Kartik Aaryan: মাত্র ৩ টাকায় মিলছে 'কার্তিক আরিয়ান হেয়ারকাট'! কোথায়? সন্ধান দিলেন অভিনেতা নিজেই
Kartik Aaryan Haircut: ২৫ সেপ্টেম্বর, 'ভুল ভুলাইয়া ২' অভিনেতা এদিন একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে গাছের তলায় বসে নিজের চুল কাটাচ্ছেন তিনি। নিজের লুক যদিও সম্পূর্ণ প্রকাশ্যে আনেননি।
নয়াদিল্লি: বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan) আপাতত ব্যস্ত 'চন্দু চ্যাম্পিয়ন' (Chandu Champion) ছবির শ্যুটিংয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, শ্যুটিং সেটেই চুল কাটাচ্ছেন তিনি। সেই সঙ্গে উল্লেখ করলেন বিশেষ সেই 'হেয়ারকাট'-এর (Special Haircut) নামও।
'চন্দু চ্যাম্পিয়ন হেয়ারকাট' করাচ্ছেন কার্তিক আরিয়ান
কবীর খানের পরিচালনায় 'চন্দু চ্যাম্পিয়ন' ছবিতে অভিনয় করতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। সেই ছবির শ্যুটিংয়ে ব্যস্ত এখন অভিনেতা।
২৫ সেপ্টেম্বর, 'ভুল ভুলাইয়া ২' অভিনেতা এদিন একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে গাছের তলায় বসে নিজের চুল কাটাচ্ছেন তিনি। নিজের লুক যদিও সম্পূর্ণ প্রকাশ্যে আনেননি তবে গাছের তলায় যে একটি 'অস্থায়ী' সেলুন খুলে ফেলেছেন তাঁরা বেশ বোঝা যাচ্ছে।
এমনিতে ভিডিওটি মজার। তা তো নজরে পড়েইছে অনুরাগীদের। তবে যেটি সবচেয়ে বেশি চর্চায় তা পাশে বসানো 'রেট চার্ট'। ভিডিওয় দেখা যাচ্ছে গাছের ডালে ঠেস দিয়ে একটি বড় বোর্ড রাখা, তাতে লেখা কোন ধরনের হেয়ারকাটের কত টাকা খরচ। সেই দাম দেখে চোখ কপালে সকলের। সেখানে সর্বোচ্চ দাম ৭ টাকা, আর সর্বনিম্ন দাম ৩ টাকা।
ওই বোর্ডে যে রেটচার্ট দেওয়া তাতে তিন ধরনের কাটের উল্লেখ রয়েছে। প্রথমে সাধারণ হেয়ারকাট, দাম ৫ টাকা, দ্বিতীয় গাছের নিচে, দাম ৭ টাকা, আর শেষে কার্তিক আরিয়ান হেয়ারস্টাইল, মাত্র ৩ টাকা।
View this post on Instagram
প্রসঙ্গত, কার্তিক আরিয়ানকে এরপর দেখা যাবে 'চন্দু চ্যাম্পিয়ন' ছবিতে। যে ছবির প্রথম লুক প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। কার্তিককে সেখানে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে। পরনে ব্লেজার, তাতে 'ইন্ডিয়া' লেখা। মোনোগ্রামে 'মিলিটারি' লেখাও দেখা যাচ্ছে, যার থেকে আন্দাজ করা যায় যে তাঁর চরিত্র ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে জড়িত হতে চলেছে।
আরও পড়ুন: Anupam Kher on Dev: অনুপমের 'বাংলার সবচেয়ে প্রিয় অভিনেতা'! 'বাঘাযতীন' নিয়ে দেবকে শুভেচ্ছা বলি-তারকার
'বজরঙ্গী ভাইজান' খ্যাত পরিচালক কবীর খানের এই নতুন ছবি এক খেলোয়াড়ের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি। প্রথম লুকে কার্তিককে ছোট করে ছাঁটা চুলে দেখা গেছে। লন্ডনে শ্যুটিং শুরু হয় এই ছবির। মহরতে উপস্থিত ছিলেন সাজিদ ও ওয়ার্দা নাদিয়াদওয়ালা। ছিলেন পরিচালক ও অভিনেতাও। সাজিদ নাদিয়াদওয়ালা ও কবীর খানের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। ২০২৪ সালের জুনে, ইদের আবহে মুক্তি পাওয়ার কথা এই ছবির।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial