Jamuna Dhaki Update: ৫০০ পর্ব পূর্ণ 'যমুনা ঢাকি' ধারাবাহিকের, দর্শকদের ধন্যবাদ দিলেন নির্মাতারা
Jamuna Dhaki Update: এই ধারাবাহিক এক কথায় নারীকেন্দ্রিক। এই ধারাবাহিকে দেখানো হয় যমুনা নামের একজন মহিলা ঢাকি, কীভাবে পুরুষ শাসিত সমাজে ক্রমাগত বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।
কলকাতা: সাফল্যের সঙ্গে চলতে চলতে অবশেষে ৫০০ পর্ব (500 episodes) পূর্ণ করল 'যমুনা ঢাকি' (Jamuna Dhaki)। গোটা সেটে খুশির ফোয়ারা। জি বাংলা (Zee Bangla) চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকি সাফল্যের সঙ্গে ৫০০ পর্ব পূর্ণ করতে পারায় দর্শকদেরই ধন্যবাদ জানিয়েছেন ধারাবাহিক নির্মাতারা। এদিন বিশাল বড় কেক কেটে শ্যুটিং ফ্লোরেই সেলিব্রেট করলেন গোটা টিম।
জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক সবসময়েই বেশ ভাল রেটিং এনেছে। ফলে দর্শকেরা যে এই ধারাবাহিককে বেশ পছন্দ করছেন তা বলাই বাহুল্য। 'যমুনা ঢাকি' ধারাবাহিকের অন্যধরনের গল্প ও বিভিন্ন চরিত্রে বিভিন্ন পরত, দর্শকদের নজর কাড়ে।
আরও পড়ুন: Parambrata Chatterjee: থ্রিলার ছবির সাফল্যের রহস্য কী? জানাচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়
এই ধারাবাহিক এক কথায় নারীকেন্দ্রিক (Women Empowerment)। একজন নারী, যাঁকে পুরুষতান্ত্রিক সমাজের সকলে দমিয়ে রাখতে চায়, সে কীভাবে নিজের মাথা উঁচু করে বাঁচে সেই গল্প বলে 'যমুনা ঢাকি'। এই ধারাবাহিকে দেখানো হয় যমুনা নামের একজন মহিলা ঢাকি, কীভাবে পুরুষ শাসিত সমাজে ক্রমাগত বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। সেখানে সে কীভাবে নিজের নামে নিজের পরিচয় গড়ে তুলছে। তবে শুধু এক নারীর লড়াইই নয়, একইসঙ্গে তাঁর পাশে দাঁড়ানো প্রত্যেকের সঙ্গে সুসম্পর্কের গল্প বলে 'যমুনা ঢাকি'। এই ধারাবাহিকে খুব সুন্দরভাবে পরিবারের সকলের মধ্যে বন্ধন, যমুনা ও সঙ্গীতের মধ্যে সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে।
২০২০ সালের জুলাই মাসে লকডাউনের ঠিক পরপরই শুরু হয় 'যমুনা ঢাকি' ধারাবাহিকটি। নাম ভূমিকায় অভিনয় করেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। যমুনার স্বামী অর্থাৎ সঙ্গীতের ভূমিকায় অভিনয় করেন রুবেল দাস (Rubel Das)। করোনা আবহের বিষাদ কাটিয়ে এই ধারাবাহিক সকলের কাছে সতেজতা নিয়ে আসে। তাঁদের এই 'যমুনা ঢাকি' ধারাবাহিককে এত ভালবাসা দেওয়ার জন্য দর্শকদেরই ধন্যবাদ দিতে চান জি বাংলা ও 'যমুনা ঢাকি'-র গোটা টিম।