Jada Pinkett Smith: অবশেষে মুখ খুললেন জাডা স্মিথ, চড়কাণ্ডের পর ইঙ্গিতপূর্ণ পোস্টে 'আরোগ্য' লাভের বার্তা
Jada Pinkett Smith: এই গোটা কাণ্ডে ক্রিস রকের থেকে এখনও কোনও মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে লস অ্যাঞ্জলেস পুলিশ ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে যে তিনি উইলের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেননি।
![Jada Pinkett Smith: অবশেষে মুখ খুললেন জাডা স্মিথ, চড়কাণ্ডের পর ইঙ্গিতপূর্ণ পোস্টে 'আরোগ্য' লাভের বার্তা Jada Pinkett Smith Breaks Silence on Will Smith Slap Gate, Says 'This is a Season for Healing' Jada Pinkett Smith: অবশেষে মুখ খুললেন জাডা স্মিথ, চড়কাণ্ডের পর ইঙ্গিতপূর্ণ পোস্টে 'আরোগ্য' লাভের বার্তা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/30/1fb5e4ec542382d95fda0c23af26a757_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: অস্কারের (Oscars 2022) মঞ্চে সঞ্চালক ক্রিস রককে (Chris Rock) সপাটে চড় মারলেন উইল স্মিথ (Will Smith)। তোলপাড় হল গোটা বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চাইলেন অভিনেতা। এবার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথ (Jada Pinkett Smith)। প্রসঙ্গত, তাঁকে নিয়ে করা 'ঠাট্টা'র প্রতিবাদেই এমন পদক্ষেপ নেন স্বামী উইল স্মিথ।
জাডা পিঙ্কেট স্মিথের পোস্ট
চড়কাণ্ডে যখন তোলপাড় গোটা বিশ্ব, তারই মধ্যে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন অভিনেত্রী জাডা। দ্রুত আরোগ্য লাভ সংক্রান্ত এই পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামের পোস্টে লেখা, 'এটি আরোগ্য লাভে সময় এবং আমি তার জন্য তৈরি'।
View this post on Instagram
ক্রিস রকের প্রতি তাঁর আচরণের জন্য একবার 'অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস'-এর মঞ্চে এবং তারপর সোশ্যাল মিডিয়ায় ক্ষমাপ্রার্থনা করেন উইল স্মিথ। এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন জাডা। 'অস্কার ২০২২'-এর মঞ্চে জাডার মুন্ডিত মস্তক নিয়ে 'রসিকতা' করেন সঞ্চালক কমেডিয়ান ক্রিস রক। তা শুনেই নিজের মেজাজ ঠিক রাখতে পারেননি উইল স্মিথ। স্ত্রীয়ের প্রতি এই 'ঠাট্টা' অপমান মনে হয় তাঁর ও তৎক্ষণাৎ তিনি মঞ্চে উঠে সঞ্চালককে সজোরে থাপ্পড় মারেন। মঞ্চ থেকে নেমেও কুকথা বলতে শোনা যায় উইলকে।
ক্রিস রকের প্রতিক্রিয়া
এই গোটা 'চড় কাণ্ডে' ক্রিস রকের থেকে এখনও কোনও মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে লস অ্যাঞ্জলেস পুলিশ ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে যে তিনি উইল স্মিথের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করতেও অস্বীকার করেছেন।
আরও পড়ুন: Will Smith's Apology : ' ভুল ছিলাম, আমি বিব্রত' চড়কাণ্ডে অবশেষে ক্ষমা চাইলেন উইল স্মিথ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)