এক্সপ্লোর
Advertisement
Kanika Kapoor Jugni 2.0 Released: দেখুন- বিতর্ক পিছনে ফেলে ‘জুগনী ২.০’ অ্যালবামে জবরদস্ত কামব্যাক কণিকা কপূরের, ইতিমধ্যেই ভিউ ৬০ লক্ষ
করোনাভাইরাসকে হারিয়েছেন। সেইসঙ্গে করোনা বিধি উপেক্ষা করার অভিযোগ সংক্রান্ত বিতর্কও এখন অতীত। এখন ফের ইন্টারনেটে সাড়া ফেলেছেন সেলিব্রিটি কণিকা কপূর, তবে করোনা সংক্রান্ত কোনও কারণে নয়, তাঁর নয়া অ্যালবাম ‘জুগনী ২.০’ নিয়ে।
মুম্বই: করোনাভাইরাসকে হারিয়েছেন। সেইসঙ্গে করোনা বিধি উপেক্ষা করার অভিযোগ সংক্রান্ত বিতর্কও এখন অতীত। এখন ফের ইন্টারনেটে সাড়া ফেলেছেন সেলিব্রিটি কণিকা কপূর, তবে করোনা সংক্রান্ত কোনও কারণে নয়, তাঁর নয়া অ্যালবাম ‘জুগনী ২.০’ নিয়ে। কণিকার এই নয়া অ্যালবাম জি মিউজিকের ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছিল। আর ইতিমধ্যেই ওই অ্যালবাম দেখে নিয়েছেন ৬০ লক্ষের বেশি দর্শক। এর আগে কণিকা ‘জুগনী জী’ গান গেয়েছিলেন, যা এখনও দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের একেবারে শুরুতে কণিকার ভাইরাস সংক্রমণের খবর সামনে এসেছে। আর তিনি যে আক্রান্ত, তা জানার আগেই একটি বিয়ের অনুষ্ঠান সহ আরও দু-একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। আর যা ঘিরে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ে। তাঁকে করোনা সুপার স্প্রেডারের সমালোচনাও শুনতে হয়েছিল। আর এই কারণেই সারা দেশজুড়েই ক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে। লখনউয়ের হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন।
উল্লেখ্য, বলিউডে বেশ কিছু গানে কন্ঠ দিয়েছেন কণিকা। এরমধ্যে ‘বেবি ডল’ গানের জন্য তিনি সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও ‘চিটিয়া কলাইয়া’র মতো কণিকার গান এখনও তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement