এক্সপ্লোর
Advertisement
একলাখ মানুষ বলুন ‘ইন্টারকোর্স’ শব্দে আপত্তি নেই, তাহলে তা থাকবে: জব হ্যারি মেট সেজাল প্রসঙ্গে পহলাজ নিহালনি
মুম্বই: অনুষ্কা শর্মা ও শাহরুখ খানের জব হ্যারি মেট সেজালের মিনি ট্রেলারে ‘ইন্টারকোর্স’ শব্দটি নিয়ে সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনসের প্রধান পহলাজ নিহালনির বিলক্ষণ আপত্তি রয়েছে। তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, ছবি মুক্তির জন্য তাঁদের দরজায় এলেই ওই শব্দে কাঁচি চালানো হবে। যেভাবে ওই আনসেন্সর্ড ট্রেলার টিভিতে দেখানো হচ্ছে তাও পছন্দ হয়নি তাঁর।
এখন ছবি তৈরির আগেই তার শব্দে কাটছাঁটের হুমকিতে সংস্কারী সেন্সর বোর্ড চিফের তীব্র সমালোচনা হয়েছে। অনেকেই বলেছেন, ‘ইন্টারকোর্স’ এমন কী নিষিদ্ধ শব্দ যা সিনেমায় থাকতে পারবে না! পহলাজ ভারতীয় ফিল্ম দর্শকদের নেহাত নাবালক ভাবেন কিনা তাও জানতে চেয়েছেন অনেকে।
নাজেহাল পহলাজ নিজের অবস্থান থেকে সামান্য সরে এসেছেন। জানিয়েছেন, ঠিক হ্যায়, ‘ইন্টারকোর্স’ থাকতে পারে, তবে কন্ডিশন রয়েছে। ১ লাখ মানুষকে বলতে হবে, তাঁদের ওই শব্দে কোনও আপত্তি নেই। তাহলেই তিনি বুঝবেন, ভারত প্রকৃতই বদলাচ্ছে, ভারতীয় বাবা মায়েরা চান, তাঁদের ১২ বছরের সন্তান ইন্টারকোর্সের মানে বুঝুক।
৪ অগাস্ট মুক্তি পাচ্ছে ইমতিয়াজ আলি পরিচালিত ছবিটি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement