্রেমই এই ছবির মূল উপজীব্য।'
আরও পড়ুন: Aye Khuku Aye: ট্রেলার শেয়ার করে 'বুম্বা'কে শুভেচ্ছা অমিতাভের, আপ্লুত প্রসেনজিৎ-দিতিপ্রিয়া
সদ্য মুক্তি পাওয়া ছবির ট্রেলার দেখেও অবশ্য আঁচ করে দেওয়া যায় গল্পের কিছুটা অংশ। সত্য ও গোলাপি একটি গ্রামের বাসিন্দা। গোলাপির ওপর সত্যর যে দুর্বলতা রয়েছে ট্রেলারে সেই ইঙ্গিত স্পষ্ট। মাওবাদী কার্যকলাপ রুখতে উপরমহল থেকে সেই গ্রামে পাঠানো হয় কর্নেল শিবকে। কিন্তু সেখানে এসে গোলাপির প্রেমে পড়ে শিব। গোলাপিও দুর্বল হয়ে পড়ে শিবের ওপর। পরিস্থিতি আঁচ করতে পেরে প্রতিহিংসায় পাগল হয়ে শিবকে অপহরণ করে সত্য। তারপর? গুলি, বোমা বন্দুক, কান্না... গল্প লুকিয়ে ইস্কাবন এর ভাঁজে ভাঁজে।
এসএমডি এন্টারটেনমেন্টের ব্যানারে মুক্তি পাচ্ছে এই ছবি। ছবির গল্প লিখেছেন রাধামাধব মণ্ডল। ছবিতে একটি গান গেয়েছেন সঙ্গীতশিল্পী নচিকেতা। তিনি ছাড়াও এই ছবিতে গান গাইতে শোনা যাবে রুপঙ্কর বাগচি, অন্বেষা দত্তগুপ্তের মত শিল্পীকে। ছবির চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক ও অনিন্দ্য মুখোপাধ্যায়।