Kangana Ranaut Social Post: ২৫ জানুয়ারি পর্যন্ত গ্রেফতার করা হবে না কঙ্গনাকে, আদালতে জানাল মুম্বই পুলিশ
Kangana Ranaut Social Post: কিছুদিন আগেই আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে তাঁর গাড়িতে হামলার অভিযোগ তোলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। আন্দোলনরত মহিলারা কঙ্গনার ক্ষমাপ্রার্থনার দাবি জানান।
নয়াদিল্লি: ২০২২ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত গ্রেফতার করা হবে না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut)। সোমবার বম্বে হাইকোর্টকে (Bombay High Court) এমনটাই জানাল মুম্বই সিটি পুলিশ। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে সোশ্যাল মিডিয়ায় আন্দোলনরত কৃষকদের উদ্দেশ্য় করে বিরূপ মন্তব্য করেন বলে।
বিচারপতি নিতিন জামদার এবং সারাং কোতোয়ালের বিচার বিভাগীয় বেঞ্চ বলে যে এই ইস্যুটি কঙ্গনা রানাউতের বাকস্বাধীনতার মৌলিক অধিকারের দিকে প্রশ্ন তোলে। আদালতের তাই উচিত তাঁকে অর্ন্তবর্তীকালীন পরিত্রাণ। এমনই পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে। এই কিছুদিনের স্বস্তি স্বরূপ এখনই গ্রেফতার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Chandigarh Kare Aashiqui: হেসে-কেঁদে একাকার, ‘চণ্ডীগড় করে আশিকি’ দেখে প্রকাশ্য স্বীকারোক্তি হৃতিকের
কিছুদিন আগেই আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে তাঁর গাড়িতে হামলার অভিযোগ তোলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশ থেকে পঞ্জাবে প্রবেশের পর কিরতপুর সাহিবের কাছে বুঙ্গা সাহিবে তাঁর গাড়ি আন্দোলনকারীরা ঘিরে ফেলেন বলে অভিযোগ। এই ঘটনার জেরে চণ্ডীগড়-উনা হাইওয়েতে যানজট দেখা যায়। আন্দোলনকারীরা কৃষক ও মহিলাদের কাছে কঙ্গনার ক্ষমা চাওয়ার দাবি জানাতে থাকেন। আন্দোলনকারীদের দাবি, কঙ্গনা তাঁদের মহিলাদের কাছে ক্ষমা প্রার্থনা করুন। ক্ষমা চাইলে তাঁকে যেতে দেওয়া হবে। ঘটনাস্থলে প্রচুর সংখ্যায় কৃষক আন্দোলনকারীকে দেখা যায়। পুলিশও ঘটনাস্থলে পৌঁছে যায়।
রোপড়ের কাছে বুঙ্গা সাহিবে কঙ্গনার গাড়ি থামানো হয়। কঙ্গনা চণ্ডীগড় থেকেই মুম্বই আসার উড়ান ধরেন। কৃষক আন্দোলনকারীদের সঙ্গে ছিলেন প্রচুর মহিলাও। তাঁরা কঙ্গনার ক্ষমাপ্রার্থনার দাবি জানান। কৃষক আন্দোলনের সময় কঙ্গনা বয়স্কা মহিলাদের সম্পর্কে বলেছিলেন যে, তাঁদের ১০০-১০০ টাকা দিয়ে নিয়ে আসা হয়। এই মন্তব্যের জন্য কঙ্গনার ওপর ক্ষুব্ধ কৃষকরা।