Katrina Kaif: ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা? নয়া ছবিতে ফের বাড়ল জল্পনা
Katrina Kaif's Pregnancy Rumours: এবারও তেমনই হালকা পোশাকে দেখা গেল তাঁকেয হলুদ ঢিলাঢালা পোশাকে অন্তঃসত্ত্বা অবস্থার জল্পনা বাড়ালেন অভিনেত্রী।
মুম্বই: গুঞ্জন শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে। যখনই ক্যামেরার সামনে ধরা দিয়েছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), তাঁকে দেখে অন্তঃসত্ত্বা মনে হয়েছে নেটিজেনদের। বেশ কিছুদিন ধরেই ঢিলেঢালা পোশাকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। কখনও ঢিলেঢালা সালওয়ার কামিজে তো কখনও অন্য কোনও পোশাকে। এবারও তেমনই হালকা পোশাকে দেখা গেল তাঁকেয হলুদ ঢিলাঢালা পোশাকে অন্তঃসত্ত্বা অবস্থার জল্পনা বাড়ালেন অভিনেত্রী।
ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা বাড়ল-
সম্প্রতি মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। 'টাইগার থ্রি' অভিনেত্রী চণ্ডীগড় থেকে লোহরি উদযাপন করে ফিরছিলেন। ক্যাটরিনাকে দেখা যায় উজ্জ্বল হলুদ রঙের পোশাকে। একেবারে ভারতীয় লুকে ক্যাটরিনা যেমন মুগ্ধ করেন তাঁর অনুরাগীদের। তার সঙ্গে নেটিজেনরা সংশয় প্রকাশ করেছেন তাঁর অন্তঃসত্ত্বা হওয়াকে কেন্দ্র করেও। তাঁদের ধারণা, ঢিলেঢালা পোশাক দিয়ে বেবি বাম্প আড়াল করতে চাইছেন তিনি। দ্রুত কমেন্ট বক্স ভরিয়েছেন অনুরাগীরা।
">
আরও পড়ুন - Sushant Singh Rajput: সুশান্তের কাছে চলে গেল তাঁর প্রিয়জন, শোকের ছায়া পরিবারে
প্রসঙ্গত, ২০২১-এর ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি তাঁরা। পর্দায় তাঁদের রসায়ন এখনও দেখেননি দর্শকেরা। কিন্তু অফস্ক্রিন তাঁদের রসায়ন সবসময়ই চর্চিত। কিছুদিন আগেই প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করতে এবং নতুন বছর উদযাপন করতে লম্বা ছুটি কাটিয়ে এলেন। সেখান থেকে একাধিক ছবিও পোস্ট করেছেন।
">
">