এক্সপ্লোর
Advertisement
জয়ললিতার বায়োপিকে অভিনয়ের জন্য ২০ কেজি ওজন বাড়িয়েছিলেন, যোগব্য়ায়াম করে ঝরাচ্ছেন কঙ্গনা
ট্যুইটে লেখেন, সকাল সকাল ঘুম থেকে উঠে জগিং বা হাঁটাহাঁটি—কারা কারা আমার সঙ্গে আছেন?
নয়াদিল্লি: ২০ কেজি ওজন বেড়েছিল জয়ললিতার বায়োপিকে প্রয়াত নেত্রীর চরিত্রে শ্যুটিংয়ের সময়। ছবির প্রয়োজনেই ওজন বাড়াতে হয়েছিল। এবার যোগাসন করে বাড়তি ওজন ঝরানোর চেষ্টা করছেন বলে জানালেন কঙ্গনা রানাউত। জয়ললিতাকে নিয়ে তৈরি বায়োপিকের নাম ‘থালাইভি’। ‘ক্যুইন’ অভিনেত্রী ট্যুইট করে ঘাম ঝরানোর ছবি দিয়ে লিখেছেন, থালাইভির শ্যুটিং শেষ হওয়ার পথে।
I had gained 20kgs for Thalaivi, now that we are very close to completing it, need to go back to my earlier size, agility, metabolism and flexibility. Waking up early and going for a jog/walk .... who all are with me ? 🙂 pic.twitter.com/4HP6jSRGq5
— Kangana Ranaut (@KanganaTeam) October 14, 2020
পুরানো চেহারায় ফেরার জন্য কী করছেন তিনি, জানিয়ে কঙ্গনা লিখেছেন, থালাইভির জন্য ২০ কেজি ওজন বাড়িয়েছিলাম। আমরা ছবির কাজ শেষ করে এনেছি প্রায়, আমার আগের চেহারায় ফিরে যেতে হবে। ক্ষিপ্রতা, তেজ, মেটাবলিজম, নমনীয়তা ফিরে পেতে হবে। সকালবেলা শারীরিক কসরত করে ফিট জীবনশৈলী অর্জনের লক্ষ্যে তাঁর সঙ্গে তারা সহমত কিনা, জানতে চান ভক্তদের কাছেও। ট্যুইটে লেখেন, সকাল সকাল ঘুম থেকে উঠে জগিং বা হাঁটাহাঁটি—কারা কারা আমার সঙ্গে আছেন?
ট্যুইটারে পোস্ট করা ছবিতে ‘তনু ওয়েডস মনু’ ছবির অভিনেত্রীকে দেখা যাচ্ছে, শরীরের সঠিক ভারসাম্য ধরে রাখতে মাল্টিকালার্ড যোগব্যায়ামের শর্টস, স্ট্রাইপড ব্রা পরে যোগব্যায়াম করছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement