Jeet on Khadaan: দেবের 'খাদান'-এর জন্য শুভেচ্ছাবার্তা এল জিৎ-এর তরফ থেকে, কী লিখলেন 'বস'
Jeet on Dev: খাদান-এর জন্য শুভেচ্ছাবার্তা এল জিৎ-এর তরফে?

কলকাতা: আজ অন্যান্য ৩টি ছবির সঙ্গে মুক্তি পেয়েছে 'খাদান' (Khadaan)। দেব অভিনীত এই ছবির প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস। এই ছবি নিয়ে যে দর্শকদের উত্তেজনা ছিলই তা বোঝা গিয়েছিল অ্যাডভান্স বুকিং দেখেই। রাত ২টোর সময়ের শো হাউজফুল হয়েছে এই ছবির। আর এবার, সেই ছবি মুক্তির জন্য দেব-কে শুভেচ্ছা জানালেন জিৎ। যে তারকাদের সমস্যা কথা হামেশাই উঠে আসে শিরোনামে, তাঁরা যেন ফের একবার প্রমাণ করে দিলেন, তাঁদের মধ্যে রয়েছে কেবলই বন্ধুত্ব, শত্রুতা নয়।
টলিউডে কান পাতলেই শোনা যায়, দেব আর জিৎ-এর মধ্যে নাকি এখন আর সুসম্পর্ক নেই। একসময়ে একসঙ্গে ছবিও করেছেন তাঁরা। তবে বর্তমানে আর এক ফ্রেমে দেখা যায় না দেব ও জিৎ-কে। তবে তাঁদের মধ্যে যে কোনও সমস্যা নেই, সেই কথা এর আগেই দেওয়া সাক্ষাৎকারে এবিপি লাইভকে আগেই জানিয়েছিলেন জিৎ। সেই প্রমাণই যেন ফের একবার পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় খাদান-কে শুভেচ্ছা জানিয়ে জিৎ লিখেছেন, 'নতুন পরিচালক সুজিত দত্ত রিনোর পরিচালিত খাদান ছবিতে দেবে, যীশু সেনগুপ্ত, ইধিকা পাল, বরখা বিস্ত, জন, স্নেহা ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের অভিনয় করা 'খাদান' ছবির জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। ব্যক্তিগতভাবে দেবকে মাস কমার্শিয়াল ছবিতে আরও বেশি করে দেখতে চাই।'
অন্যদিকে, আজ রাত ২টোর একটি শো হাউসফুল হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন দেব। সোশ্যাল মিডিয়ায় দেব একটি ভিডিও শেয়ার করে নিয়ে লিখেছেন, 'খাদান' উৎসব শুরু। একটা নতুন যুগের শুরু। আমি ভীষণ খুশি। এখনও যদি টিকিট না কেটে থাকেন, তবে কেটে ফেলুন। এটা একেবারে অরগ্যানিক।' জানা যাচ্ছে, রায়গঞ্জের এই সিনেমা হলটি এসভিএফের। ওই প্রেক্ষাগৃহে ১৫৯টি আসন রয়েছে। অগ্রিম বুকিং শুরু হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই হাউজফুল হয়ে যায় এই সিনেমাহলের রাত ২টোর শো। প্রথম দিনের প্রথম শো দেখার জন্য এতটাই আগ্রহী সবাই যে রাত ২টো সময়টা যেন মানুষকে ভাবায়নি।
নতুন পরিচালক @soojitduttarino, পরিচালিত #Khadaan, @idevadhikari @jisshusengupta#Idhikapaul #Barkhabisht #John #sneha ও অন্যান্য অভিনীত ছবির জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো,
— Jeet (@jeet30) December 19, 2024
ব্যক্তিগত ভাবে দেবকে mass কমার্সিয়াল সিনেমাতে বেশি করে দেখতে চাই |@surinderfilms & @devpl_official
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
