এক্সপ্লোর
Advertisement
জানেন? ছেলেমেয়েদের নিয়ে ঝগড়া করেন করিশমা, করিনা!
মুম্বই: করিশমা কপূর ও করিনা কপূরের সম্পর্ক অত্যন্ত ভাল। দুই বোন একসঙ্গে ঘোরাঘুরি, রেস্তোঁরায় যাওয়া সবই করে থাকেন।
কিন্তু একটা বিষয়ে মোটেই একমত নন লোলো আর বেবো। করিশমার দুই ছেলেমেয়ে সামাইরা আর কিয়ান সাধারণের নজরের পুরোপুরি বাইরে, তিনি সংবাদমাধ্যমের সামনে থেকে কার্যত পক্ষীমাতার মত ডানায় ঢেকে রেখেছেন তাঁর দুই সন্তানকে। কিন্তু করিনার ছেলে তৈমুর সকলের চোখের মণি। তার দোলনায় দোলা থেকে সুইমিং পুলে চান করা- সব মুহূর্তই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
আর এ নিয়ে দুই বোনের মধ্যে ভালরকম মনমালিন্যও হয়েছে। ছেলেমেয়েকে বড় করার পন্থা নিয়ে একমত নন তাঁরা।
করিশমা জানিয়েছেন, শুধু বাচ্চা মানুষই নয়, ছোটবেলায় পোশাক নিয়েও তাঁর সঙ্গে করিনার তুলকালাম ঝামেলা হত। কারণ বেবো দিদির জিনসগুলো টপাটপ পরে ফেলতেন!
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement