এক্সপ্লোর
Advertisement
র্যাম্পে করিনা! কঙ্কালের মতো লাগছে, কিছু খান, করিনাকে ট্রোল নেটিজেনদের
মুম্বই: তৈমুর হওয়ার পর শরীরের বাড়তি মেদ ঝড়াতে সেফ আলি খানের বেগম করিনা কপূর খান যে কতটা তৎপর ছিলেন, সেটা সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সকলেরই চোখে পড়েছে। তবে করিনা যে ফের সাইজ জিরোর লক্ষ্যে এগোচ্ছেন সেটা বোধহয় কেউ বুঝতে পারেননি। সম্প্রতি তিনি এবং তাঁর বিএফএফ অমৃতা আরোরা গিয়েছেন সিঙ্গাপুর। সেখানে মনীষ মালহোত্রার ফ্যাশন শোয়ে শো-স্টপার হয়েছেন করিনা। মনীষ মালহোত্রার ডিজাইন করা লহেঙ্গা পরা করিনার ছবি নিজের ইন্সটা অ্যাকাউন্ডে পোস্ট করেন অমৃতা। তারপরই বেবোর প্রশংসার বদলে জোটে সমালোচনা।
করিনাকে ছবিতে দেখে নেটিজেনরা অত্যন্ত রোগা, কাঠির মতো চেহারা সহ না না ধরনের মন্তব্য করেন। প্রত্যেকেই করিনাকে একটু খাওয়াদাওয়া করার পরামর্শ দেন। অনেকেই লেখেন, তাঁকে অনেকটা কঙ্কালের মতো লাগছে, কারণ তাঁর পেটের অংশের হাড়ও স্পষ্ট বোঝা যাচ্ছে। বিভিন্ন লোকের ভিন্ন মন্তব্যে উপচে পড়ছে অমৃতার প্রোফাইল। অনেকেই বলেছেন, হয়তো করিনা কোনও ট্রিটমেন্ট করিয়েছেন রোগা হওয়ার জন্যে, বা হয়তো তিনি অপুষ্টিতে ভুগছেন। অনেকের বক্তব্য অমৃতাকে সুন্দর লাগছে, কিন্তু করিনাকে বয়স্ক লাগছে।
তবে এই প্রথমবার নয়। এর আগে ২০০৮ সালে ‘তাসান’ ছবির শ্যুটিংয়ের জন্যে, সাইজ জিরো ফিগার করেছিলেন করিনা। সেখানে একটি বিচ সিকোয়েন্স শ্যুট করার সময় জ্ঞান হারান করিনা। করিনাj আগে একবার বেশি রোগা লাগার জন্যে ট্রোলড হতে হয়েছিল দীপিকা পাড়ুকোনকে। তাঁকে একটি গয়নার বিপণীর বিজ্ঞাপনে দেখে, নেটিজেরনা, ‘মৃত মানুষ’ বলে মন্ত্যব করে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement