এবার সন্তানদের বড় করে তোলা নিয়ে বই লিখে স্বজনপোষণের তিরে ট্রোলড করণ জোহর
করণ লিখেছেন, ’’একজন ছেলে ও মেয়েকে বড় করে তোলার ক্ষেত্রে প্রথম থেকে কী ধরনের তফাৎ করা হয়। দুই যমজ সন্তান কী ভাবে ধীরে ধীরে নিজেদের মধ্যে ফারাক বুঝতে শিখল সে কথাও বলেছি।‘‘
Wanted to share something exciting! My first picture book for kids ! #thebigthoughtsoflittleLUV ! Coming soon! Thank you @mrsfunnybones for introducing me to the wonderful @Chikisarkar @juggernautbooks pic.twitter.com/QkZdYzCcEL
— Karan Johar (@karanjohar) September 1, 2020
এরপরই থেকেই ট্রোলড হতে শুরু করেন করণ। এক নেট নাগরিক লিখেছেন, আপনি খুন করেননি, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু করণ আপনি বলিডডে স্বজনপোষণ ছড়িয়েছেন। সুযোগ না দিয়ে প্রতিভাবানদের জীবন শেষ করে দিয়েছেন। কেউ আবার লিখেছেন, অভিভাবকত্ব নিয়ে বই লিখেছেন ভাল কথা। কিন্তু একজন বৃদ্ধের সন্তানকে আপনি প্রতিনিয়ত যেভাবে অসম্মানিত করেছেন বা চার বোনের এক ভাইয়ের সঙ্গে যা করেছেন, তার কী হবে? একজন বৃদ্ধের একমাত্র ছেলেকে খুন করার কী হবে? আবার কেউ লিখেছেন, আপনার এই নাটকে একেবারেই আগ্রহ নেই। এক নেটিজেনের কটাক্ষ, এই বইটিও সম্ভবত স্বজনপোষণের কাহিনিতে ভরা থাকবে।
সুশান্ত অনুরাগীদের এই ট্রোলিংই প্রমাণ, করণের বিরুদ্ধে তাদের ক্ষোভের আগুন এতটুকুও কমেনি।
Mr. Karan Johar We believe that you have not murdered Sushant But you have spread nepotism in Bollywood. You have given very poor actor and people to Bollywood. You have killed talented people by not giving them a chance and have given a chance to nontelent peoples.
— Kaushal Singh jat (@KaushalSinghJat) September 1, 2020
U wrote a book for ur kids n thats okay ????
But what about the humiliations u have always given to a son of an old father? To a brother of 4 sisters?
What about killing the only son of an old father?@karanjohar
Learn to respect the feelings of others too/else u wont be blessed !
— Srijita Banerjee (@SrijitaTwinkle) September 1, 2020