Kangana Ranaut: দেশদ্রোহীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কয়েক কোটির আর্থিক ক্ষতি হয়েছে, তবু থামিনি: কঙ্গনা
Kangana Ranaut News: এলন মাস্কের একটি সাক্ষাৎকার শেয়ার করে কঙ্গনা লিখছেন, দেশদ্রোহীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি!
কলকাতা: তাঁর মন্তব্য প্রায় সবসময়েই বিতর্ক তৈরি করে। সে রাজনৈতিক হোক বা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে, কঙ্গনা রানাউত (Kangana Ranaut) সবসময়েই বিতর্কের কেন্দ্রে, শিরোনামে। কয়েক মাস আগে, ট্যুইটার অ্যাকাউন্ট হারিয়েছিলেন কঙ্গনা। ফের ট্যুইটারে ফিরে, এলন মাস্কের (Elon Mask)-এর একটি সাক্ষাৎকার শেয়ার করে কঙ্গনা লিখছেন, দেশদ্রোহীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি!
সম্প্রতি ট্যুইটারে এলন মাস্কের একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন কঙ্গনা। সেখানে এলন মাস্ক বলছেন, 'আমার যেটা ইচ্ছা আমি সেটাই বলব। সেটা যে কোনও পরিস্থিতিতে হোক। আর তাতে যদি আমার আর্থিক ক্ষতি হয়, হোক।' এই ভিডিওটি শেয়ার করে কঙ্গনা বলেছেন, 'এটাই চারিত্রিক দৃঢ়তা। সত্যিকরের স্বাধীনতা। আমিও হিন্দুত্বের হয়ে কথা বলতে গিয়ে, দেশদ্রোহীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, প্রায় ২০-২৫টি সংস্থার চুক্তি হারিয়েছি। বছরের প্রায় ৩০-৪০ কোটি টাকা আমার হাতছাড়া হয়েছে। রাতারাতি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। তারপরেও আমি মনে করি আমি স্বাধীন মানুষ। কেউ আমায় আটকাতে পারবে না কথা বলা থেকে।'
সম্প্রতি, বিতর্কিত 'দ্য কেরালা স্টোরি' নিয়ে মুখ খুলেছিলেন কঙ্গনা। অভিনেত্রীর কথায়, 'দেখুন, আমি সিনেমাটি দেখিনি কিন্তু অনেকেই এই ছবিটি নিষিদ্ধ করতে চেয়েছিলেন। আমি আজ পড়লাম, ভুল হলে শুধরে দেবেন, হাইকোর্ট বলেছে যে সিনেমাটিকে নিষিদ্ধ করা যাবে না। আমার মনে হয় সিনেমাটি আইসিস ছাড়া আর কাউকে খারাপ হিসেবে দেখাচ্ছে না, তাই না?'
তিনি আরও বলেন, 'যদি হাইকোর্ট, দেশের সবচেয়ে দায়িত্বশীল প্রতিষ্ঠান একথা বলে, তাহলে তারা অবশ্যই সঠিক। ISIS একটি সন্ত্রাসবাদী সংগঠন। ব্যাপারটা তো এমন না যে আমি ওদের সন্ত্রাসবাদী বলছি, আমাদের দেশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এমনকী বাকি দেশও ওদের তাইই বলে।' তাঁর কথায়, 'আমি সেই সকল মানুষের কথা বলছি যাঁদের মনে হচ্ছে এই ছবি ISIS নয়, তাঁদের আক্রমণ করছে। যদি আপনার মনে হয় এটা আপনাকে আক্রমণ করছে তাহলে আপনি সন্ত্রাসবাদী। আমি কিছু বলছি না ভাই, এটা সহজ অঙ্ক।'
এরপর কঙ্গনা আরও বলেন, 'যদি আপনার এমন মনে হয় যে ওরা সন্ত্রাসবাদী সংগঠন নয়, তাহলে বলাই বাহুল্য যে আপনি নিজেও সন্ত্রাসবাদীই। যদি আপনার মনে হয় একটা সন্ত্রাসবাদী সংগঠন, সন্ত্রাসবাদী নয়, আর ওদের আইনত, নৈতিকভাবে সন্ত্রাসবাদী ঘোষণা করা হয়েছে, কিন্তু আপনার মনে হয় না ওরা সন্ত্রাসবাদী, তাহলে সিনেমার থেকেও বড় সমস্যা আপনি, আপনার ভাবা উচিত যে জীবনের কোন স্থানে আপনি অবস্থান করছেন।'
আরও পড়ুন: Summer Foods:প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি
আরও পড়ুন:Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?