Karan Johar: এই কাজে অক্ষম তিনি, এতদিনে নিজের গোপন কথা জানালেন কর্ণ জোহর
Koffee With Karan: 'কফি উইথ করণ সিজন ৭' শুরু হওয়ার আগেই কর্ণ জোহর নিজের অক্ষমতার কথা জানালেন।
মুম্বই: আগামীকাল থেকে শুরু হচ্ছে অত্যন্ত জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ' (Koffee With Karan)। ইতিমধ্যেই যে প্রোমো প্রকাশিত হয়েছে, তাতে একঝাঁক তারকাকে দেখা যাচ্ছে, রণবীর সিংহ, আলিয়া ভট্ট, সারা আলি খান, জাহ্নবী কপূর থেকে অক্ষয় কুমার, সামান্থা প্রভু ও আরও অনেক তারকাকে কর্ণ জোহরের (Karan Johar) শো মাতাতে দেখা যাচ্ছে। এরইমাঝে নিজের অক্ষমতার কথা প্রকাশ করলেন কর্ণ জোহর। জানিয়ে দিলেন কোন কাজ তাঁর দ্বারা করা সম্ভব নয়।
কোন কাজ করার ক্ষমতা নেই কর্ণ জোহরের?
সম্প্রতি এক সাক্ষাৎকারে কর্ণ জোহর তাঁর অক্ষমতার কথা প্রকাশ্যে এনেছেন। আর তা অন্য কিছুই নয়, বলিউডের তিন খানকে তাঁর শো 'কফি উইথ করণ'-এ বর্তমানে নিয়ে আসার ক্ষমতা নেই তাঁর। এর আগে অন্যান্য সিজনে জনপ্রিয় এই চ্যাট শোয়ে দেখা গিয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan), আমির খানকে (Aamir Khan)। কিন্তু বর্তমানে তিন খানকে দেখা যাবে না 'কফি উইথ করণ'-এ। তা স্পষ্ট জানিয়ে দিলেন কর্ণ জোহর। সাক্ষাৎকারে তিনি বলেন, 'এই সিজনে বলিউডের তিন খান আসছেন না। আমার সেই ক্ষমতা নেই যে আমি ওঁদের নিয়ে আসব। আমি ওঁদের কোনও পার্টিতে নিয়ে আসতে পারি। কিন্তু আমার শোয়ে নয়। তিন খানের মধ্যে দুজনকেও নিয়ে আসতে আমি পারব না।' এর পাশাপাশি কর্ণ জোহর এটাই স্বীকার করে নেন যে, তারকারা তাঁর শোয়ে এসে এমন অনেক কথা বলেছেন, যার কারণে তাঁরা সমস্যায় পড়েছেন। আর সেই কারণেই তাঁরা আসবেন না। রণবীর কপূরও (Ranbir Kapoor) তাঁর শোয়ে আসার জন্য অস্বীকার করেন, এই কথাও প্রকাশ্যে আনলেন তিনি।
আরও পড়ুন - Mithun Chakraborty: 'মহাগুরুর মহাভোজ', কলকাতা এসে কী খেলেন মিঠুন চক্রবর্তী?
প্রসঙ্গত, ২০০৪ সালের ১৯ নভেম্বর থেকে শুরু হয় 'কফি উইথ করণ'। বি টাউনের নামকরা সমস্ত তারকাদের নিয়ে এই চ্যাট শো খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পায়। তারপর একের পর এক সিজন এসেছে। আর হিট হয়েছে। যদিও কঙ্গনা রানাউতের বিতর্কিত মন্তব্যের কারণে এই শোয়ের জনপ্রিয়তায় কিছুটা ভাঁটা পড়ে। কর্ণ জোহরকে 'নেপোটিজমের পতাকা বাহক' বলে মন্তব্য করেন কঙ্গনা।
অন্যদিকে, সম্প্রতি যে ভিডিও নেট দুনিয়ায় প্রকাশ পেয়েছে, তাতে দেখা যাচ্ছে, 'কফি উইথ করণ' সিজন ৭-এর প্রথম এপিসোডেই থাকতে চলেছেন আলিয়া ভট্ট (Alia Bhatt) এবং রণবীর সিংহ। গোলাপি ফ্লোরাল মিনি ড্রেসে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। অন্যদিকে রণবীর সিংহ তাঁর নিজস্ব স্টাইল স্টেটমেন্টেই আসতে চলেছেন। যদিও এই বছর থেকে জনপ্রিয় এই চ্যাট শো টিভির পর্দায় নয়, বরং দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে।