K K Demise: কে কে-কে নিয়ে রূপঙ্করের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে মুখ খুললেন ইমন চক্রবর্তী
K K Passes Away: রূপঙ্করের মন্তব্যের পরই ট্রোলের বন্যা বইছে নেট দুনিয়ায়। এবার মুখ খুললেন অন্যান্য শিল্পীরাও। নিজের বলিষ্ঠ মত দিলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী।
কলকাতা: সদ্য প্রয়াত হয়েছেন সঙ্গীতশিল্পী কে কে (K K)। কৃষ্ণকুমার কুন্নথের প্রয়াণের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর একটি মন্তব্য। গত পরশুদিন তিনি একটি ফেসবুক লাইভে কে কে-র প্রসঙ্গে নিজের মন্তব্য প্রকাশ করেন রূপঙ্কর (Rupankar Bagchi)। আর সেই মন্তব্যকে ঘিরে দেখা দিয়েছে নানা বিতর্ক।
রূপঙ্কর বাগচী যা বলেছিলেন-
গত পরশু ফেসবুক লাইভে এসে বাংলার জনপ্রিয় গায়ক রুপঙ্কর বাগচী বলেন, 'আমি তো গান শুনে যা বুঝলাম কে কে-র থেকে আমরা সবাই ভাল গান গাই। তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো? কী কারণ? কে কে, কে কে, কে কে... কে? হু ইজ কে ম্যান? আমরা যে কোনও কে-র থেকে বেশি ভাল।' রূপঙ্করের এই মন্তব্যের পরই ট্রোলের বন্যা বইছে নেট দুনিয়ায়। এবার মুখ খুললেন অন্যান্য শিল্পীরাও। নিজের বলিষ্ঠ মত দিলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)।
আরও পড়ুন - K K Demise: সামনে এল প্রয়াত কে কে-র ময়নাতদন্তের রিপোর্ট
রূপঙ্করের বক্তব্য প্রসঙ্গে ইমনের মন্তব্য-
সঙ্গীতশিল্পী ইমনের বক্তব্য, 'রূপঙ্কর দা কিছু বক্তব্য রেখেছেন। ওঁর মতো করে। উনি নিজের বক্তব্য রেখেছেন। এবং সেখানে আমার নামও রয়েছে যে আমি কতটা ভালো গান গাই। আমার পারফরম্যান্সের জন্য কত লোক উপচে পড়ে। তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। থ্যাঙ্ক ইউ রূপঙ্কর দা। তুমি এভাবে আমার প্রশংসা করেছো বলে। বাংলার শিল্পীদের হয়ে কথা বলেছ বলে। খুব জোর গলায় তুমি এই কথাগুলো বলেছ। কিন্তু এটা বলার আগে যদি একবার যাদের নাম বলেছ, তাদের থেকে জানতে চাইতে যে এটা তাদেরও বক্তব্য কিনা, তাহলে খুব ভালো হত। কারণ, এটা একেবারেই আমার বক্তব্য নয়।'
সোমবার নজরুল মঞ্চে বিবেকানন্দ কলেজের জন্য কে কে-র অনুষ্ঠানের ভিডিও ফেসবুকে দেখে এমনই মন্তব্য করেন রূপঙ্কর। তিনি দাবি করেন, কে কে-র থেকে বাংলার গায়করা অনেক ভাল গান করেন। এবং সেখানেই বিতর্ক দানা বাঁধে। এরপরের দিন নজরুল মঞ্চে পরের অনুষ্ঠান শেষে মৃত্যু হয় কে কে-র। তারপরই রূপঙ্করের সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। বিতর্কের সঙ্গে কটাক্ষের শিকার হচ্ছেন তিনি।