![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kapil Sharma Update: 'রিল' দুনিয়ায় পদার্পণ কপিল শর্মার, সঙ্গী সোনাক্ষি সিংহ
Kapil Sharma Update: এবার ছোটপর্দার বিখ্যাত কপিল শর্মা পা রাখলেন ইনস্টাগ্রামের রিল দুনিয়াতেও। সঙ্গী বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিংহ।
![Kapil Sharma Update: 'রিল' দুনিয়ায় পদার্পণ কপিল শর্মার, সঙ্গী সোনাক্ষি সিংহ Kapil Sharma Makes His First Reel With Sonakshi Sinha, know in details Kapil Sharma Update: 'রিল' দুনিয়ায় পদার্পণ কপিল শর্মার, সঙ্গী সোনাক্ষি সিংহ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/01/c2294a36c42c03efd2c0b6a431b1ad80_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: এক কথায় তাঁর পরিচয় হল তিনি 'কমেডি কিং'। ঠিকই ধরেছেন, তিনি কপিল শর্মা। তাঁর বিখ্যাত অনুষ্ঠান 'দ্য কপিল শর্মা শো'-এর মাধ্যমেই তিনি দর্শকদের মনোরঞ্জন করেন শুধু তাই নয়, একইসঙ্গে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। সেখানেও মাঝেমধ্যেই নানা ভিডিও বা ছবি পোস্ট করেন তিনি, যা তাঁর অনুরাগীরা বেশ পছন্দই করেন।
এবার ছোটপর্দার বিখ্যাত সঞ্চালক ও কমেডিয়ান কপিল শর্মা পা রাখলেন ইনস্টাগ্রামের রিল দুনিয়াতেও। সঙ্গী বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিংহ। নিজের সোশ্যাল মিডিয়ায় রিল শেয়ার করেছেন কপিল শর্মা। দেখা যাচ্ছে একটি জনপ্রিয় পঞ্জাবি গান 'মিল মাহিয়া'-এ তাল মেলাচ্ছেন অভিনেত্রী সোনাক্ষি সিংহ। সেই গানের শেষে এসেই মজার কমেন্ট করেন কপিল শর্মা। রিলটি পোস্ট করে কপিল শর্মা লেখেন, 'আমার প্রথম রিল'।
View this post on Instagram
রিলের নিচে মন্তব্য করেছেন অভিনেত্রী নিজেই। লিখেছেন, 'তোমার প্রথম রিলের অংশ হতে পেরে আমি খুশি।'
আরও পড়ুন: দীপাবলিতে মুক্তি পাচ্ছে নতুন ওয়েব সিরিজ 'ড্যানি ডিটেকটিভ আইএনসি', পরিচালনায় অঞ্জন দত্ত
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)