Katrina Kaif: অন্তঃসত্ত্বা ক্যাটরিনা? লন্ডনের রাস্তায় ভিকির হাত ধরে ক্যামেরাবন্দি নায়িকা, জোরালো গুঞ্জন
Katrina-Vicky: ভোটের দিনে এই দম্পতি একসঙ্গে ক্যামেরাবন্দি হন। সেখানে নজর কেড়েছে অভিনেত্রীর পরনের ওভারসাইজড কোট। নেটিজেনদের দৃঢ় বিশ্বাস তিনি অন্তঃসত্ত্বা।
নয়াদিল্লি: গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই। খুব শীঘ্রই নাকি মা হতে চলেছেন বলিউডের তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif Pregnancy Rumours)। একাধিক প্রতিবেদন সূত্রে খবর, ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল (Vicky Kaushal) এখন তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। বিয়ের আড়াই বছরের মাথায় তাঁদের প্রথম সন্তান আসার গুঞ্জনে উচ্ছ্বসিত অনুরাগীরা। সম্প্রতি লন্ডনের (London) রাস্তায় তারকা দম্পতির একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে অনুরাগীদের দাবি, তাঁরা খুব শীঘ্রই বাবা-মা হতে চলেছেন।
প্রথম সন্তানের অপেক্ষায় ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ
লন্ডনের রাস্তায় ক্যামেরাবন্দি তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। অনুরাগীদের একাংশের দাবি, সেখানে ক্যাটরিনাকে দেখে স্পষ্ট যে তিনি মা হতে চলেছেন। সম্প্রতি টাইমস নাও.কম/জুমের প্রতিবেদন অনুযায়ী, ক্যাটরিনা কাইফ লন্ডনের জন্ম দেবেন সন্তানের। সূত্রের খবর, 'হ্যাঁ, তিনি (ক্যাটরিনা কাইফ) অন্তঃসত্ত্বা। তাঁরা তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাবেন লন্ডনেই। ভিকি ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন।'
অন্যদিকে, ভোটের দিনে এই দম্পতি একসঙ্গে ক্যামেরাবন্দি হন। সেখানে নজর কেড়েছে অভিনেত্রীর পরনের ওভারসাইজড কোট। নেটিজেনদের দৃঢ় বিশ্বাস তিনি অন্তঃসত্ত্বা। এবং তাঁরা মিডিয়ার নজর এড়াতেই দেশ ছেড়েছেন বলেও অনুমান অনুরাগীদের।
View this post on Instagram
২০২১ সালের ডিসেম্বরে বিয়ে সারেন ক্যাটরিনা ও ভিকি। লন্ডনে এখন তাঁরা একসঙ্গে সময় কাটাচ্ছেন। সেখানেই এই সপ্তাহের শুরুতে ভিকির জন্মদিন পালন করেন তাঁরা। ক্যাটরিনা সেই বার্থডে ডিনারের ছবি পোস্ট করে অভিনেতাকে ভালবাসার সঙ্গে শুভেচ্ছাও জানান।
View this post on Instagram
আরও পড়ুন: Pherari Mon: সরল ভোলাকে দাপুটে অগ্নি করে তোলার চেষ্টায় তুলসি, নয়া লড়াইয়ে জয়ী হবে সে?
কাজের ক্ষেত্রে, ভিকিকে এরপর দেখা যাবে আনন্দ তিওয়ারি পরিচালিত মিউজিক্যাল 'ব্যাড নিউজ'-এ। ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন তৃপ্তি দিমরি, অ্যামি ভার্ক, ফাতিমা সানা শেখ ও নেহা ধুপিয়া। এছাড়াও তাঁর হাতে রয়েছে 'ছাওয়া'। ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর তৈরি ঐতিহাসিক পিরিয়ড ড্রামা এই ছবি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।