এক্সপ্লোর
Advertisement
Kangana Ranaut: এবার সেলুলয়েডে কঙ্গনা হবেন ‘ইন্দিরা’, পুরানো শ্যুটের ছবি পোস্ট করলেন ট্য়ুইটারে
ছবিটি সম্পর্কে কঙ্গনা লিখেছেন, কেরিয়ারের শুরুতে আইকন বলে স্বীকৃতি পাওয়া মহিলাদের নিয়ে একটা ফটোশ্যুট করেছিলাম। এটি সেই ফটোশ্যুটের। তখন তো ধারণাই ছিল না, একদিন পর্দায় এই আইকন হয়ে ওঠা নেত্রীর চরিত্রে পর্দায় অভিনয় করব।
মুম্বই: ‘থালাইভি’ জয়ললিতার চরিত্র ফুটিয়ে তুলেছেন রুপোলি পর্দায়। এবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাউতকে। ১৯৮৪ সালে নিজের দেহরক্ষীদের গুলিতে ঝাঁঝরা হওয়া ইন্দিরাকে নিয়ে ছবি তৈরি ও তাঁর চরিত্রে অভিনয় করবেন বলে নিজেই ট্যুইটারে জানিয়েছেন বলিউডের ‘ক্যুইন’। নিজের অনেকদিনের পুরানো কিছু ছবি থেকে তুলে নিয়ে একটি ট্য়ুইটে পোস্ট করেছেন তিনি।
Happy to announce my dear friend Sai Kabir and I are collaborating on a political drama. Produced by Manikarnika Films. Written and Directed by Sai Kabir ???? https://t.co/wpThWV0kME
— Kangana Ranaut (@KanganaTeam) January 29, 2021
অতীতের স্মৃতি ধরে রাখা সেই ছবিতে দেখা যাচ্ছে, ইন্দিরা সেজেছেন কঙ্গনা। ইন্দিরাকে নিয়ে আগামী ছবি করার পরিকল্পনা ঘোষণা করে কঙ্গনা লিখেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার প্রিয় বন্ধু সাই কবীর আর আমি একসঙ্গে একটা রাজনৈতিক ড্রামা বানাচ্ছি। প্রযোজনা করছে মণিকর্নিকা ফিল্মস। লেখা, নির্দেশনা সাই কবীরের।
This is a photoshoot about iconic women I did in the beginning of my career, little did I know one day I will get to play the iconic leader on screen. https://t.co/ankkaNevH2
— Kangana Ranaut (@KanganaTeam) January 29, 2021
ছবিটি সম্পর্কে কঙ্গনা লিখেছেন, কেরিয়ারের শুরুতে আইকন বলে স্বীকৃতি পাওয়া মহিলাদের নিয়ে একটা ফটোশ্যুট করেছিলাম। এটি সেই ফটোশ্যুটের। তখন তো ধারণাই ছিল না, একদিন পর্দায় এই আইকন হয়ে ওঠা নেত্রীর চরিত্রে পর্দায় অভিনয় করব।
জাজমেন্টাল হ্যায় কেয়া অভিনেত্রী প্রয়াত রাজনৈতিক নেত্রীর কয়েকটি ছবিও শেয়ার করেছেন, সেইসঙ্গে উল্লেখ করেছেন প্রয়াত লেখক-সাংবাদিক খুশবন্ত সিংহের চোখে তাঁর বর্ণনার। কঙ্গনা লিখেছেন, উনি ছিলেন খুবই সুন্দরী, স্রেফ গ্ল্যামারওয়ালা সুন্দরী নন, ওনার মুখটা ছিল তরবারির মতো তীক্ষ্ণ, ধারালো, বলেছিলেন খুশবন্ত সিংহ।
She was very beautiful, not pin up girl type beautiful, her face was like when all the swords are drawn just before the King’s command....- Khushwant Singh pic.twitter.com/p4IrHC4OWV
— Kangana Ranaut (@KanganaTeam) January 29, 2021
এক বিবৃতিতে কঙ্গনা বলেছেন, ঠিকই, আমরা প্রজেক্টটা নিয়ে কাজ করছি। চিত্রনাট্যও প্রায় চূড়ান্ত। এটা ইন্দিরা গাঁধীর বায়োপিক নয়। একটা বিরাট সময়কে নিয়ে ছবি হবে। এমন এক রাজনৈতিক নাটক যা আমার প্রজন্মকে বর্তমান ভারতের রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপটটা বুঝতে সাহায্য করবে।
বেশ কয়েকজন নামজাদা অভিনেতা এই ছবিতে সামিল হবেন, তিনি আইকন হওয়া ইন্দিরার চরিত্রে কাজ করতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন কঙ্গনা।
অতি সম্প্রতি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার জীবন নিয়ে তৈরি ছবি থালাইভি-র কাজ শেষ করেছেন। এখন তিনি কাজ করছেন ‘ধকড়’ ছবিতে, যাতে তাঁর চরিত্রটি এক মহিলা আততায়ীর।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement