(Source: Matrize)
'Jalsa' Trailer Out: গোপন তথ্য ও প্রতারণার ঝাঁপি খুলবে বিদ্যা-শেফালির 'জলসা', প্রকাশ্যে ট্রেলার
'Jalsa' Trailer Out: 'আমার প্রতিটি চলচ্চিত্রে চেষ্টা করি একটি নতুন গল্প বলার এবং আমি এখনও পর্যন্ত যে চরিত্রে অভিনয় করেছি তার থেকে ভিন্ন ব্যক্তি হওয়ার চেষ্টা করি। 'জলসা' তেমনই একটি ছবি।'
নয়াদিল্লি: বুধবার মুক্তি পেল বিদ্যা বালান ও শেফালি শাহ (Vidya Balan and Shefali Shah) অভিনীত আগামী থ্রিলার 'জলসা'র ('Jalsa') ট্রেলার। দুই মহিলা ও তাঁদের আশেপাশে, বা তাঁদের জীবনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা য সবকিছু ওলটপালট করে দেয়, তেমনই গল্প বলবে 'জলসা'। মায়ার চরিত্রে বিদ্যা বালান ও রুকসানার চরিত্রে শেফালি।
ট্রেলারের শুরুতেই একটি 'হিট অ্যান্ড রান' (hit and run) দুর্ঘটনা দেখা যায়। এরপর দুই মুখ্য চরিত্র মায়া মেনন ও রুকসানার সঙ্গে পরিচয় হয় দর্শকের। মায়া মেনন একজন দুঁদে সাংবাদিক। অন্যদিকে রুকসানার মেয়ে ওই দুর্ঘটনায় প্রাণ হারায়। এরপর এক এক করে গোপনীয়তা, মিথ্যা, সত্যি, প্রতারণার জাল বিস্তৃত হতে থাকে ট্রেলার জুড়ে।
View this post on Instagram
এই ছবি সম্পর্কে বিদ্যা বালান বলেছিলেন, 'আমার প্রতিটি চলচ্চিত্রে চেষ্টা করি একটি নতুন গল্প বলার এবং আমি এখনও পর্যন্ত যে চরিত্রে অভিনয় করেছি তার থেকে ভিন্ন ব্যক্তি হওয়ার চেষ্টা করেছি। 'জলসা' তেমনই একটি ছবি। 'জলসা' আমাকে ধূসর বর্ণের মধ্যে ঢোকার সুযোগ দিয়েছে এবং একজন অভিনেতা হিসাবে আমার জন্য বেশ চ্যালেঞ্জিং, সমৃদ্ধ এবং পরিপূর্ণ অভিজ্ঞতা।' এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন 'তুমহারি সুলু' খ্যাত সুরেশ ত্রিবেনী।
আরও পড়ুন: 10 years of Kahaani: দশ বছর আগে 'কাহানি'র হাত ধরে শুরু, নস্ট্যালজিক পরমব্রত
বিদ্যা বালান ও শেফালি শাহ ছাড়াও 'জলসা' ছবিতে আরও একাধিক বড় অভিনেতা অভিনেত্রী রয়েছেন। এই ছবিতে কাজ করেছেন, মানব কল, রোহিনি হত্তাঙ্গড়ি, ইকবাল খান, বিদ্যার্থী বান্দি, শ্রীকান্ত মোহন যাদব প্রমুখ। ১৮ মার্চ অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এই ছবিটি।