Emmy Nomination: 'পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা' নওয়াজউদ্দিন সিদ্দিকি, মত কঙ্গনা রানাওয়াতের
Emmy Nomination: ইনস্টাগ্রাম স্টোরিতে নওয়াজের পোস্ট শেয়ার করে কঙ্গনা লেখেন, 'শুভেচ্ছা স্যার। আপনি নিশ্চিতভাবে গোটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা।'
নয়াদিল্লি: নওয়াজউদ্দিন সিদ্দিকিকে (Nawazuddin Siddiqui) 'পৃথিবীর অন্যতম সেরা অভিনেতা' আখ্যা দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। এমি পুরস্কারে (Emmy Nomination) নওয়াজউদ্দিন মনোনীত হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় এমনটা বললেন অভিনেত্রী। 'সিরিয়াস মেন' ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার তালিকায় মনোনীত হয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকি।
ইনস্টাগ্রাম স্টোরিতে নওয়াজের পোস্ট শেয়ার করে কঙ্গনা লেখেন, 'শুভেচ্ছা স্যার। আপনি নিশ্চিতভাবে গোটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা।'
Kangana Ranaut congratulates @Nawazuddin_S as he has got a nomination in best actor category of International Emmy awards for Serious men#KanganaRanaut pic.twitter.com/R4MQpqkEPB
— Kangana Insta Update 2 (@KR_Insta2) September 24, 2021
কিছুদিন আগেই নওয়াজউদ্দিন সিদ্দিকি, (Nawazuddin Siddiqui) বীর দাস (Vir Das) এবং সুস্মিতা সেনের (Sushmita Sen) অনুরাগীদের জন্য সুখবর মিলেছিল। কারণ, তাঁদের অভিনয় এমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেনের ওয়েব সিরিজ 'আরিয়া' ২০২১-এর আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের (International Emmy Awards 2021) জন্য মনোনীত হয়েছে। সম্প্রতি এই ঘোষণা করা হয়েছে ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অফ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে। নওয়াজউদ্দিন সিদ্দিকির অনুরাগীদের জন্য বিষয়টা সোনায় সোহাগা। তার কারণ, তিনি এককভাবে সেরা অভিনেতা বিভাগেও মনোনীত হয়েছেন নেটফ্লিক্সের মুভি 'সিরিয়াস মেন'-এর জন্য।
আরও পড়ুন: Shraddha Kapoor: দামি গাড়ি ছেড়ে অটো সফর শ্রদ্ধা কপূরের, ভিডিও পোস্ট সোশ্যাল মিডিয়ায়
২০১০-এ প্রকাশিত মানু জোসেফের 'সিরিয়াস মেন' উপন্যাস অবলম্বনেই পরিচালক সুধীর মিশ্র এই ছবিটি পরিচালনা করেন। এই ছবিতে দেখানো হয়েছে সমাজের জাতিভেদ। আর সেই জাতিভেদের বিরুদ্ধেই ছবির মাধ্যমে সচেতনতা গড়তেই বার্তা দিতে চেয়েছেন পরিচালক সুধীর মিশ্র।
আরও পড়ুন: Shilpa Shetty: “ক্ষত সারিয়ে সুস্থ হচ্ছি,’’ ইনস্টাগ্রাম পোস্টে বার্তা শিল্পার