Jeetu Srabanti: ফের জুটিতে জিতু-শ্রাবন্তী, পরিচালনায় কমলেশ্বর
Jeetu Srabanti News: সদ্যই লন্ডন থেকে 'বাবুসোনা' ছবির শ্যুটিং করে ফিরেছেন জিতু ও শ্রাবন্তী। ফের একবার কমলেশ্বরের পরিচালনায় একসঙ্গে দেখা যাবে তাঁদের
কলকাতা: অংশুমান প্রত্যুষের (Angshuman Pratyush)-এর পরে এবার কমলেশ্বর মুখোপাধ্যায়ের (Kamaleswar Mukherjee)-র ছবিতে জুটি হিসেবে দেখা যাবে জিতু কমল (Jeetu Kamal) ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)-কে। আর এই ছবিতে আরও এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন রজতাভ দত্ত (Rajatabha Dutta)।
সদ্যই লন্ডন থেকে 'বাবুসোনা' ছবির শ্যুটিং করে ফিরেছেন জিতু ও শ্রাবন্তী। ফের একবার কমলেশ্বরের পরিচালনায় একসঙ্গে দেখা যাবে তাঁদের। ছবির নাম, 'আমি আমার মতো'। জুলাই মাস থেকে শুরু হতে চলেছে এই ছবির শ্যুটিং। এসকে মুভিজ- এর ব্যানারে প্রযোজক অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি।
প্রেক্ষাপট
পর্দায় জিতুর চরিত্রের নাম উপল ও শ্রাবন্তীর চরিত্রের নাম সায়নী। জিতুর বাবার ভূমিকায় দেখা যাবে রজতাভকে, তাঁর চরিত্রের নাম রসিকলাল। এই প্রথম পিতা-পুত্র হিসেবে দেখা যাবে রজতাভ ও জিতুকে। গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন, বিপত্নীক হওয়ার পরে স্ত্রীয়ের এক বহুমূল্য জিনিসের খোঁজে রসিকলাল যায় লন্ডন শহরে। আর সেখানেই লিভ ইন করে ছেলে উপল। উপল আর সায়নী দুজনেই আইটি সেক্টরে কর্মরত। আর সেই শহরে এসেই বিবাদ বাঁধে দুই প্রজন্মের। রসিকলাল মেনে নিতে পারে না উপল ও সায়নীর আদর্শ, ভাবধারা। তৈরি হয় বিভেদ। মূল্যবোধ থেকে শুরু করে দুই প্রজন্মের বিভেদ, মজার মোড়কে বাস্তবের এক গল্পকেই তুলে ধরা হবে এই ছবিতে। এই ভাবনা থেকেই ছবির নাম 'আমি আমার মতো'।
ছবির শ্যুটিং হবে লন্ডনে। এর ফলে, ফের শ্রাবন্তী আর জিতুর ঠিকানা হতে চলেছে লন্ডন। এখনও প্রকাশ্যে আসেনি ছবি মুক্তির তারিখ। প্রসঙ্গত, একের পর এক ছবির শ্যুটিং সারছেন শ্রাবন্তী। কিছুদিন আগেই তিনি নতুন ছবি 'সাদা রঙের পৃথিবী'-র কাজ শেষ করেছেন। কথা চলছে 'দেবী চৌধুরাণী' ছবিটি নিয়েও। আর এর মধ্যেই নতুন ছবি 'আমি আমার মতো'-র সৌজন্যে ব্যস্ত হয়ে পড়বেন তিনি।
প্রসঙ্গত, সামনেই মুক্তি পাবে রজতাভ দত্তর নতুন ছবি, আদর। একটি হাতিকে ঘিরে তৈরি হয়েছে এই ছবির গল্প। পরিচালনায় দেবদূত ঘোষ (Debdut Ghosh)। জিতুর একাধিক ছবিও পাইপলাইনে রয়েছে। ঋতাভরীর সঙ্গেও একটি ছবির শ্যুটিং শেষ করে ফেলেছেন জিতু। ছবির নাম 'আপনজন'।
আরও পড়ুন: Food Facts: তাজা আনাজ ঠিক কী? 'ফ্রোজেন' সব্জি কি সত্যিই খারাপ?
আরও পড়ুন: Weight Loss Diet: ওজন কমানোর জন্য কোন ডাল সবচেয়ে স্বাস্থ্যকর?