এক্সপ্লোর
Advertisement
এবার ‘হাউসফুল-৪’এর সেটে শ্লীলতাহানি, অভিযোগ আনলেন এক জুনিয়র আর্টিস্ট
মুম্বই: এবার বলিউড ছবি ‘হাউসফুল-৪’ এর সেটে শ্যুট চলাকালেই শ্লীলতাহানির ঘটনা ঘটল। অভিযোগ আনলেন এক জুনিয়র আর্টিস্ট। ওই শিল্পীর দাবি বৃহস্পতিবার রাতে শ্লীলতাহানির ঘটনাটি ঘটে। নির্যাতিতা এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে তাঁর সঙ্গে বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া ঘটনার কথা জানান।
মেয়েটি তাঁর অভিযোগে জানিয়েছেন, তিনি শ্যুটিং সেটে তাঁর সহকর্মীর সঙ্গে বসে কথা বলছিলেন। আচমকাই সেখানে পবন শেট্টি এবং সাগর নামে দুই ব্যক্তি আসেন। তাঁদের সঙ্গে ছিলেন আরও চারজন। নির্যাতিতার বন্ধুর সঙ্গে আচমকাই অশ্লীল আচরণ করা শুরু করেন ওই ছেলেগুলো। বন্ধুকে বাঁচাতে গেলে ওই জুনিয়র আর্টিস্টের সঙ্গে খারাপ ব্যবহার করেন সাগর, পবন সহ অন্য চার ব্যক্তি। মেয়েটির অভিযোগ তাঁর গোপনাঙ্গে পর্যন্ত হাত দেন তাঁরা। এরপর মেয়েটি চিতকার করলে, প্রডাকশনের অন্য লোকজন সহ অভিনেতা অক্ষয় কুমার এবং রীতেশ দেশমুখ বেরিয়ে আসেন। তাঁরাই এসে মেয়েটিকে ওই ছেলেগুলোর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে বলেন। প্রযোজনা সংস্থার লোকজনকে দেখতে পেয়ে ছেলেগুলো ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন মেয়েটি। এই ঘটনায় থানায় এফআইআর দায়েরও করা হয়েছে।Mumbai: A female junior artist was allegedly molested by a man, who was among six men who were manhandling another junior artist, at the sets of film Housefull 4 at Chitrakoot studio, last night. FIR has been registered.
— ANI (@ANI) October 26, 2018
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement