Alia Bhatt: মেয়ে রাহাকে নিয়ে রণবীর সিংহ-এর সঙ্গে কাশ্মীর যাচ্ছেন আলিয়া! কেন?
রণবীর সিং,আলিয়া ভাট ও রাহাকে নিয়ে কাশ্মীর যাচ্ছেন কর্ণ জোহর
কলকাতা: জোরকদমে চলছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র(Rocky Aur Rani Ki Prem Kahani) শ্য়ুটিং। এই ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করছেন 'গাল্লি বয়' (Gully Boy) জুটি রণবীর সিংহ (Ranveer Singh)ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। রমকম ধারার এই ছবি নিয়ে দর্শকের উন্মাদনার পারদও ক্রমশ উর্দ্ধমুখী। আরল এবার প্রকাশ্য়ে এল নতুন খবর। শোনা যাচ্ছে, একটি গানের দৃশ্য়ের শ্য়ুটের জন্য রণবীর ও আলিয়াকে নিয়ে কাশ্মীর যাচ্ছেন পরিচালক কর্ণ জোহর (Karan Johar)।
সদ্য়ই মা হয়েছেন আলিয়া। তাই ছোট্ট রাহাও (Raha) সঙ্গে থাকবে আলিয়ার। বলিউউ সূত্রে খবর, পয়লা মার্চ থেকে শুরু হবে এই গানের শুটিং, চলবে দশদিন ধরে। মুম্বইয়ের বাইরে এটাই প্রথম রাহার যাত্রা, তাই মা হিসেবে বেশ খুলি আলিয়াও।
কিশোর কুমারের বায়োপিকে চলছে কাজ? 'বয়কট বলিউড' ভিত্তিহীন, মন্তব্য রণবীরের
প্রসঙ্গত, কিছুদিন আগেও শিরোনামে উঠে এসেছিল এই ছবি। কর্ণ জোহর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন
'রকি অউর রানি কি প্রেম কাহানি' নতুন মুক্তির দিন (Rocky Aur Rani Ki Prem Kahani New Release Date)। যেখানে তিনি লিখেছিলেন, ২০২৩-এর ২৮ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র নতুন মুক্তির দিন ঘোষণার আগেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কবিতা পোস্ট করেছিলেন কর্ণ। যেখানে তিনি কবিতার মধ্যে দিয়ে ছবির অভিনেতাদের চরিত্র প্রকাশ করেছিলেন। সেখান থেকেই এই ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে জয়া বচ্চনকে (Jaya Bacchan)।
প্রসঙ্গত, রণবীর সিংহ ও আলিয়া ভট্ট ছাড়াও 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমিকে অভিনয় করতে দেখা যাবে। টেলিভিশন তারকা অর্জুন বিজলানি (Arjun Bijlani) ও শ্রদ্ধা আরিয়াকেও (Shraddha Arya) শোনা যাচ্ছে, পরিচালক ও প্রযোজক কর্ণ জোহরের (Karan Johar) আগামী ছবিতে তাঁদের দেখা যাবে। কিছুদিন আগে ইনস্টাগ্রামে অভিনেতা অর্জুন বিজলানি কর্ণ জোহরের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, 'অবশেষে এক ও অদ্বিতীয় কর্ণ জোহরের সঙ্গে শ্যুট করার সুযোগ পেলাম। আপনার ভালবাসা, উষ্ণতা ও অভিভাবকত্ব পেয়ে আমি ধন্য। এই ম্যাজিকাল ছবির অংশ হতে পেরে আনন্দিত।'
'অ্যায় দিল হ্যায় মুশকিল' (Ae Dil Hai Mushkil) ছবির পর ফের একবার পরিচালকের আসনে কর্ণ জোহর (Karan Johar)। আলিয়া ভট্ট ও রণবীর সিংহকে (Ranveer Singh and Alia Bhatt) নিয়ে তৈরি হচ্ছে তাঁর আগামী ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani)।