Kangana Ranaut: 'আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন', কঙ্গনার সেই অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন জাভেদ আখতার
Kangana Ranaut News: এর আগে, একটি সাক্ষাৎকারে কঙ্গনা বলেছিলেন, হৃতিক রোশনের সঙ্গে তাঁর ঝামেলা যখন তুঙ্গে, তখন তাঁকে বাড়িতে ডাকেন জাভেদ
কলকাতা: সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput)-এর মৃত্যুর পরে বলিউডের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। আর এবার, সেই অভিযোগ উড়িয়ে মুখ খুললেন জাভেদ আখতার (Javed Akhtar)।
এর আগে, একটি সাক্ষাৎকারে কঙ্গনা বলেছিলেন, হৃতিক রোশনের সঙ্গে তাঁর ঝামেলা যখন তুঙ্গে, তখন তাঁকে বাড়িতে ডাকেন জাভেদ। বলেন, রাকেশ রোশন আর তাঁর পরিবার অত্যন্ত প্রভাবশালী। যদি ওদের কাছে ক্ষমা না চাও, তোমার কোথাও যাওয়ার থাকবে না। তোমাকে ওরা জেলে পুরে দেবে, এক সময় নিজেকে শেষ করে দেবে তুমি.. আত্মহত্যা করবে। কঙ্গনার প্রশ্ন, কেন জাভেদের মনে হয়েছিল, হৃতিকের কাছে ক্ষমা না চাইলে তাঁকে আত্মহত্যা করতে হবে? এ সব বলার সময় তাঁর ওপর বিশ্রীভাবে চেঁচামেচি করেছিলেন জাভেদ, ভয়ে তিনি কাঁপছিলেন। এমনই অভিযোগ করেছিলেন কঙ্গনা।
সূত্রের খবর, কঙ্গনার এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কঙ্গনা। এমনকি, অভিনেত্রীর বিরুদ্ধে তাঁকে হেনস্থা করার জন্য একটি অভিযোগও দায়ের করেছেন জাভেদ। এই বিষয়ে শিল্পী বলেছেন, 'যখন সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে এসেছিল, তখন কঙ্গনা অভিযোগ করেছিলেন, আমি নাকি তাঁকে আত্মহত্যা করার দিকে ঠেলে দিয়েছিলাম। যদি এই কথা সত্যি হয়, তাহলে কঙ্গনা আগে কেন এই কথা প্রকাশ্যে আনেননি?'
এখানেই থামেননি জাভেদ। তিনি আরও বলেন, 'আমি ভেবেছিলাম, বিষয়টা থেমে যাবে। মানুষ ওই সাক্ষাৎকার সম্পর্কে ভুলে যাবে। আমি বিষয়টা উপেক্ষা করার চেষ্টা করেছিলাম। কিন্তু গোটা দেশের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসতে শুরু করে। অনেকেই বলেন, তাঁরা আমার থেকে এটা প্রত্যাশা করেননি। আমি যখন বুঝি এই বিষয়টা সহজে থামার নয়, আমি বাধ্য হয়ে আইনি পথ বাছি। মামলা দায়ের করতে আমার ৬-৭ মাস সময় লেগে গেল। আমায় যথেষ্ট হেনস্থা হতে হয়েছে এটা নিয়ে। আর তাই এই অভিযোগ দায়ের।'
এই ঘটনা নিয়ে জাভেদের দায়ের করা মামলার নিয়ে এখন আদালতে মামলা চলছে।
আরও পড়ুন: Rukmini Maitra Exclusive: দেব আর আমার ব্যক্তিগত সম্পর্ককে সেটে নিয়ে যাই না: রুক্মিণী
আরও পড়ুন:Health Tips: গরমে ভোগাচ্ছে আর্থারাইটিস? সঠিক পানীয়ে মিলবে সুরাহা