Tiger 3 : পর্দায় একসঙ্গে আসতে চলেছেন টাইগার থ্রি-র জ়োয়া ও উরির বিহান? জল্পনা উস্কে দিলেন ক্যাটরিনা
Katrina and Vicky on Cinema: এবার কি উরি-খ্যাত ভিকি কৌশলের সঙ্গে পর্দায় একসঙ্গে আসতে চলেছেন জ়োয়া ক্যাটরিনা?
মুম্বই: ‘উরি’ নায়কের সঙ্গে পর্দায় আসতে চলেছেন টাইগার থ্রি-র জ়োয়া?
সদ্য মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত টাইগার থ্রি। দীপাবলিতে যে ছবিতে ফের বড় পর্দায় দেখা গিয়েছে ভাইজানের সঙ্গে ক্যাটরিনা কাইফকে। ছবিতে তিনি পাকিস্তানি স্পাই জ়োয়ার ভূমিকায়।
এবার কি উরি-খ্যাত ভিকি কৌশলের সঙ্গে পর্দায় একসঙ্গে আসতে চলেছেন জ়োয়া ক্যাটরিনা? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই জল্পনা উস্কে দিয়েছেন স্বয়ং ক্যাটরিনা। জানিয়েছেন, ভিকির উরির চরিত্রের সঙ্গে পর্দায় যদি জ়োয়ার রসায়ন দেখানো যায়, তাহলে রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে।
বলে রাখা যাক, ক্যাটরিনা বাস্তবে ভিকির স্ত্রী। উরি ছবি থেকেই খ্যাতির চূড়োয় পৌঁছন ভিকি। পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের ওপর নির্মিত সিনেমায় ভিকির চরিত্রের নাম হয়েছিল বিহান শেরগিল। পর্দায় যদি বিহানের সঙ্গে জ়োয়াকে একসঙ্গে আনা যায়, তাহলে দর্শকরা সেটি পছন্দ করবেন বলেই ধারণা ক্যাটরিনার। দর্শকরা যে পর্দায় ভিকি-ক্যাটরিনার রসায়ন উপভোগ করবেন, সে ব্যাপারে নিশ্চিত অভিনেত্রী।
দীপাবলির আবহে, গত ১২ নভেম্বর মুক্তি পেয়েছিল টাইগার থ্রি। তার ঠিক পরের রবিবারই ছিল ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। সারা দেশে মেতেছিল মূলত ভারত ও অস্ট্রেলিয়ার খেলা নিয়েই। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীরা ফাইনাল দেখার জন্য ভিড় জমিয়েছিলেন স্টেডিয়ামেই। যাঁরা মাঠে যাননি, চোখ রেখেছিলেন টিভি বা স্মার্টফোনে। যে কারণে রবিবার টাইগার থ্রি-র ব্যবসা মার খেয়েছে। শনিবার এই আশঙ্কাতেই টাইগার থ্রি-র মঞ্চ থেকে সলমন বলেছিলেন, 'ভারত জিতবে। আর তারপর আপনারা সবাই থিয়েটারে ফিরে আসবেন।'
বাইশ গজে শেষ রক্ষা হয়নি। জয়ী হতে পারেনি ভারত। তবে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ঘিরে উন্মাদনায় টাইগার থ্রি-র রবিবাসরীয় ব্যবসা মার খেয়েছে। বক্স অফিসের ব্যবসায় এল কতটা হেরফের ? এ নিয়ে মুখ খুলেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি স্পষ্ট জানিয়েছেন, রবিবার ব্যবসার একটা বড় অংশ হারিয়ে বড়সড় ক্ষতির মুখে টাইগার থ্রি। গত শুক্রবার ১৩ কোটি, শনিবার ১৮.২৫ কোটি আয় করেছে টাইগার থ্রি। এবং রবিবার সেই আয় নেমে গিয়ে দাঁড়িয়েছে ১০.৩৫ কোটি টাকায়। পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই ২২৪.৫০ কোটি টাকা ঘরে তুলেছে সলমন খানের টাইগার থ্রি। যদিও ব্যবসার গ্রাফ যে নামতে পারে, আশঙ্কাটা আগেই করা হয়েছিল। আর সেই আশঙ্কাই সত্যি হল এবার।
টাইগার থ্রি হল যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি। সলমন এবং ক্যাটরিনা কাইফ ছাড়াও, অ্যাকশন প্যাকড মুভিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাশমি। ছবিতে ক্যামিও করেছেন শাহরুখ খান ও হৃতিক রোশন।
আরও পড়ুন: Tiger 3 On ODI World Cup 2023: বিশ্বকাপ ফাইনালের দিনে 'ধসের মুখে' সলমনের টাইগার ৩ !