এক্সপ্লোর
২ বছর কেটে গেল, এখনও বিচার মিলল না: ‘বালিকা বধূ’ প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে লিখলেন কাম্যা পাঞ্জাবি

মুম্বই: ২০১৬ সালের ১ এপ্রিল গোটা টেলিভিশন ইন্ডাস্ট্রিকে এপ্রিল ফুল করে চলে গিয়েছিলেন তিনি। টিভির সদা পরিবর্তনশীল দুনিয়ায় নতুন নতুন মুখের ভিড়ে তাঁকে ভুলেই গিয়েছেন দর্শকরা। কিন্তু ঘনিষ্ঠ বন্ধুরা এখনও মনে রেখেছেন ‘বালিকা বধূ’-কে। এক ইনস্টাগ্রাম পোস্টে সেই প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু কাম্যা পাঞ্জাবি। কাম্যা নিজেও ছোট পর্দার অভিনেত্রী। প্রত্যুষার একটি হাসি মুখের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ২ বছর হয়ে গিয়েছে, এখনও বিচার মিলল না! হেসো না, আমি হারব না, হ্যাঁ, তোমার মা বাবা ভেঙে পড়েছেন। ‘বিচার ব্যবস্থার ওপর পুরো ভরসা আছে’, এমনই বলে না? কাম্যা আরও লিখেছেন, নিজেকে মর্যাদা দাও কারণ নিজের জীবনের থেকে বেশি মূল্যবান আর কেউ নয়। মানুষ ভুলে যায়, সামনে এগিয়ে যায় কিন্তু তুমি শান্তিতে বিশ্রাম নিও না। ভালবাসায় অন্ধ হয়ো না, লড়াই কর, গার্হস্থ্য হিংসা মেনে নিও না। তোমার জীবনের থেকে দামি কেউ নয়! কারণ তুমি যখন মারা যাও, আরও বহু মানুষ মারা যায় তোমার সঙ্গে! দেখুন তাঁর পোস্ট [embed]https://www.instagram.com/p/BhA5iFqBzc9/?utm_source=ig_embed[/embed] ছোট পর্দার নামী অভিনেত্রী বাঙালি মেয়ে প্রত্যুষা ২ বছর আগে নিজের ফ্ল্যাটে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। খবর আসে, প্রেমিকের সঙ্গে অশান্তির জেরে হতাশায় ডুবে গিয়েছিলেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















